এইভাবে মৃত্যু আমাদের কারো কাম্য নয় লেখক: রাজীব (১৯৯০-১৯৯৬) বিভাগ: আলোচনা অক্টোবর ২০, ২০১৩ @ ৯:০০ অপরাহ্ন ১৩ টি মন্তব্য মন আমার দেহ ঘড়ি সন্ধান করি। মন আর দেহ একে অপরের পরিপূরক। দুইটাই যখন ঠিক থাকে তখন সব ঠিক আর একটু দিক বিদিক হলেই আমাদের ঠেলা বের হয়ে যায়। শরীর একটু বিদিক হলে শরীরের ডাক্তারের কাছে দৌড়াই। মনের অসুখ হলে অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ধরে নিয়ে যাওয়া হয়। মনের অসুখ এমনি জিনিস যে তা লুকাতে ব্যাস্ত আমরা অষ্ট প্রহর। মনের অসুখ মনে থাকুক। বিস্তারিত»