করোনা এমন করোনা
মো ও খা ও।
এমন করে কি বেচে থাকা যায়
একা একা ঘরে,
তোর সাথে হবে না দেখা এখন
কি হবে পরে?
চোখের আকাশে সুখের সাতরঙ
কত কথা বলে,
যত খুনসুটি বন্দি বুকের মাঝে
ঢেকে কি রাখা চলে?
নদীতো বইছে এখনো ছন্দে ছন্দে
আকাশে উঠেছে চাদ,
কন্ঠে না মিলিলে সুরে সুরে গান
মিটিবে কি সুখ সাধ।