ক্যাডেট কলেজ ব্লগরায়হান আবীর (৯৯-০৫)ঈদ নাই কারও? ঈদ নাই কারও? লেখক: রায়হান আবীর (৯৯-০৫) বিভাগ: বরিশাল, ব্লগর ব্লগর অক্টো. ২, ২০০৮ @ ১২:৫১ অপরাহ্ন ২১ টি মন্তব্য অনলাইনে নয় জন। কারও কি ঈদ নাই?? যান সবাই ঈদ করেন। সবাই সবাই।
ইশতিয়াক (৯৯-০৫) অক্টো. ২, ২০০৮ @ ১:০৫ অপরাহ্ন পোস্টটা কি ঈদের আলোচনার ??? আসুন ঈদ আড্ডায় মাতি... 😀 জবাব দিন
জুনায়েদ কবীর (৯৫-০১) অক্টো. ২, ২০০৮ @ ১:৩২ অপরাহ্ন গরীবের আবার ঈদ! 🙁 ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ জবাব দিন
জিহাদ (৯৯-০৫) অক্টো. ২, ২০০৮ @ ২:০২ অপরাহ্ন গরিব এবং অবিবাহিত - তাদের আবার ঈদ 🙁 সাতেও নাই, পাঁচেও নাই জবাব দিন
মিল্টন (৯৩-৯৯) অক্টো. ২, ২০০৮ @ ১০:৪৬ অপরাহ্ন আরে অবিবাহিত ... মানে সিঙ্গেল দের জন্য ই তো ঈদ। ডেট মারার এখনি সময়। জবাব দিন
সিরাজ (৯৪-০০) অক্টো. ২, ২০০৮ @ ১১:৫৮ অপরাহ্ন আমি ২ দিন আগেই ঈদ করছি.........।।লাইবেরিয়া তে.........। :party: জবাব দিন
মাসরুফ (১৯৯৭-২০০৩) অক্টো. ৩, ২০০৮ @ ১:২৭ অপরাহ্ন গরীব আর সিঙ্গেল-এদের আবার ঈদ! 🙁 অফ টপিক-এই সিঙ্গেল বলতে গার্লফেরেন্ড লয়া হাওয়া খাওয়া ভেজাল সিঙ্গেল না,এক্কেবারে সত্যিকারের লোনলি খাঁটি সিঙ্গেল। জবাব দিন
মাসরুফ (১৯৯৭-২০০৩) অক্টো. ৮, ২০০৮ @ ২:১১ পূর্বাহ্ন কি কবি? তোর কওয়ার মুখ আছে? সিসিবি গেঞ্জি পইরা পান্থপথে মাইয়া লইয়া পার্ট মারতে মারতে যাস...আবার কথাও কস... x-( জবাব দিন
রায়হান আবীর (৯৯-০৫) নভে. ৫, ২০০৮ @ ১০:৪৪ অপরাহ্ন আমি নেটে নাই, তাই বলে এহেন মিথ্যাচার। খোদার গজব পড়বো। জবাব দিন
রায়হান আবীর (৯৯-০৫) অক্টো. ৭, ২০০৮ @ ২:১০ পূর্বাহ্ন আহারে বড় কষ্টে আছেন। আবার সুখেও কি নেই... সকাল বেলা হুজুরের পেইন খাওয়া লাগেনা পাঞ্জাবী পরে বাপের সাথে বসে। তবে এইবারের ঈদ আমার খুবই ভালো গেছে। বড় হয়ে যাবার পর প্রথম ভালো ঈদ। কিন্তু কোন কারণ নাই। এমনেই ঈদের দিন রাতে ঘুমাতে যাবার সময় মনে হলো ঈদ ভালো হইছে। 🙂 জবাব দিন
পোস্টটা কি ঈদের আলোচনার ??? আসুন ঈদ আড্ডায় মাতি... 😀
দোস্ত কি খাইলি আজকে??
গরীবের আবার ঈদ! 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
গরীবের আবার ঈদ!
গরিব এবং অবিবাহিত - তাদের আবার ঈদ 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
আজ ঘুমাইলাম।
আরে অবিবাহিত ... মানে সিঙ্গেল দের জন্য ই তো ঈদ। ডেট মারার এখনি সময়।
আমি ২ দিন আগেই ঈদ করছি.........।।লাইবেরিয়া তে.........। :party:
গরীব আর সিঙ্গেল-এদের আবার ঈদ! 🙁
অফ টপিক-এই সিঙ্গেল বলতে গার্লফেরেন্ড লয়া হাওয়া খাওয়া ভেজাল সিঙ্গেল না,এক্কেবারে সত্যিকারের লোনলি খাঁটি সিঙ্গেল।
মিথ্যুক!!! :chup:
কি মিছা কথা কইলাম আজিব তো! 🙁
কিছু কইলাম না
কি কবি? তোর কওয়ার মুখ আছে? সিসিবি গেঞ্জি পইরা পান্থপথে মাইয়া লইয়া পার্ট মারতে মারতে যাস...আবার কথাও কস... x-(
আমি???????
মাইয়া লইয়া?????
ক্যাম্নে কী????
ওইডা রায়হান আছিল।
তাইতো কই!
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি নেটে নাই, তাই বলে এহেন মিথ্যাচার। খোদার গজব পড়বো।
:chup: মামা কিছু কমু না
ঈদ কি! খায় না পড়ে! 😕
আহারে বড় কষ্টে আছেন। আবার সুখেও কি নেই...
সকাল বেলা হুজুরের পেইন খাওয়া লাগেনা পাঞ্জাবী পরে বাপের সাথে বসে।
তবে এইবারের ঈদ আমার খুবই ভালো গেছে। বড় হয়ে যাবার পর প্রথম ভালো ঈদ। কিন্তু কোন কারণ নাই। এমনেই ঈদের দিন রাতে ঘুমাতে যাবার সময় মনে হলো ঈদ ভালো হইছে। 🙂
তাইলে তো আমার পরতি দিন ই ঈদ