কেন গো বাজাও
ওবায়েদুল্লাহ ওয়াহেদী
বাঁশের বাশীতে সুর কেন গো বাজাও হে
আমি যে মরমে মরি
চাঁদের হাসিতে জোছনা কেন যে ঝরাও হে
ঘরে যে থাকিতে না রি।
হিয়া কাঁদে যাতনায় চাতকী পরান নিরবে চেয়ে
তারা ফোটে সীমানায় আকাশে বিধুর গীত গেয়ে
যায় গো পরান বুঝি আজ আর সহিতে না রি
অহন মরনে অন্তর জরজর ওহে দোষন আমারি।
ব্যাকুল বাতাস বহে শনশন কি যেন বলিতে চাহে
আকুল সোহাগ বাজে অনুরণ কি যেন কহিতে গাহে
ভাঙে গো হিদয় বুঝি আজ আর কি বহিতে পারি
অহন মরনে অন্তর জরজর ওহে দোষন আমারি।
বাঁশের বাশীতে সুর কেন গো বাজাও হে
আমি যে মরমে মরি
চাঁদের হাসিতে জোছনা কেন যে ঝরাও হে
ঘরে যে থাকিতে না রি।
ফুললি রাবীন্দ্রিক!!!!!
এখনো যে রাবীন্দ্রিক কবিতা লিখা সম্ভব, তাই তো জানা ছিল না!!!!!!!
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
গগন লালন রবীন্দ্র.......... তারপর।