[একটু অফ টপিক। একটা কবিতা দিলাম সবার জন্য।]
বাতাসে পাতার শব্দ ।
দূরে কোথায় যেন কিসের কোলাহল,
আমি কান পেতে থাকি কিছু বুঝতে পারিনা।
আবার সব চুপচাপ, নিস্তব্ধ।
আমি কবি নই
তাই বাতাসে পাতার শব্দে গান খুঁজে নিতে পারিনা।
বেলা শেষ হয়, সন্ধ্যা নামে,
পাখিদের নীড়ে ফেরার তাড়া।
একটি দীর্ঘ কালো রাতের সূচনা।
আমি কবি নই
রাতকে মায়াবী ভেবে প্রিয়াকে কল্পনা করতে পারিনা।
সকালের নতুন সূর্য,
আমাকে আশার আলো দেখায়না ।
বরং মনে করিয়ে দেয়
এটি আরেকটি দিন ঠিক গতকালের মত।
আমি কবি নই
শূন্য চারপাশে তাই ভালোবাসা খুঁজে পাইনা ।
পুড়া পুড়া গন্ধ পাচ্ছি...ছেকা খাওআর গন্ধ মনে হয়...
@শামস ভাই- রতনে রতন চিনে 😉
অবশ্য আমিও কেমন কেমন জানি গন্ধ পাইতেসি।
সুন্দর!!
জিহাদ ...আমার cadet name শাহেদ...so...এই নামে ডাকলে খুশি হব...
@শাহেদ ভাই- সরি...
বস কি তিতাসের শাহেদ ভাই নাকি!!আমি তো আরও এতদিন ভাবছি গোমতীর শামস ভাই!!ক্যামনে কি!!!..
বইন্য তোর জইন্য...আমি তিতাস এর শাহেদ...intake no দেখে বুঝ না...??আর তুমি বা কে?? এইসব ভাব মারকা নাম দেখে চিনা মুশকিল...বইন্য তোর জইন্য নামে তো আমি কাউকে চিনি না...
হ, আমিও শামস ভাই ভেবেই না ডাক টা দিলাম। এখন দেখি ক্যামনে কি?? 🙄
ভালো লাগছে। প্লাস দিলাম।