কেন গো বাজাও

কেন গো বাজাও
ওবায়েদুল্লাহ ওয়াহেদী

বাঁশের বাশীতে সুর কেন গো বাজাও হে
আমি যে মরমে মরি
চাঁদের হাসিতে জোছনা কেন যে ঝরাও হে
ঘরে যে থাকিতে না রি।

হিয়া কাঁদে যাতনায় চাতকী পরান নিরবে চেয়ে
তারা ফোটে সীমানায় আকাশে বিধুর গীত গেয়ে
যায় গো পরান বুঝি আজ আর সহিতে না রি

অহন মরনে অন্তর জরজর ওহে দোষন আমারি।

বিস্তারিত»