কাল রাতে ঘুম আসছিল না মনে হচ্ছে ইতিমধ্যে জ্বর চলে এসেছে। বিদেশে একা একা অসুস্থ হওয়া বড়ই খারাপ। রাতের বেলা তাই কিছু অসংলগ্ন লাইন মাথায় ঘুরছিল একটু এদিকওদিক করে কোবতে হিসেবে চালাবার অপপ্রয়াস।
*********************************************************************************************************************
মাঝে মাঝে সময় এত দীর্ঘ ঠেকে
ঘুম না আসা মাঝরাতে,
যখন ঘড়ির টিকটিক
জগতের একমাত্র শব্দ বলে মনে হয়।
সমস্ত বিশ্বে একা আমি জাগ্রত।
বিছানায় এপাশ ওপাশে ঘুমাবার আকুলতা।
তখনই,
জেগে জেগে দেখা স্বপ্নে তোমার আগমন।
অদ্ভুত এক মায়াবী কন্ঠে ডাক দাও আমাকে,
আমি প্রবেশ করি আমার কল্পনায়।
স্পর্শ করা দূরত্বে তুমি আর তোমার মায়া
নাকি তুমিই মায়া।
কল্পনার লাগামছাড়া ঘোড়া হঠাৎ হোঁচট খায়…
একা আমি আমার বিছানায়।
৩৫ টি মন্তব্য : “অপলাপ-৩”
মন্তব্য করুন
আগে 1st হয়ে নেই, পরে কমেন্ট দিমু 😀
আহ্ কি শান্তি। সারা দিনে এই একবার অন্ততফাষ্ট হইতে পারলাম :party:
তপু, তাইফুর কিন্তু এখন অন প্যারেড। সো অমায়িক চো.. গালিটা খাইও না আর।
কোবতে ভাল হইছে :thumbup:
এই লাইনটা দেইখা ঘড়ির দিকে তাকাইলাম। আমার এইখানে এখন রাত পৌনে তিনটা বাজে। আমিও তাহলে এখন আমার বিছানায় যাই 😀
তাইফুর ভাই না বহুদিন প্যারেডে অনুপস্থিত ছিল সেটা ভেবেই না একটু। আর আপনিও তো ভাইয়া বাদ রাখলেন না কইয়াই দিলেন...
কইয়া দিসি নাকি :-/ । ওহ্ সুরি ভাই সুরি 😛 । মাইন্ড করছ? 🙁 । ওকে আর কমুনা :no:
😀 😀 😛 😛 😀 😀
Life is Mad.
বহুৎ খুব :clap: :hatsoff:
ধন্যবাদ ভাইয়া। আপনার দিনলিপি কই ?
একটু পরে ঢাকা যাচ্ছি :tuski: :guitar: 😀 , দিনলিপি কয়েকদিনের জন্যে স্থগিত
আসলেই এই লাইন দুইটা খুব সুন্দর হইসে...
আর কবিতার মূলভাব বিশ্লেষণ করলে কামরুলের সাথে গলা মিলিয়ে বলতে হয় যে,
তপুরে তাড়াতাড়ি বিয়া দিতে হইবেক...
কি তপু, বিছানাটা কি ইদানীং একটু বড় বড় লাগে? :dreamy:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আমার বিছানা ছোট ছোট লাগে। রাতে ঘুমাইতে পারি না ঠিক মত।
স্যলুশন কি? 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
জাইগা থাকেন।
সাতেও নাই, পাঁচেও নাই
শেষ লাইনটা পইড়া মনে হইলো তপুরে তাড়াতাড়ি বিয়া দিতে হইবেক।
:)) :)) :))
:khekz: :khekz: :khekz:
:khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
তপু, বাহ্! কোবতও তো ভাল লেখ। :clap: :clap:
সুন্দর হয়েছে। :thumbup: :thumbup:
ভালো হইছে তপু :thumbup: :thumbup:
আমারতো সবসময়ই দীর্ঘ ঠেকে ইদানিং 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম ভাই, আপনি মিয়া চাপা মারেন। কিলার টাইপ লুক নিয়া আপনি এইসব কথা কইলে পাব্লিক খাবে না! 😛 😛
তোরে 'কিল' করার টাইম আইছে x-( x-(
আর পাবলিকে খাক এইটা কে চায় বল 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
ও বুঝছি, আপনি সব একাই খাইতে চান, পাব্লিকে খাক এইটা চাননা!
আপনি খুব খ্রাপ! :grr: :grr:
হ ! ঠিক ঠিক।
মিছা কথা কওয়ার জন্য কাইয়ুম ভাইয়ের ব্যাঞ্চাই। 😛 😛
বুঝছি, গন বিয়ার ব্যবস্থা নিতে হবে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কী কন এইটা,তপু তুই আরো কিছুদিন অসুস্থ থাক, আর আমরা কিছু কোবতে পাই। 🙂 🙂
আমিন তোর মতন বন্ধু থাকলে তপুর আর শত্রুর দরকার নাই... x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz:
:hatsoff:
সাতেও নাই, পাঁচেও নাই
বাহ কবিতাটা তো ভাল লিখেছ।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
one day comment... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ধুর! ওয়ান ডে তে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে হারছে। x-( x-(
তাইলে '20-20 comment...' B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দশ ওভারের রুম ক্রিকেট কমেন্ট দাও
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সিক্স-এ-সাইড কমেন্টই তাইলে সবচেয়ে ভাল... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দুনিয়াডাই মায়া রে ভাই ........... (দীর্ঘশ্বাসের ইমো নাই?)।
ভালো হইছে :clap: :clap: ।
Life is Mad.
আপনাদের দুই ভাইয়ের নামে আন্টির কাছে কেইস দিতে হবে :no:
তপু ভাই কোবতেটা ভালো লেগেছে।
ধন্যবাদ ভাইয়া