বইমেলা ২০১০- এ এক্স ক্যাডেটদের বের হওয়া বইগুলোর বর্ণনা ও অনলাইনে পরিবেশকের তালিকা নিয়ে একটা পোস্ট দেয়ার প্রস্তাব এসেছিল। কিন্তু সব লেখকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে কিছুটা সময় লেগেছে। পোস্ট দিতেও তাই একটু দেরি হয়ে গেল। আমরা আন্তরিকভাবে দুঃখিত।
এবারের বইমেলায় সিসিবি সদস্যদের প্রকাশিত বইসমূহের একটি তালিকা দেয়া হল।
কেউ বাদ পড়ে থাকলে বা তথ্যে কোন সংশোধনী থাকলে সিসিবির ই-মেইলে যোগাযোগ করতে অনুরোধ করছি।
আমেরিকার গল্পঃ রঙ দিয়ে যায় চেনা / আব্দুর রহমান আবিদ
প্রকাশকঃ অনুপম প্রকাশনী
মূল্যঃ ১২০ টাকা
কিন্নরকন্ঠী নদী / ওয়াহিদা নূর আফজা
প্রকাশকঃ সাকী পাবলিশিং ক্লাব
প্রচ্ছদঃ হাশেম খান
পরিবেশকঃ টুম্পা প্রকাশনী (স্টল নম্বর# ৪৬৬)
মূল্যঃ ১০০ টাকা
টাউট দি গ্রেট
প্রকাশকঃ পার্ল পাবলিকেশন্স
কিং মিঠু
প্রকাশকঃ সময় প্রকাশন
পিস্তলের মুখে তনুকাকা
প্রকাশকঃ পাঠসূত্র
টিফিন পিরিয়ড
প্রকাশকঃ অনন্যা
দুষ্ট সমগ্র
প্রকাশকঃ নওরোজ কিতাবিস্তান
ভাইস ক্যাপ্টেন
প্রকাশকঃ অন্বেষা
ফ্রেন্ডস ক্লাব
প্রকাশকঃ বিদ্যা প্রকাশ
কাঠের সেনাপতি / তারেক নুরুল হাসান
গল্প সংকলন
প্রকাশকঃ নজমুল আলবাব, শস্যপর্ব
প্রচ্ছদঃ নজরুল ইসলাম
পরিবেশকঃ পাঠসূত্র, স্টল নং ৭৩-৭৪, একুশে বইমেলা ২০১০
পৃষ্ঠা সংখ্যা ৬৪
মূল্য ৮০ টাকা
অনলাইনে বিক্রয়ঃ বইমেলা ডট কম
ফেইসবুক গ্রুপঃ
১ম B-)
আমার বইয়ের প্রচ্ছদটা কি একটু ছোট করা যাবে?
প্রচ্ছদ আপলোড করার পর অপশোনের যে উইনডোটা আছে সেখানে স্মল সাইজ এবং রাইট সাইডেড সিলেক্ট করলে ভূতুরে প্রচ্ছদটার একটা মানুষী অবস্থা দাড়াবে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
Ishfaque Jahan Rafee likes this
:clap: :clap: :clap:
R@fee
মামুন ভাইর তো ৫ টা বই বের হয়েছে এইবার...............
:-/ :-/ :-/
R@fee
😀 :thumbup:
মামুন ভাইর তো ৫ টা বই বের হয়েছে এইবার
:boss:
জানতে পেরে ভাল লাগল।
চ্যারিটি বিগিনস এট হোম
আজ একটু পর বইমেলায় যাচ্ছি ছেলেকে নিয়ে। তালিকাটা নিয়ে গেলাম। লেখকদের :hatsoff:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আয় হায়, আগে বলবেন না। আমি মাত্র আসলাম।
সব কিনে নিয়ে এসেছি। আফসোস, লেখক-লেখিকা কাউরে পাইলাম না।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
নাহ্ বইমেলায় আর যামু কিনা সন্দেহ। বুঝলাম, আসলেই বয়স হইয়া গ্যাছে। এত্তো মানুষ, মানুষ আর মানুষ......... গিজ গিজ মানুষ। হাটা যায় না, দম ফেলা যায় না। ঘিঞ্জি, কোনো পরিকল্পিত কিছু না। স্টলগুলো এত্তো ছোট, অধিকাংশ স্টলে ঢোকাই যায় না। দুই লাইনের স্টলের মাঝে হাটারও যথেষ্ট জায়গা নেই। সখ মিটিয়ে কিনতে পারলাম না। আমার চেয়ে ছেলেই কিনলো বেশি। আবিদ আর তারেকের বই পেলাম। কিন্তু শান্তার বইটা পেলাম না। ৪৬৬ নম্বর স্টল এখন "সালাউদ্দিন" নামের কোনো একটা স্টল। সেখানে কিন্নরকণ্ঠী নদী নেই। স্টলটিতে ধর্মীয় ব্ই দেখলাম প্রায় সব। আমার কেনার মধ্যে মুক্তিযুদ্ধ সম্পর্কিত বইই বেশি। আগের কেনা, পড়া বেশ কিছু বই সংগ্রহ থেকে হারিয়ে গেছে। সেরকম কিছু ফের কিনলাম।
ছেলের তালিকা বৈচিত্র্যময়। শেক্সপিয়ার, গ্রীক মিথলজি, মুক্তিযুদ্ধ, উপন্যাস, ডারউইন, বাইবেল আর ফুটপাথ থেকে টুওয়াইলাইট সিরিজের চারটা বই। তবে মানুষের চাপে জাফর ইকবালের কিছু কিনতে পারেনি। বলেছি, আগামী মাসে শাহবাগে নিয়ে যাব।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাই আপনার ছেলের তালিকা তো অসাধারণ :clap:
আপনার ভবিষ্যৎ আপনার মতই :boss: হোক,এই কামনা করছি
সানাউল্লাহ ভাই, আমার বইটা কিনেছেন জেনে খুশী হলাম। পড়ে কেমন লাগলো জানাবেন।
আপনার ছেলের বইয়ের তালিকা সত্যিই খুব ইন্টারেষ্টিং।
বইগুলায় সব ক্যাডেটদের জন্য ১০% ডিসকাউন্ট দেয়া উচিত।
লাইকস ইট :thumbup:
সহমত প্রকাশ করছি ..............
আয় হায়... বইম্যালা ত শ্যাষ অয়া গ্যালো। মুইর দুখোন বই অনুপম প্রকাশনীতে আছে।
১) প্রাণের মাঝে গণিত বাজে
২) অঙ্কের ধাঁধাঁ (সম্পাদিত)
আপছুছ! এই কয়দিন এমুন দৌড়ানির মইদ্যে আছিলাম যে সিসিবিতে আওয়নের সময় পাই নাই। কী আর করা, শ্যাষ ব্যালায় আইসা eleventh hour এ ফাঁইস্যা গেছি। 😕 :bash: ~x(
আমার বইয়ের প্রচ্ছদের জায়গাটা blank দেখছি। এটাকি আমার কম্পিউটারের সমস্যা নাকি কোনো কারনে প্রচ্ছদের ছবিটা ঠিকমত লোড হয়নি ওয়েবসাইটে, ঠিক বুঝতে পারছিনা।
আমার প্রকাশনীটা ( 😛 ) নাকি অনেকেই খুঁজে পাচ্ছে না!!! তাই ঠিক লোকেশন দিতে আসলাম।
"টুম্পা প্রকাশনী" হচ্ছে TSC দিয়ে বইমেলায় ঢুকার ১ম গেট টার একটু আগে, রাস্তার বামপাশে।
আমি শুক্রবারে গিয়ে প্রথমেই আপুর বইটা কিনে ফেলছি 😀
উপন্যাসের কটমট নামটা না হয় নাই মনে রাখলো, টুম্পা নামটা সিসিবিয়ানরা ভু্ললো কেন?
অফটপিকঃ উপন্যাস কেনার কথা শুনে দূর থেকে আমি যে কী আহ্লাদিত বোধ করছি তা বলে বোঝাতে পারবো না।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
খুব দুক্ক পেলাম
বই মেলা আজ শেষ
গতকাল ভিসিট করেছি
কিন্ত লিস্ট আজ পেলাম
সব লেখকের জন্য সুভো কামনা
আমিও প্রথমে ধরা খাইছিলাম, পরে দেখলাম দুইটা দোকান পাশেই টুম্পা প্রকাশনী।
স্টলটিতে শুধু ধর্মীয় বই পাওয়া যাচ্ছে শুনে ভড়কায় গিয়েছিলাম - পরে ভাবলাম এ তো রীতিমতো বিপ্লব একই ্দোকানে এমন বই বিক্রি হচ্ছে যেখানে কী ামার ভাগ্নির ভাষায় বড়দের বই বিক্রি হচ্ছে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
শান্তার বইটা শেষ পর্যন্ত আমাদের রিপোর্টারকে দিয়ে আজ কিনিয়ে আনলাম!! B-) টুম্পাকে 😀 টুম্পা প্রকাশনীর খোঁজ দেওয়ায় ধন্যবাদ। :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানা ভাই আমার স্টল খোঁজার ভোগান্তি পড়ে আমি প্রকাশককে ফোন করেছিলাম। সে বললো সবই ঠিকঠাক মতো আছে।
সিসিবির প্রতি আ্পনার ভালবাসা সত্যিই অকৃত্রিম। আমাদের সবার বইই সংগ্রহ করলেন। ধন্যবাদ।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
নাহ! আমার বইটা বের করতে পারলাম না। তবে মার্চে বেরুবে। এই বইগুলোর কথা আগে জানলে কাজ হতো। থাঙ্কস এনিওয়ে।