চরিত্র-চিত্রন

এই ব্লগে নানান রকম মানুষ আছেন যাঁরা নিজেদের বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। এই যেমন মুহম্মদের মত নিরেট আঁতেল (আগেও কইছি এখনো কই, এই বেটার লিখা পড়লে নিজেরে নিরক্ষর নিরক্ষর লাগে :(( ), আন্দালিব ভাইয়ের মত বঙ্কিমচন্দ্রের লং লস্ট গ্রেট গ্র্যান্ডসন ~x( , বিলেতি খেলাপাগল এহসান ভাই কিংবা খেলার মাতলামিতে উনার সাথে পাল্লা দেওয়া আমার প্রিয় কোলকাতার আকাশদা, ব্লগের টি বয় রকিব(এই ফাজিলটার নজর ইদানীং আমার হইতে পারে :just: শ্যালিকার দিকে,ওরে কানাডার বরফে চুবানো দরকার 😡 ), ফয়েজ ভাইয়ের মত ডিস্কো মেজাজের ধর্মপ্রাণ লোক(উনার এমবিএ ক্লাসে শরিয়তি কাজের নামে কি সব বেশিরিয়তি কর্মকান্ড হইতেছে সেইটা উনার ইঙ্গিতেই টের পাওয়া যায়), আমার নামের সাথে :just: শব্দটা চিরতরে জুইড়া দেওয়া ফিচলে পোংটা জিহাদ, টুশকি দিয়ে টাশকি খাওয়ানো সায়েদ ভাই, কন্ডম গলির পুরোধার মোস্তফা সারোয়ার ফারুকী সাহেবের ভাবশিষ্য আমাদের কামরুল ভাই, জাপানে পড়াশোনার নামে জাপানী রমনীদের হৃদয় হরণকারী তপু ভাই(উনি কয়েকটা ছবি দিছিলেন আমাকে উনার জাপান প্রবাসী জীবনের, শালীনতার কারণে এইখানে দেওয়া গেলনা…হিহিহি), হবু ব্যারিস্টার শার্লি যে কিনা আমি মাইনকা চিপায় পড়লে আমার হয়ে কোর্টে লড়বে বিনা ফী-তে, কলেজে গিয়ে শৃঙ্খলা-রক্ষাকারী সেনা কর্মকর্তার কাছ থেকে বিজাতীয় ভাষায় জ্ঞান লাভকারী বিশিষ্ট শাখামৃগ মাহমুদ ফয়সাল 😡 , স্যান্ডহার্স্টে ট্রেনিংএর নামি লন্ডনের চিপায় অপকর্ম করে সেইটা কোর্সমেট তৌহিদ ভাইয়ের নামে চালায়া দেওয়া মেহেদী ওরফে হাসান ভাই, প্রেপে যাতে বাইরে যাওয়া না লাগে সেজন্য আমাদের শরীফের বিশেষ অংগ খুলে হাউস টয়লেটে রেখে আসার কালজয়ী নির্দেশ দেয়া আমাদের প্রাক্তন প্রেপগার্ড মিস্টার নেভী আরিফ ভাই, রিবিবি ইন্টির সিথে ইটিশ পিটিশ রত হিন্ডসাম রিবিন ভি, মেট্রিকে সেকেন্ড আর ইন্টারে ফার্স্ট হওয়া মাথানষ্ট ছাত্র তানভীর ভাই(রবিন ভাইয়ের সাথে ইনারো কম্পিটিশন রুবাবা আন্টিকে নিয়া), অস্ট্রেলিয়ান ইয়ো আদনান ভাই(বস আমার বাসা চিনে, এর বেশি কিছু লিখলে বাসায় আইসা পিটায়া যাওয়ার চান্স আছে :no: ) ইদানীং নিয়মিতভাবে অনিয়মিত হওয়া এডু ইউসুফ মামা, এই মুহূর্তে প্রাণপ্রিয় কলেজে অবস্থানরত সানাউল্লাহ ভাই, *কিং ইন্টেন্স ,রাম-শ্যামের স্রষ্টা ,লম্বা,রোবটের মালিক তৌফিক ভাই, কামরুল ভাইয়ের দেখাদেখি আমাকে জা*ই নামে ডাকতে শুরু করা ষাটোর্ধ চাচা কাইয়ুম ভাই………

ইয়ে মানে যারা ধৈর্য ধইরা এই @লছাল শুধু এই কারণে পড়তেছিলেন নিজের নামটা দেখার জন্য তাঁদের কাছে কানে ধইরা মাপ চাই দোয়াও চাই। আজকে ইচ্ছা ছিল এই ব্লগের অন্তত ১০০ লোকের সংক্ষিপ্ত চরিত্রচিত্রন করব কিন্তু একটু পর পর কারেন্ট গিয়া পুরা লেখায় বাঁশ খাওয়ার সম্ভাবনা থাকায় তা আর করার সাহস পাইলাম না। আগেই কইছি যে ব্লগে লুকজনের লিখা পইড়া আমি ইনফেরিওরিটি কম্পলেক্সে ভুগি-আমার লেখা পাবলিক পইড়া গালি ছাড়া কিছু দেয়না এইটা সম্পর্কেও আমি বিলক্ষণ ওয়াকিফহাল। আর সেই কারণেরই মানব মনে নিজের নাম দেখার যেই অবচেতন বাসনা সেইটারে কাজে লাগাইয়া টিআরপি রেটিং বাড়ানোর এই অপচেষ্টা।

যা কইতেছিলাম-উপরে যাঁদের কথা কইলাম এঁদের এবং অন্যদের সবার চারিত্রিক বৈশিষ্ট্যকে আমি অন্ততঃ একটা ফরম্যাটে ফেলতে পারি। কিন্তু এই ব্লগে এক আজিব পাবলিক আছে যারে এর কোনটাতেই ফেলা যায়না। পোলাটা কখনো ধর্ম নিয়া কঠিন গবেষণামূলক পোস্ট দেয়, কখনো রোকযানা গান শুনার পরামর্শ দেয়, আর ঈদের দিন আমাদের ব্লগে দেখলে সিনিয়র জুনিয়র নির্বিশেষে ঝাড়ি দিয়া ঈদ করতে পাঠায় x-( । সিসিবিকে প্রাণবন্ত করতে এই ছেলেটার খাটুনির কথাও আমাদের সবারই জানা। আরো ইন্টারেস্টিং খবর হইলো, এই পোলা ইদানীং প্রেমে হাবুডুবু খাইতেছে এবং এই কয়দিন আগের এক মন্তব্যে আফসুস কইরা বলছে যে তার আর পার্সোনাল টাইম বইলা কিছুই অবশিষ্ট নাই।

ব্যাদ্দপ এই পোলাটা রায়হান আবীর। আর আজ তার জন্মদিন।

হেফি বাড্ডে,রায়হান!!!

১১,৫১৩ বার দেখা হয়েছে

১৭৭ টি মন্তব্য : “চরিত্র-চিত্রন”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    হ্যাপি বাড্ডে রায়হান... আরো বেশি বেশি হাবুডুবু খাও :party: :party:

    @মাস্ফ্যু... আরেকবার আমারে কোলকাতার কইলে তোর খবর আছে 😡


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. রায়হান আবীর (৯৯-০৫)

    হা হা হা। আমি নিজেও নিজের নাম খুঁজতেছিলাম এবং নিশ্চিত ছিলাম, মাসফু ভাই আমার নামটা ভুলে যাবেন ... যাই হোক পরের প্যারায় ব্যাপক সারপ্রাইজ খাইলাম, এইজন্য আপনার ব্যান চাওয়া ছাড়া আর কোন উপায় থাকলো না ...

    তয় কথা সত্য, আমার ঠিক ঠিকানা নাই ... 😛 আর পার্সোনাল টাইম বইলাও কিছু নাই।

    উইশ করার জন্য থ্যাংকুস। সিসিবিতে রিফ্রেশ দিতাছিলাম আর ভাবতেছিলাম, কেউ বাড্ডে উইশের পোস্ট দেয় না কেনু কেনু কেনু? 😛

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)

    বড় হ।
    তোকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো 😀


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  4. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    বড় হও
    দীর্ঘ হও
    শুধু বেড়ে ওঠ, শুধু বেড়ে....

    .
    .
    এহহেরে, এইটাতো গাছ-জামাইরে দেয়ার মতন শুভেচ্ছা হয়া গেলো, আইচ্ছ্যা ঠিকাছে,
    শুভ জন্মদিন রায়হান, কি আছে দুইন্যায়, না? :thumbup:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  5. সামীউর (৯৭-০৩)

    সুহৃদ মাস্ফু
    এতো কথার ভীড়ে তুমি নিজেই নিজের পরিচয় দিতে ভুলিয়া গিয়াছো। অবশ্য তাহাতে কোন সমস্যা নাই, কারণ কবি কহিয়াছেন-বটবৃক্ষ
    বৃক্ষতোমার নাম কি , ফলে পরিচয়।

    জবাব দিন
  6. আমিন (১৯৯৬-২০০২)

    আমি তো দেখি সবসময়ই লেট পাট্টি।

    ফয়েজ ভাইয়ের মত ডিস্কো মেজাজের ধর্মপ্রাণ লোক(উনার এমবিএ ক্লাসে শরিয়তি কাজের নামে কি সব বেশিরিয়তি কর্মকান্ড হইতেছে সেইটা উনার ইঙ্গিতেই টের পাওয়া যায়)

    😀 😀 😀

    যাহোক রায়হানরে জন্মদিনের শুভেচ্ছা। সাথে তার ইয়েকেও......

    জবাব দিন
  7. রকিব (০১-০৭)

    রায়হান ভাই,
    :awesome: :awesome: শুভ জন্মদিন :guitar: :guitar:
    কেক-কুক, জলপানি সবই তো খাইবেন with রোকযানা আপু, আমার জন্য ফ্রিজে জমাইয়া রাইখেন কিছু।
    মাস্ফ্যু ভাইয়ের মতো মাটির বৃক্ষ আর হয় না; উনি নিজের হবু শ্যালিকার জন্য একজন সুপাত্র নির্বাচন করছেন, :shy: এটা বড়ই আনন্দের বিষয়। ভা্বতেছি দেশে আইসা উনারে নিয়া শেরাটনে খাইতে যামু; এক টেবিলে উনি আর ভাবী, আর এক টেবিলে আমি আর উনার :just: শ্যালিকা।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  8. নাজমুল (০২-০৮)

    গতকাল ফার্মগেটে কি দেখলাম 😕
    কে কী কেনার জন্য সিডির দোকানের সব সিডি ডিভিডি চেক করলো 😕
    সব কমন পরায় কে কী কিনলোনা 😕
    নাহ নাহ আরে আমি বোধহয় ভুল ভেবেছি বোধহয় ভালো কিছুই কি্নতেসিলো 😉

    জবাব দিন
  9. রায়হান আবীর...
    দোস্ত তোমারে জন্মদিনের শুভেচ্ছা... ...

    জীবনের আয়ু থেকে আরেকটি বছর কমে গেলো। হয়ত এক দৃষ্টিতে এইটা খুব সুখকর না...
    কিন্তু সুখকর এইজন্য যে--- পৃথিবীতে যেই কয়টা দিন বেঁচে থাকলি, তাতে কত্তগুলা ছোটভাই, বড়ভাই, বন্ধুরা তোকে ভালোবাসায় সিক্ত করে শুভেচ্ছা দিলো... তাইনা রে দোস্ত ?

    এত্ত সুন্দর করে স-বা-র শুভেচ্ছা আর খ্যাতি কয়জনের ভাগ্যে জোটে?
    :hatsoff: :hatsoff:

    অনেক সুখী হও দোস্ত :hug:

    জবাব দিন
  10. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    শুভ জন্মদিন আবীর। ফেইসবুকে তো আগেই উইশ করছি, দেরিতে হলেও এইখানে আবার করি। ভালো থেকো, সবুজ থেকো। সারাজীবন আনন্দে থেকো।

    আর তোমরা দুজন মিলে আমার অফিসে এসে আইসক্রিম খেয়ে যেও 😛 😛 😛


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  11. মেহবুবা (৯৯-০৫)

    খুব মজা পাইলাম। =))
    এত কথা যে লিখার সময় আর তেমন কিছুই মনে পরছে না। 😛
    সিসিবি র সবাইকে অনে.........ক শুভেচ্ছা। :boss:
    মাস্ফু ভাই, আপনার এই চরিত্র চিত্রন আসাধারণ হইসে.........। :clap: :salute:

    শুভ জন্মদিন রায়হান...। :party: আর তোমার পারসনাল সময় নস্টকারিকে আমার অনেক শুভেচ্ছা দিও। :hatsoff:
    আমার কিন্তু দুইটা খাওা পাওনা থাকল।
    ভুল্ লে কিন্তু খবর আছে। :chup:

    জবাব দিন
  12. রবিন (৯৪-০০/ককক)
    মেট্রিকে সেকেন্ড আর ইন্টারে ফার্স্ট হওয়া মাথানষ্ট ছাত্র তানভীর ভাই(রবিন ভাইয়ের সাথে ইনারো কম্পিটিশন রুবাবা আন্টিকে নিয়া)

    তানভীর, তোর সাথে আমার গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা। মাইর দিতে হইবো জামাই রে

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।