দুই প্রজন্মের গালগল্প

বোডেন্‌সে হ্রদটা জার্মানি, সুইজারল্যান্ড আর অস্ট্রিয়া, এই তিন দেশেরই কিছু জায়গা নিয়ে নিয়েছে। ইংরেজিতে এটাকে “লেক কনস্টান্স” ডাকা হয়। বিশাল এই হ্রদের একটা দ্বীপই আমার এ লেখার বিষয়বস্তু। কথাটা পুরো ঠিক হল না! আসলে আমি শুধু লিন্ডাউ দ্বীপের একটা উৎসব নিয়ে লিখবো, বিজ্ঞান উৎসব। উৎসবের নাম “লিন্ডাউ নোবেল সম্মেলন”। এই বিষয় বেছে নেয়ারও কারণ আছে। এ বছর বাংলাদেশ থেকে তিনজন এই সম্মেলনে যোগ দিয়েছেন যাদের মধ্যে একজন হলেন আমাদের “ওমর ভাই”

বিস্তারিত»