আজব দুনিয়ার কিছু ভুয়া “গজব” এর কাহিনী!

এক সপ্তাহের মাথায় আবার লিখতে বসলাম। পড়াশোনার চাপ মনে হয় কম, এইজন্য এখন ব্লগর ব্লগর করতে মজা লাগে মনে হয়! যাই হোক বেশী কথা বাড়াবো না; আমার অন্যান্য ব্লগ দেখে ধারণা করতে পারবেন আমার কাজ বাইরের পত্র-পত্রিকা বা নেট থেকে আর্টিকেল চুরি (!) করে এখানে লেখা… আমার তো আবার “ক্রিয়েটিভিটি” একটু কম কিনা!  :-B

আজকে লিখব ‘শেষ বিচারের দিন’ নিয়ে। না ভাইয়া এ্যান্ড আপুরা,

বিস্তারিত»

Rumpology

আসলে এই লেখা তাজা হলেও আইডিয়াটা গত ডিসেম্বরের। সিসিবির একজনের সাথে চ্যাট করছিলাম। বললাম নতুন বছরের রাশিফল মারকা একটা পোস্ট আসা দরকার। সিসিবির ওই ক্যাডেট আবার রম্য লেখক হিসাবে খুব নাম করে ফেলেছে। ও বললো লিখেন ভাইয়া মজা করে কিছু একটা লিখেন। কিন্তু আমি কখনোই ভাল লেখক না তার উপর আবার রম্য!! তাই আমি ফ্যাক্ট নিয়ে লিখি যেমন ফুটবল অথবা সিনেমা।এইসব লেখায় মানুষ শিল্পগুন না খুঁজে বরং ফ্যাক্ট খুঁজে।

বিস্তারিত»