ভুলের ফল

ফুলটা তুলে ভুল করেছি

লাগছে নাতো ভাল

মানিয়ে ছিল যখন সেটি

গাছের ডালে ছিল।

 

ডালে ছিল তীক্ষ্ণ কাঁটা

খোঁচা খেয়েছি তাতে

ফুল তুলতে গিয়ে আমার

রক্ত ঝরে হাতে।

 

বাড়ি ফিরে লাগাই মলম

ব্যথায় টন্‌-টন্‌

ফুলটা রাখি বোতল জলে

মৌমাছি ভন্‌-ভন্‌।

 

মধুর খোঁজে ফুলের ওপর

বসলো মাছি ধীরে

ফুলের রস শুকিয়ে তাই

চলে গেল উড়ে।

 

ফুলের রঙ ফ্যাকাসে হয়ে

পাপড়ি গেছে ঝরে

হাতের ক্ষত শুকিয়ে গেছে

ব্যথা কমছে ধিরে।

 

ফুলটা আমি দিয়েছে ফেলে

মাটিতে গেছে মিশে

ভুলের জন্য আমার হাতে

ক্ষত দেখায় দিশে।

 

-সমাপ্ত-

 

২ টি মন্তব্য : “ভুলের ফল”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।