অপলাপ-৩

কাল রাতে ঘুম আসছিল না মনে হচ্ছে ইতিমধ্যে জ্বর চলে এসেছে। বিদেশে একা একা অসুস্থ হওয়া বড়ই খারাপ। রাতের বেলা তাই কিছু অসংলগ্ন লাইন মাথায় ঘুরছিল একটু এদিকওদিক করে কোবতে হিসেবে চালাবার অপপ্রয়াস।
*********************************************************************************************************************
মাঝে মাঝে সময় এত দীর্ঘ ঠেকে
ঘুম না আসা মাঝরাতে,
যখন ঘড়ির টিকটিক
জগতের একমাত্র শব্দ বলে মনে হয়।
সমস্ত বিশ্বে একা আমি জাগ্রত।
বিছানায় এপাশ ওপাশে ঘুমাবার আকুলতা।

বিস্তারিত»

অপলাপ

[একটু অফ টপিক। একটা কবিতা দিলাম সবার জন্য।]
বাতাসে পাতার শব্দ ।
দূরে কোথায় যেন কিসের কোলাহল,
আমি কান পেতে থাকি কিছু বুঝতে পারিনা।
আবার সব চুপচাপ, নিস্তব্ধ।
আমি কবি নই
তাই বাতাসে পাতার শব্দে গান খুঁজে নিতে পারিনা।

বিস্তারিত»