এই ব্লগে নানান রকম মানুষ আছেন যাঁরা নিজেদের বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। এই যেমন মুহম্মদের মত নিরেট আঁতেল (আগেও কইছি এখনো কই, এই বেটার লিখা পড়লে নিজেরে নিরক্ষর নিরক্ষর লাগে :(( ), আন্দালিব ভাইয়ের মত বঙ্কিমচন্দ্রের লং লস্ট গ্রেট গ্র্যান্ডসন ~x( , বিলেতি খেলাপাগল এহসান ভাই কিংবা খেলার মাতলামিতে উনার সাথে পাল্লা দেওয়া আমার প্রিয় কোলকাতার আকাশদা, ব্লগের টি বয় রকিব(এই ফাজিলটার নজর ইদানীং আমার হইতে পারে :just: শ্যালিকার দিকে,ওরে কানাডার বরফে চুবানো দরকার 😡 ), ফয়েজ ভাইয়ের মত ডিস্কো মেজাজের ধর্মপ্রাণ লোক(উনার এমবিএ ক্লাসে শরিয়তি কাজের নামে কি সব বেশিরিয়তি কর্মকান্ড হইতেছে সেইটা উনার ইঙ্গিতেই টের পাওয়া যায়), আমার নামের সাথে :just: শব্দটা চিরতরে জুইড়া দেওয়া ফিচলে পোংটা জিহাদ, টুশকি দিয়ে টাশকি খাওয়ানো সায়েদ ভাই, কন্ডম গলির পুরোধার মোস্তফা সারোয়ার ফারুকী সাহেবের ভাবশিষ্য আমাদের কামরুল ভাই, জাপানে পড়াশোনার নামে জাপানী রমনীদের হৃদয় হরণকারী তপু ভাই(উনি কয়েকটা ছবি দিছিলেন আমাকে উনার জাপান প্রবাসী জীবনের, শালীনতার কারণে এইখানে দেওয়া গেলনা…হিহিহি), হবু ব্যারিস্টার শার্লি যে কিনা আমি মাইনকা চিপায় পড়লে আমার হয়ে কোর্টে লড়বে বিনা ফী-তে, কলেজে গিয়ে শৃঙ্খলা-রক্ষাকারী সেনা কর্মকর্তার কাছ থেকে বিজাতীয় ভাষায় জ্ঞান লাভকারী বিশিষ্ট শাখামৃগ মাহমুদ ফয়সাল 😡 , স্যান্ডহার্স্টে ট্রেনিংএর নামি লন্ডনের চিপায় অপকর্ম করে সেইটা কোর্সমেট তৌহিদ ভাইয়ের নামে চালায়া দেওয়া মেহেদী ওরফে হাসান ভাই, প্রেপে যাতে বাইরে যাওয়া না লাগে সেজন্য আমাদের শরীফের বিশেষ অংগ খুলে হাউস টয়লেটে রেখে আসার কালজয়ী নির্দেশ দেয়া আমাদের প্রাক্তন প্রেপগার্ড মিস্টার নেভী আরিফ ভাই, রিবিবি ইন্টির সিথে ইটিশ পিটিশ রত হিন্ডসাম রিবিন ভি, মেট্রিকে সেকেন্ড আর ইন্টারে ফার্স্ট হওয়া মাথানষ্ট ছাত্র তানভীর ভাই(রবিন ভাইয়ের সাথে ইনারো কম্পিটিশন রুবাবা আন্টিকে নিয়া), অস্ট্রেলিয়ান ইয়ো আদনান ভাই(বস আমার বাসা চিনে, এর বেশি কিছু লিখলে বাসায় আইসা পিটায়া যাওয়ার চান্স আছে :no: ) ইদানীং নিয়মিতভাবে অনিয়মিত হওয়া এডু ইউসুফ মামা, এই মুহূর্তে প্রাণপ্রিয় কলেজে অবস্থানরত সানাউল্লাহ ভাই, *কিং ইন্টেন্স ,রাম-শ্যামের স্রষ্টা ,লম্বা,রোবটের মালিক তৌফিক ভাই, কামরুল ভাইয়ের দেখাদেখি আমাকে জা*ই নামে ডাকতে শুরু করা ষাটোর্ধ চাচা কাইয়ুম ভাই………
ইয়ে মানে যারা ধৈর্য ধইরা এই @লছাল শুধু এই কারণে পড়তেছিলেন নিজের নামটা দেখার জন্য তাঁদের কাছে কানে ধইরা মাপ চাই দোয়াও চাই। আজকে ইচ্ছা ছিল এই ব্লগের অন্তত ১০০ লোকের সংক্ষিপ্ত চরিত্রচিত্রন করব কিন্তু একটু পর পর কারেন্ট গিয়া পুরা লেখায় বাঁশ খাওয়ার সম্ভাবনা থাকায় তা আর করার সাহস পাইলাম না। আগেই কইছি যে ব্লগে লুকজনের লিখা পইড়া আমি ইনফেরিওরিটি কম্পলেক্সে ভুগি-আমার লেখা পাবলিক পইড়া গালি ছাড়া কিছু দেয়না এইটা সম্পর্কেও আমি বিলক্ষণ ওয়াকিফহাল। আর সেই কারণেরই মানব মনে নিজের নাম দেখার যেই অবচেতন বাসনা সেইটারে কাজে লাগাইয়া টিআরপি রেটিং বাড়ানোর এই অপচেষ্টা।
যা কইতেছিলাম-উপরে যাঁদের কথা কইলাম এঁদের এবং অন্যদের সবার চারিত্রিক বৈশিষ্ট্যকে আমি অন্ততঃ একটা ফরম্যাটে ফেলতে পারি। কিন্তু এই ব্লগে এক আজিব পাবলিক আছে যারে এর কোনটাতেই ফেলা যায়না। পোলাটা কখনো ধর্ম নিয়া কঠিন গবেষণামূলক পোস্ট দেয়, কখনো রোকযানা গান শুনার পরামর্শ দেয়, আর ঈদের দিন আমাদের ব্লগে দেখলে সিনিয়র জুনিয়র নির্বিশেষে ঝাড়ি দিয়া ঈদ করতে পাঠায় x-( । সিসিবিকে প্রাণবন্ত করতে এই ছেলেটার খাটুনির কথাও আমাদের সবারই জানা। আরো ইন্টারেস্টিং খবর হইলো, এই পোলা ইদানীং প্রেমে হাবুডুবু খাইতেছে এবং এই কয়দিন আগের এক মন্তব্যে আফসুস কইরা বলছে যে তার আর পার্সোনাল টাইম বইলা কিছুই অবশিষ্ট নাই।
ব্যাদ্দপ এই পোলাটা রায়হান আবীর। আর আজ তার জন্মদিন।
হেফি বাড্ডে,রায়হান!!!
হ্যাপি বাড্ডে রায়হান... আরো বেশি বেশি হাবুডুবু খাও :party: :party:
@মাস্ফ্যু... আরেকবার আমারে কোলকাতার কইলে তোর খবর আছে 😡
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ও দাদা বুঝি শিলিগুড়ির বাঙ্গালি?রাগ করচেন ক্যানো মশাই,শিলিগুড়িও খুব ভালো যায়গা,ওখানের অম্বল আর নিরামিষ বড়ই মজাদার :))
~x( :bash: ~x( :bash:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:hug: :hug: :hug:
:hug:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এত দ্রুত গিয়াঞ্জাম মিটে গেল......??? :-/ :-/ :-/
ভেবেছিলাম একটা :duel: দেখবো...।। :khekz: :khekz:
আভ্যন্তরীণ কোন্দল বাঁধাইয়া দিয়া পিছে থিকা মজা দেখনের অপচেষ্টার অফ্রাধে হাসান ভাইয়ের আইপিসুদ্দা ভ্যাঞ্চাই x-(
:thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সহমত
:thumbup: :thumbup:
(সত্যি কথা বলতে কি-- আমিও গিয়াঞ্জামটা লঙ্গিত হওয়ার আশা করতেছিলাম ;;; ;;; )
দেকেচেন আকাশদা আমি কোলকাতা আর ঢাকার মদ্দে মেল্বন্ধন গড়ার চেষ্টা করচি আর মেহেদিদা এতে কেমন বাগড়া দেবার উপক্রম করেচেন? x-(
@ আহসান আকাশ
পোলাপাইন তোমারে কলকাত্তা কয় ক্যান? তুমি কি ঘটি নাকি? :-B
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই, এসব জামাই এর ষড়যন্ত্র
@মাস্ফ্যু, তোর জন্য ফয়েজ ভাইয়ের মত মানুষও এখন ডাউট দিতাছে 😡
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মেরে ভাই ফায়িজুল্লাহ, আপ চিন্তা মাত কিজিয়ে,উয়ো কল্কাত্তা কি বাঙ্গাল আকাশদা বহুত আচ্ছে আদমী হ্যায়।আপকা বিহার কি হালচাল ক্যায়সা হ্যায়? 😉 😉
অফ টপিক-মাইর মনে হয় একটাও মাটিতে পড়বোনা নেক্সট গেট টুগেদারে 🙁 🙁 আকাশ ভাইয়ের আর্মি মাইর আর ফয়েজ ভাইয়ের সিভিল ধোলাই :(( :((
একদিন নেটের বাইরে ছিলাম। ফিরে এসে গিয়াঞ্জামটা দেখতে বেশ ভালোই লাগছে......।। :thumbup: :thumbup:
@আহসান তো পুরা কলকাতার :just: হিরো হয়ে গেলিরে... :salute:
😀 😀 😀 😀 আকাশদা আমাদের টলিউডের হীরো,পোসেঞ্জিতের পর তো উনিই আমাদের ভরসা... 😛 😛
:)) :))
Life is Mad.
:khekz: :khekz: :khekz:
:khekz: :khekz:
শুভ জন্মদিন আবীর। :clap: :clap: :clap: :party: :party: :party:
শুভ প্রেম ...............
আজাদ ভাই, মইনুল ভাই থ্যাংকুস।
:((
কিরে তুই কান্দোছ ক্যান?
আমার্নাম্নাই :((
তোর না মেটিং সিজন চলে? 😛
হা হা হা। আমি নিজেও নিজের নাম খুঁজতেছিলাম এবং নিশ্চিত ছিলাম, মাসফু ভাই আমার নামটা ভুলে যাবেন ... যাই হোক পরের প্যারায় ব্যাপক সারপ্রাইজ খাইলাম, এইজন্য আপনার ব্যান চাওয়া ছাড়া আর কোন উপায় থাকলো না ...
তয় কথা সত্য, আমার ঠিক ঠিকানা নাই ... 😛 আর পার্সোনাল টাইম বইলাও কিছু নাই।
উইশ করার জন্য থ্যাংকুস। সিসিবিতে রিফ্রেশ দিতাছিলাম আর ভাবতেছিলাম, কেউ বাড্ডে উইশের পোস্ট দেয় না কেনু কেনু কেনু? 😛
তা তো বুঝলাম তোরা "কাপল" মিল্লা আমারে বাড্ডে টিরিট কবে দিবি? x-(
ট্রিট দেওয়ন যাইবো না, তাইলে মানুষ কইবো টাকার বিনিময়ে ব্লগ লিখছেন। আপনি কী তাই শুনতে ছান? ;;; ;;;
x-( আমারে একারে না সবাইরে টিরিট দে তাইলে x-(
আমার মনে হয় তোরে ট্রিট দেয়ার থেকে তোরে বাদে আমাগো সবাইরে ট্রিট দেয়া ওর জন্য ইজি :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:shy:
পাওনা থাকলো...... :goragori:
=)) :khekz: :pira:
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz:
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ পোলাটা ফাঁকিবাজ হয়া গেছে, ওরে রগরানি দেয়া দরকার, আছে নাকি কেউ? রগরানেওয়ালা !!
:pira:
:(( :(( :(( আমি মুটেও এত খাইনা এইগুলা সব আমার বিরুদ্ধে অপপ্রচার,দেখেন না আমি দিন দিন শুকাই যাইতেছি? 🙁 🙁 🙁
দেখতেছি তো......... :dreamy: :dreamy:
:no: :no:
আইচ্ছা,,,,,,,তাই নাকি 😛 ???
Life is Mad.
x-( জাতি জানে যে লাস্ট গেট টুগেদারে আপনে একাই পুরা আইস্কিরিম সাবাড় কর্ছিলেন x-(
শুভ জন্মদিন রায়হান।
বড় হ।
তোকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কই আছো তুমি ???? রায়হান নিজেই একটা তিন প্রহরের বিল ইজারা নিচ্ছে ......
মইনুল ভাই, তিন প্রহরের বিল মানে কিইইইইইইইই???
কামরুল ভাই তিন প্রহরের বিল খই? খই? কন্ডোম লেনের লাস্ট মাথায়? ;;;
'কন্ডম লেন' পার হয়ে 'পিল'খানার দিকে একটু আগাইলেই দেখা যায় 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
@কামরুল, তিন প্রহরের বিলে কি আইসক্রীম পাওয়া যায়? :dreamy:
@ রায়হান, শুভ জন্মদিন :party:
মানুষজন ইংগিতে পচুর কথা কয় দেখা যায় 😛
তিন প্রহরের বিলে বোষ্টুমীরা থাকে নাকি কামরুল ভাই?? 😀 😀
শুভ জন্মদিন রায়হান......... 😀 😀
:just: মজা কর.........।। আর চুটায়ে প্রেম কর। :thumbup:
লেখাটা বড়ই সৌন্দর্য্য...... (আমার নামটা ছিল বলে)...।।
:awesome: :awesome: :awesome:
😉 😉 ইয়ে মানে লন্ডনে আপনার কাম কারবারও তো ছিল 😉 😉
এইগুলা কী কয় আপনার নামে মেহেদী ভাই কন দেহি?? আপনিও কিছু কন না !! তাহলে কি মৌনতা সম্মতির লক্ষণ বলে ধরে নিবো?? আমি তো ভাই আপনারে ধার্মিক ভালো ছেলে বলে জানতাম 🙁
জামাই আজকাল বেশিকথা বলা শুরু করেছে...... আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে......।।
জামাই :frontroll: :frontroll: শুরু কর......
:(( :(( :(( :frontroll: :frontroll: :frontroll: :(( :(( :((
বড় হও
দীর্ঘ হও
শুধু বেড়ে ওঠ, শুধু বেড়ে....
.
.
এহহেরে, এইটাতো গাছ-জামাইরে দেয়ার মতন শুভেচ্ছা হয়া গেলো, আইচ্ছ্যা ঠিকাছে,
শুভ জন্মদিন রায়হান, কি আছে দুইন্যায়, না? :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
x-( x-( আমার নাম আগে একবার বদলাইছি এখন মাস্ফ্যু থিকা জামাই রাখোন লাগবো দেখতাছি x-( x-(
😀
শুভ জন্মদিন।
মানুষ তার স্বপ্নের সমান বড়
শুভ জন্মদিন আবীর, জন্মদিনে দুজন মিলে অনেক রক কর 😀 ।
:just: জামাই পোলাটা ভাল আছে সুন্দর জন্মদিন আসলেই পোস্ট দেয় । যা তোরে খ্যামা করলাম ।
:shy: ইয়ে মানে এই ব্লগের জন্মদিন প্রিফেক্টের পোস্টটা আমাদের দ্যাওঞ্জায়কিনা এট্টু দেখবেন? :shy:
আপনার মিয়া খালি প্রিফেক্ট হওয়ার চিন্তা। ভালো হইয়া যান কইলাম। :grr: :grr:
শার্লী কলেজে পায় নাই তো... ... 😛 😛
এইজইন্যে সিসিবি'র একটা পোস্ট খুঁজতাছে বুঝলেন মাস্ফ্যু ভাই??
এই জন্মদিন প্রিফেক্টশিপটা ওরেই ছাইড়া দেন 😀 😀
বেচারার মনে কষ্ট দিয়েন না---- কত্ত আশা .........
আরে ব্যাটা আমি পাই নাই নিজের যোগ্যতায়(?)। খলু বলছিল না যে আমার হাউসের সবাই প্রিফেক্ট, শার্লী ছাড়া। মাস্ফু ভাই সিপি হওয়ার পরও খালি প্রিফেক্টসিপ খাপো খাপো করে।
আহ কইছ না, ছয় দাগের জন্য কত্ত হায় আপছোস করছি জানোস?পুলাপাইন কি সুন্দর হাত দিয়া খাইতো ডায়নিং টেবিলে,প্যারেড শুরুর ১০ মিনিট পরে যাইতো আর আমি... :(( :(( :((
খলু কি খন্দকার লুতফর সার?
আমারা উনারে তাই ডাকতাম...। 😛
খলু সেই ব্যক্তিই...
প্রিফেক্টশীপের লোভ দেখাইত খালিদ হাউসের পোলাপাইনরে ইলেভেনে থাকার সময়...
:khekz: :khekz: বেচারা এই ব্যাচে মেহেদী ছাড়া আর কারো সাপোর্ট পাইত না 😀
পার্সোনাল টাইম ভাল কাটুক এই শুভকামনায়
- জিহাদ
সাতেও নাই, পাঁচেও নাই
সুহৃদ মাস্ফু
এতো কথার ভীড়ে তুমি নিজেই নিজের পরিচয় দিতে ভুলিয়া গিয়াছো। অবশ্য তাহাতে কোন সমস্যা নাই, কারণ কবি কহিয়াছেন-
বৃক্ষতোমার নাম কি , ফলে পরিচয়।
:khekz: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :gulti:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আহা !! :dreamy: :dreamy:
কী দারুণ উক্তি =)) =))
=)) =))
:shy: :shy: যাই এইবার ভিলেজে গিয়া সেটেল হই :)) :))
ওই জামাই ভাই,
সামী ভাই সিলেটের 😡 😡
ভূমি হইতে শিকড় উৎপাটিত করিয়া যথা ইচ্ছা তথা গমণের অধিকার বিধাতা তোমায় দান করেন নাই , তথাপি কোন কাঠুরিয়ার কুঠারের নিষ্ঠূর আঘাতে ভূপতিত হইয়া, করাতের ঘর্ষণে কর্তিত হইয়া চারুশিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় মনোরম আসবাব পত্রে রূপান্তরিত হইয়া, হয়তো কোন পল্লীবালার পালংক হইয়া তুমি পল্লীগ্রামে অধিষ্ঠান করিতে পার। তোমার গ্রাম যাত্রা শুভ হোক।
অঃটঃ- জামাই নামের শানে নুযুল কি? জাম গাছের সাথে কোন সম্পর্ক আছে নাকি? :-B
:shy: :shy: আমার "ইয়ে" এর আব্বা আরসিসির এক্স ক্যাডেট সেই সুবাদে কামরুল ভাই আমারে জামাই কয় x-( x-( ~x( ~x( :bash: :bash:
সামী দোস্ত,তোর সাধু ভাষা পইড়া আমি সত্যি সত্যি ডরাইছি মামা,আমারে ক্ষ্যামা কৈরা দে :no: :no: :(( :((
আরি-ই-ই-ই-ই-ই-ই-ই-ই
ওয়ে ওয়ে ওয়ে :awesome: :awesome: :awesome:
আমারো তো জামাই আপনে 😀 😀 😀
যাক তাইলে ভালোই হইলো ... :guitar: :guitar:
ওয়েলকাম টু আরসিসি ফ্যামিলি মাস্ফ্যু ভাই :tuski:
x-( x-( x-( ~x( ~x( ~x( :(( :(( :(( :duel: :duel:
আহা বড়ই সোন্দর্য 😛 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:khekz: :khekz: :gulti:
সামী ভাইয়া, তুমি এত সুন্দর করে কমেণ্ট করো কেম্নে? :gulli2:
আমি তো দেখি সবসময়ই লেট পাট্টি।
😀 😀 😀
যাহোক রায়হানরে জন্মদিনের শুভেচ্ছা। সাথে তার ইয়েকেও......
x-( x-(
বুজলাম না, তুমি আমারে কোট করছো ক্যান?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:khekz: :khekz: :gulti:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমিও ডিস্কো ধর্মপ্রাণ হপো ( কপিরাইট লেখক)। 😀 😀 😀
:khekz: :khekz: :khekz: :khekz:
:))
:duel:
Shuvo jonmodin raihan. R masfu pola dare emon mair dimu,nah mair maaf korlam sobar birthday te wish koros boila
রায়হান ভাই,
:awesome: :awesome: শুভ জন্মদিন :guitar: :guitar:
কেক-কুক, জলপানি সবই তো খাইবেন with রোকযানা আপু, আমার জন্য ফ্রিজে জমাইয়া রাইখেন কিছু।
মাস্ফ্যু ভাইয়ের মতো মাটির বৃক্ষ আর হয় না; উনি নিজের হবু শ্যালিকার জন্য একজন সুপাত্র নির্বাচন করছেন, :shy: এটা বড়ই আনন্দের বিষয়। ভা্বতেছি দেশে আইসা উনারে নিয়া শেরাটনে খাইতে যামু; এক টেবিলে উনি আর ভাবী, আর এক টেবিলে আমি আর উনার :just: শ্যালিকা।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:thumbup: :thumbup:
=)) =))
মাহমুইদ্যা, তোর ইদানিং কিসু পাইলেই খিক খিকাইয়া হাসার অভ্যাস হইছে 😡 😡 😡
হাসি দেয়া ভালো... শরীর ভালো থাকে।
খাপো খাপো করলে শরীর খারাপ হয়া যায় ;;; ;;;
শুভ জন্মদিন রায়হান। অনেক ভাল থাকো।
রায়হান, অনেক অনেক শুভেচ্ছা। দোয়া রাখি কোনদিন তোরেও সঙ্গায়িত করা যাবে 😀
গতকাল ফার্মগেটে কি দেখলাম 😕
কে কী কেনার জন্য সিডির দোকানের সব সিডি ডিভিডি চেক করলো 😕
সব কমন পরায় কে কী কিনলোনা 😕
নাহ নাহ আরে আমি বোধহয় ভুল ভেবেছি বোধহয় ভালো কিছুই কি্নতেসিলো 😉
:dreamy:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
শুভ জন্মদিন রায়হান ভাই :party:
x-( ওই যা ভাবছোস তা না ওইখানে আমি হরর ফিল্মের ডিভিডি খুঁজতাছিলাম x-(
আমিও তা-ই ভাবতেছিলাম B-)
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমিও B-)
ওয়াস্তাগফিরুল্লাহ :grr: :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ইস স স স স
ছ্যাহহহহ
.........
ইয়ে মানে আমিও ভাবতেছিলাম ওইটা মাসরুফ ভাই ছিলো আর উনি হরর ডিভিডি কিনতেছিল 😀 😀
😉 😉
:dreamy: :dreamy:
x-( ওই মিয়া নিজে লন্ডনে লাইভ কুকাম করেন আর আমি ডিভিডি কিনলেই দুষ, তাইনা?ইরাম ডাবল স্ট্যান্ডার্ড মেইন্টেন করেন দেইখা আপনের ভ্যাঞ্চাই x-(
মাসরুফ (১৯৯৭-২০০৩) বলেছেন:
মে ৩০, ২০০৯ , ১১:২৫ অপরাহ্ন
আমিও ডাবল স্ট্যান্ডার্ড মেইন্টেন করপোওওওও :(( :((
x-( আমার সিগ্নেচার জাল কইরা ডায়ালগ মারার অফ্রাধে তোর আইপিসুদ্দা ভ্যাঞ্চাই x-(
সবাইরে আইপিসুদ্দা ভ্যাঞ্চাই করতেছিস......।। তোকে তো আগে আইপিসুদ্দা ভ্যাঞ্চাই ...... :grr: :grr: :grr:
শুভ জন্মদিন রায়হান। ভালো থেকো।
রায়হান আবীর...
দোস্ত তোমারে জন্মদিনের শুভেচ্ছা... ...
জীবনের আয়ু থেকে আরেকটি বছর কমে গেলো। হয়ত এক দৃষ্টিতে এইটা খুব সুখকর না...
কিন্তু সুখকর এইজন্য যে--- পৃথিবীতে যেই কয়টা দিন বেঁচে থাকলি, তাতে কত্তগুলা ছোটভাই, বড়ভাই, বন্ধুরা তোকে ভালোবাসায় সিক্ত করে শুভেচ্ছা দিলো... তাইনা রে দোস্ত ?
এত্ত সুন্দর করে স-বা-র শুভেচ্ছা আর খ্যাতি কয়জনের ভাগ্যে জোটে?
:hatsoff: :hatsoff:
অনেক সুখী হও দোস্ত :hug:
ওই ুদনা(সরি সামলাইতে পার্লাম্না,সুশীল পাঠক মাপ কৈরা দিবেন),
আমি যতদিন বাইচ্চা আছি এই ব্লগে কারো জন্মদিন এমনে সবার শুভেচ্ছা সহকারেই হৈবো,তুই সুদ্দা।
খবরদার আপসুস যুদি করছস,জানোস না আমি ছুডু ভাইগো আপসুস সহ্য করতে পারিনা?তোর জন্মদিনের আগে কাউরে দিয়া আমারে খালি ডেটটা জানায় দিবি,বাকি আমি দেখুম x-( x-(
ভাই
আমার জন্মদিন ০৭ জুলাই 😀 😀
:shy: :shy:
ব্লগ চইলা আইবো চিন্তা করিছ না খালি একটা রিমাইন্ডার দিছ। B-) B-)
:)) :))
আমারটা মিস হইলো কেম্নে তোমার? 😡
জন্মদিন বরিশাল ক্যাডেট কলেজের B-) রায়হান ভাই এর অথচ মাশ্রুফ ভাই ট্যাগ করলো ঝিনাইদহ কে 😕
ব্যাপারটা কেউ কি বুঝলেন নাকি 😕
x-( আবার সাম্প্রদায়িকতা????জন্মদিনের মত শুভ একটা ব্যাপারেও তুই তুচ্ছ সাম্প্রদায়িকতা টেনে আনলি?ছি নাজমুল ছি!
আমিতো আনিনাই আপনে ঝিনাইদাহ কে ট্যাগ করসেন :thumbdown:
রায়হান আবীরকে জন্মদিনের শুভেচ্ছা 🙂
শুভ জন্মদিন 🙂
@মাশরুফ ভাই, অনেক দিন পর আপনার দেখা পাওয়া গেল মনে হচ্ছে? পরীক্ষা কেমন হইল?
সামিয়াপ্পু এইটা কি কৈলা?এই ব্লগে এমনকী পরীক্ষা চলাকালীন সময়েও আমি রেগুলার ছিলাম আর তুমি কও আমি অনেক দিন আসি না?নিজে তো ফাঁকি দিতেছো এখন সব দুষ আমার, তাইনা? x-(
:thumbup: :thumbup:
সহমত
হা হা হা হা হা হা :khekz: :khekz: :khekz: :khekz:
শুভ জন্মদিন রায়হান...আশা করি জন্মদিনটা খুব ভালো গেলো...
ঐ 😀
আগামী মাসে মধূতে আইস্যা এককাপ চা' খায়া যাইয়ো। 😀
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
এটা আমার তরফ থেকে রায়হান আবীরকে জন্মদিনের উপহার।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
বাহ!! অবশ্যই আসবো। আওয়াজ দিয়েন 🙂
সবাইকে বিশাল ধন্যবাদ ...
আমারেও ধন্যবাদ দাও, জন্মদিন উইশ করতে দেরী করছি তো কি, আমরা আমরাই তো। 😀
প্রেম করতেছ কর, কিছু কমু না, কিন্তুক উষ্টা খাইলে কার দলে যামু এইটা ভাবতাছি 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:shy: :shy: আমি কিন্তু রায়হানের দলে নাই, আমি ওর "ইয়ে" এর দলে। B-) B-)
ইয়ে ফয়েজ ভাই আপনের এমবিএ কেলাসের কাহিনী এট্টু খুইলা কওন যায় না? 😉 😉
মাস্ফ্যু... উপ্রে যেয়ে দ্যাখ তোর কারনে ফয়েজ ভাই আমারে নিয়া কি ডাউট দিছে x-(
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মেরা ভাই ফয়েজুল্লাহ তো বিহার সে আয়া উয়ো কেয়া ডাউট দেগা,মাগার মেরা কোয়ি শক নেহি কি আপ শিলিগুড়ি সে আয়ে হ্যায়। 😀 😀 😀
:grr: :grr:
ভালই কইছস, বিহার। :grr:
শুন, আমরা বিহার থেকে আসি নাই, আসছি আফগানিস্থান থেকে, আরো স্পেসিফিক্যালি, ওয়াজিরিস্থান, আমরা খাপো খাপো করি না, যখন দরকার পরে খাইয়া ফেলি।
আর যখন ধরি, শুধু মাইরে আমাদের হয় না, মাইরে শিক কাবাব করি। :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:thumbup: :thumbup: :grr: :grr: :thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😮 😮 :no: :no: :no: :no: :(( :(( :(( :((
ভালোইতো :thumbup:
ওই মিয়া বিহারের থুক্কু আফগানিস্তানের ফায়িজুল্লাহ ভাইয়ের থ্রেটে এমনিতেই চউক্ষে আন্ধার দ্যাক্তাছি এর মইদ্যে আপনে ভালো কি পাইলেন? 😡 😡
😀
:chup: :chup: :chup:
:grr: :grr: :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ফয়েজ ভাই,
মাস্ফু রে কাবাব করতে গেলে তো আবার এক্সট্রা লার্জ শিক লাগব। অর তো আবার এট্টা জিনিশ :-B বাদে সবই ডাবল এক্স এল।
:shy: :shy: ওইটা আপনেদের দোয়ায় আর কলেজের খাবারের বদৌলতে ট্রিপল এক্সেল :shy: :shy:
শুভ জন্মদিন আবীর। ফেইসবুকে তো আগেই উইশ করছি, দেরিতে হলেও এইখানে আবার করি। ভালো থেকো, সবুজ থেকো। সারাজীবন আনন্দে থেকো।
আর তোমরা দুজন মিলে আমার অফিসে এসে আইসক্রিম খেয়ে যেও 😛 😛 😛
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:(( আমিও আইস্কিরিম খাপো :((
:chup: :chup: :chup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:(( :(( :(( ভ্যাআআআআআআআআআআআ :(( :(( :((
:grr: :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
দাদা অন্যের দুক্ক দেক্লে হাসি পায় নাকি?অত হাসি হাসবেন না দাদা বাপের নাম খগেন হয়ে যাবে বলে দিচ্চি(বস এইটাও কোল্কাতার ঝাড়ি চেইতেন না :frontroll: :frontroll: )
ওগো লম্বুদা লম্বুদা,
খগেন কাকে বলে গো? আপনি কি কতাটা একটু খুলে বলবেন?
আমি আবার বুজতে পাচ্চিনে...
😛
কোলকাতার উপর তোর জ্ঞানের বহর দেখে তোরেই মার খাস কোলকাতাইয়্যা বলে সন্দেহ হচ্ছে
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:thumbup: :thumbup: :thumbup:
শুভ জন্মদিন ডিয়ার।
Life is Mad.
মাস্ফু,
অংগ বিষয়ক ইন্সট্রাকশন দেখি খুব মনে আছে। সারাজীবন যে এত আম-জাম্বুরা খাওয়াইলাম সেইটা ভুইলা গেলা। আফসুস.........।
দা ইভিল দ্যাট মেন ডু রিমাইন্স আফটার দেম,দা গুড ইজ অফট ইন্টার্ড উইথ দেয়ার বোন্স------শেক্সপিয়ার স্যার :shy: :shy: :shy: (কলেজে এলুকিউশনে জুলিয়াস সিজারে পাইছিলাম)
:bash: :bash: :bash:
ক্যান খাওয়াইলাম। :hatsoff: তয় ভাল বলসিস।
খুব মজা পাইলাম। =))
এত কথা যে লিখার সময় আর তেমন কিছুই মনে পরছে না। 😛
সিসিবি র সবাইকে অনে.........ক শুভেচ্ছা। :boss:
মাস্ফু ভাই, আপনার এই চরিত্র চিত্রন আসাধারণ হইসে.........। :clap: :salute:
শুভ জন্মদিন রায়হান...। :party: আর তোমার পারসনাল সময় নস্টকারিকে আমার অনেক শুভেচ্ছা দিও। :hatsoff:
আমার কিন্তু দুইটা খাওা পাওনা থাকল।
ভুল্ লে কিন্তু খবর আছে। :chup:
ছুটুবেলায় একবার পেপসি সাধছিলাম, খাইলা তো না 🙁
=)) =)) =))
এখনো মনে আছে?
অই বয়েসে এক টা ভাব ধরতে হবেনা? B-)
তিন তারিখ মনে কইরো। আগে সেই ফেফসি খাইতে হবে। তারপর অন্য কিছু। 😀
😉 কাহিনী কিরে?ঝাইড়া কাশ তো রায়হান! 😉
তানভীর, তোর সাথে আমার গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা। মাইর দিতে হইবো জামাই রে
চল, পিডাই জামাইরে। ঠাডাইয়া কয়েকটা থাবড় দিলেই হইব। :grr: :grr:
বি এস আর এম স্টীল-৫০০ নিয়া যাইও। পিটাতে পারবা, দরকার পড়লে ভিতর দিয়া ঢুকাইয়া শিকও বানাইতে পারবা। তোমার ইচ্ছা। :grr: :grr:
সাইজ করতে না পারলে আওয়াজ দিও। আমি অবশ্য জুনিয়র তেমন পিটাই না, তবে একদমই পিটাই না তাও না।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:grr: :grr: :grr: জামাই এইবার তোর কি হইবো রে।
আপনাদের পিডাপিডি শেষ হইলে জামাইরে আমার কাছে একটু পাঠাইয়েন। :grr:
তরতাজা জুনিয়র দেখলে আমার খালি হাত নিশপিশ করে। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:(( :(( :(( আমার মত নিরীহ , সাতে নাই পাঁচে নাই পুলাডারে আপনারা ক্যান যে পিডাইতে চান... :(( :(( :((
আইজাপ্নের্খবোরাছে :grr:
আমার্খবোরেতোরেতোখুশিকেনলাগে?
বাপরে, এত পিডুনির পরেও দেখি জামাই কথা কয়......... x-( x-( x-(
x-( x-(
ওই রবিন ......... তোমার গল্প কই ??? এখনও খাড়া হয় নাই ??
:shy: সরি ভাই। দিতে লেট হয়ে যাচ্ছে।
ফয়েজ ভাই এইজাতীয় ডাবল এজেন্ট মার্কা উক্তি ক্যান করে??
😡
তারমানে কি?
উনি তো মারেন না... তাইলে উনি ভালো মানুষ। :dreamy:
উনি তো মারেন... তাইলে উনি সবার মতই :no:
নাহ... ... গোলমেলে উক্তি ~x( ~x(
দেরীতে হলেও শুব জন্মদিন রায়হান.... :party: :party: :party:
তোর আমন্ত্রণেই আমার এই ব্লগে আসা :guitar:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই