ঠকবাজের মাঝে খাঁটি জনকে
চিনতে পারলাম না;
কাছের মানুষটিকে আজো, হায়!
বুঝতে পারলাম না।
ধরো যদি সত্যি বলি-
মুখ দেখেই, মন পড়তে পারি;
তখন তুমি আমায়
যদি আর চাঁদমুখ না দেখাও!
আমি তাই মিথ্যেবাদী;
ছিটে-কথার ঝাঁজ থাকুক বাকী,
আশি শতাংশ-ই ঢের বাপু
সবটা হলে বলবে – অমানুষ একটা!
:thumbup:
কবিগুরু যেমনটা বলে গেছেন:
"নাইবা বুঝিলে তুমি মোরে
চিরকাল চোখে চোখে নূতন নূতনালোকে
পাঠ করো রাত্রিদিন ধরে।
বুঝা যায় আধো প্রেম, আধখানা মন
সমস্ত কে বুঝেছে কখন? "
অতএব, কীপ কাম এন্ড বিলিভ ইন রবিগুরু B-)
সাতেও নাই, পাঁচেও নাই
ধন্যবাদ, জিহাদ ভাই 🙂
আমি অনুপ্রাণিত ... !!!
ভালো থাকা অনেক সহজ।
লাইনের মাঝে ডাবল স্পেস চোখে লাগে।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
লাইনের মাঝে ডাবল স্পেস ... সরিয়ে ফেলেছি।
......
আমি আগে লাইনের মাঝে স্পেস সরাবার উপায় জানতাম না।
আজ শিখলাম 🙂
তাই, অসংখ্য ধন্যবাদ, রাজীব ভাই ... :teacup: (সম্পাদিত)
ভালো থাকা অনেক সহজ।
:thumbup:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
বাহ! ভালো লাগলো সাদাত।
:shy:
নূপুর দা !!! ধন্যবাদ।
আমি অনুপ্রাণিত ... :tuski:
ভালো থাকা অনেক সহজ।
ভাল লেগেছে...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ধন্যবাদ !!! পারভেজ ভাই।
অনেক অনেক ভালো লাগলো জেনে । 🙂
ভালো থাকা অনেক সহজ।
গান মনে হলো।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
আমি অনুপ্রাণিত ...
ধন্যবাদ ভাই ... 🙂
ভালো থাকা অনেক সহজ।