কয়েকদিন আগে তারেক ভাইয়ের কথা মতো তার পরিচিত এক বন্ধুর বাসায় গেলাম এক্স-ক্যাডেট গেঞ্জিটা হস্তান্তর করতে। তারেক ভাইয়ের সেই বন্ধুর নাম সানি। তো সানি ভাই আমাকে ড্রইং রুমে বসিয়ে জানতে চাইলেন তারেক ভাই আমার কি হন। আমি বলি ভাই হন। উনি মাথা নাড়েন। মৃদু স্বরে জানতে চান কেমন ভাই? চেহারায় তো তারেক ভাইয়ের সাথে তোমার কোন মিল নাই। আমি বলি ক্যাডেট ভাই। তখন উনি একটা সবজান্তা টাইপ হাসি দেন। ও বুঝছি!! তুমিও কি কুমিল্লা ক্যাডেটে? এইবার আমি আমতা আমতা করে বলি, না। তাহলে পরিচয় হয়েছে কিভাবে??
তারেক ভাইয়ের সাথে আমার দেখা হয় নাই কখনও। কিন্তু দেখা না করেও যে কারও এতো কাছাকাছি কিংবা আপন হওয়া যায় সেটা যারা ব্লগিং করেন না তারা বুঝতে পারবেন না।
ডিসেম্বরের দিকে আমি প্রথম একটা ব্লগ লিখি। সেটা সদ্য প্রসূত ক্যাডেট কলেজ ব্লগের জন্য। দুর্বোধ্য ভাষায় লেখা সেই লেখাটি ক্যাডেট ছাড়া আর কেউ বুঝতে পারবেনা না জেনেও সেটা আমি ছেড়ে দেই সচলায়তনে। আসলেই কেউ বুঝতে পারে না। শুধু তারেক ভাই ছাড়া। আমার লেখা প্রথম ব্লগটাতে একমাত্র মন্তব্য উনার।
অসাধারণ গদ্য লেখক অনেকদিন ধরেই মাতাচ্ছেন বাংলা ব্লগিং কমিউনিটি। গল্প-কবিতা থেকে শুরু করে দিনপঞ্জি…সামহোয়ারিন, সচলায়তন থেকে শুরু করে ক্যাডেট কলেজ ব্লগ। সানি ভাই জানালেন তারেক ভাই নাকি এখনও বাচ্চা বাচ্চা। সেই বাচ্চা বাচ্চা তারেক ভাইয়ের আজকে জন্মদিন। আশা করি তিনি আজীবন বাচ্চাই থাকবেন, কোনদিন বুড়া হবেন না।
পুব বাঙলার অরাজক কালের যুবক। স্বপ্নবাজ মানুষ কনফুসিয়াস ওরফে মু. নুরুল হাসান কে ক্যাডেট ভাইদের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।
Aj Jonmodin Tomar…. |
ওনার সকল লেখাই আমার ভাল্লাগে। সবারই লাগে। তারপরও কিছু লিংক দিলাম যারা এখনও তার লেখা পড়েন নাই তাদের জন্য।
ইতাক তুকে মানাইছেনাই রে
হাওয়াই মিঠাই ১১
ডালিমকুমার-কথন
পরবাসে তাবলীগের বশে-
বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর
ছোটগল্পঃ নিমন্ত্রণ
গল্পঃ সমান্তরাল-
আজ তোমার মেঘে মেঘে রংধনু-
> উইল ইউ ম্যারি মি?
কংকাবতী আখ্যান অথবা আমি ইহাকে যেমন করিয়া পাইলাম
tarek happy birthday..tor number ta deto...sydney te boroi bore obosthai asi..toke call dei..vai tui to khub valo likhish..
ফেইসবুকে তোরে এড করলাম মাত্র, ওইখানে ফোন নাম্বার দিতাছি, দাঁড়া।
www.tareqnurulhasan.com
www.boidweep.com
তারেক ভাই,
শুভ জন্মদিন :salute: , আপনার সাথে এক দেশেই থাকি :party: । পেলেন ভাড়াটা দিলে আপনার জন্মদিনের পার্টিটা এটেন্ড করতাম 😛
তাই নাকি? কই থাকো তুমি, সিডনি?
www.tareqnurulhasan.com
www.boidweep.com
আমি তো ভাবছিলাম আপনি কানাডা থাকেন। নোভা স্কশিয়াতেও মনে হয় একটা সিডনি আছে, ওইটার কথা বলতাছেন না তো আবার?
যা হোক, নোভা স্কশিয়ার সিডনিই হোক আর অস্ট্রেলিয়ার সিডনিই হোক, টিকিট তো দিবেন আপনি, চিন্তা কি? :party:
কিছু বন্ধু আছে যারা আমার যাবতীয় অপকর্মের সাক্ষী, আমিও যাদের নানান ভেজাল কামের আমরন সঙ্গী। তারেক আমার সেই রকম বন্ধু। আলাদা ক্যাডেট কলেজ হউয়া স্বত্তেও যেহেতু আমরা দুইজনেই কুমিল্লার ছেলে তাই মনে হইতো না কখনো আমরা আলাদা আছি।
জন্মদিনের শুভেচ্ছা যেহেতু একবার অলরেডি দিয়া দিছি অন্য জায়গায় তাই এইখানে আর না দিয়া তারেকের কিছু গোপন খবর তোমাদের দিয়া দেই।
কলেজের ছুটিতে একসাথে হইলে আমরা নেংটা হইয়া একসাথে পুকুরে ঝাপাঝাপি করতাম। আমরা পুরা কুমিল্লা পার্টি একসাথে ক্রিকেট খেলতাম সেইখানে সবচেয়ে বাতিল ক্রিকেটার ছিলাম আমি আর তারেক। তবে আমি তারেকের চেয়ে একটু ভালো বোলিং করতাম 😉 । তারেকের একটা দারুন স্ক্র্যাপ বুক ছিলো, অইটাতে ও দেশ বিদেশের নানান মেয়েদের বিভিন্ন অঙ্গভঙ্গির ছবি জোগাড় কইরা রাখতো। আমরা সবাই ওর বাসায় গিয়া দরজা বন্ধ কইরা সেই ছবি দেখতাম আর বিশেষ আনন্দ লাভ করতাম।
আরো কমু? না হালায় আবার মাইর দিব।
তবে আমার বন্ধু ছেলে ভালো। আমাদের বন্ধুদের মধ্যে এবং বন্ধুদের বাইরেও বাংলা ব্লগ জগতের সবচেয়ে ভালো লেখকদের একজন।
যাউগগা,একবার বলসি তো কি হইসে? আবার বলি।
তারেকের বাচ্ছা, শুভ জন্মদিন। আয় তরে চুইমা খাই।
তারেক ভাই এর ভাবগাম্ভীর্যপূর্ণ লেখা পড়লে একবারও মনে হয় না যে তিনি নেংটা হৈয়া ঝাপাঝাপি করতেন। 🙂 🙂
ভাবগাম্ভীর্যপূর্ণ লেখার সাথে নেংটা না হবার কি সম্পর্ক??
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কোন সম্পর্ক নাই। এম্নেই বললাম। ভুল হয়ে থাকলে ক্ষমা চাই।
আমার প্রশ্নডা মনে হয় ভাবগাম্ভীর্যপূর্ণ হয়ে গেছে... 😀 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আসলেই...ইমো না দিলে বুঝা যায় না কোন ভাবগাম্ভীর্যপূর্ণ আর কোনটা না। 😀 😀
কামস,
দিলি এক্কেবারে আমার ঈজ্জতের ফালুদা বানাইয়া! গোপন কথাবার্তা সবই বইলা দিলি!!
তবে মামা, বোলার তোর চেয়ে খারাপ হইলেও ব্যাটসম্যান কিন্তু তোর চেয়ে আমি ভাল ছিলাম, স্বীকার কর। B-)
www.tareqnurulhasan.com
www.boidweep.com
অবশ্যই ভালো ব্যাটসমেন ছিলি। তবে আমারে বেশি পিটাইতে পারস নাই। তুই পিটাইতি রনস রে। আমিও কিন্তু একবার ভালো ব্যাটিং করছিলাম। সেইটা অবশ্য কুমিল্লায় না। ইউনিভার্সিটি তে এক ম্যাচে। তোদের ফিজিক্স ডিপার্টমেন্টের সাথে আমাদের বায়োকেমিস্ট্রির ম্যাচ ছিলো, তুই অসুস্থ হয়ে কুমিল্লায়, ওই ম্যাচে আমি বিশাল ছক্কা মারছিলাম। জুবায়ের রে জিজ্ঞেস করিস। ফিজিক্স ডিপার্টমেন্টের মেয়েরা হেভি হাত তালি দিছিলো। (আহা ! অই ছক্কা যদি আরেকবার মারতে পারতাম)।
আরেকটা কথা, ব্লগের সবার জন্য। তারেক কিন্তু ফাকি দিয়া বহুদিন আমাদেরকে ওর লেখা থেকে বঞ্ছিত কইরা রাখছে। চলো অরে আল্টিমেটাম দেই। দুই দিনের মধ্যে লেখা না দিলে আমরা ওরে ভোতা দাও দিয়া কাইট্যা ফালামু। যাইত্যা ধইরা মাইরা ফালামু।
কামরুল ভাই, ভাল কথা মনে করাইসেন। কয়েকদিন আগে মেসেন্জারে আলাপ করার সময় হ্যায় আমারে কইসিল বৃষ্টি নিয়া একটা লেখা কালকেই (মানে আলাপের দিনের পরের দিন) লিখ্যা ফালাবো। কিন্তু কিসের কি। আমার মিড সেমিস্টারের পর দেখতে দেখতে সেমিস্টার ফাইনাল আয়া পড়লো, মুহাম্মদ এর মধ্যে পা ও ভাইংগা ফালাইলো, রায়হান আবীর নতুন আরেক মাইয়ার লগে টাংকিও মারা শুরু করলো, খালি তারেক ভাইয়ের পরের দিনের সুর্যডাই খালি উঠলোনা। 😕
সাতেও নাই, পাঁচেও নাই
তীব্র প্রতিবাদ। আমি সারা দুনিয়ার মাইষেরে বিদায় জানানোর যোগাযোগের সব মাধ্যম বিসর্জন দিলাম আর তুই কিনা এই অপবাদ দিলি। ধিক্কার তোকে। x-(
আমিও তীব্র প্রতিবাদ করলাম।
রায়হান আবীরের মতো ভালো ছেলের নামে জিহাদের মতো দুস্ট ছেলের এহেন অপবাদ পুরোপুরি উদ্দশ্যমুলক এবং মানহানিকর। এর বিরুদ্ধে ব্লগে ব্লগে আন্দোলন গড়ে তুলতে হবে।
কামরুল ভাই, আই লাভ য়ু... 😛 😛
এত ভালবাইসা টাইসা লাভ নাই। সময় থাকতে স্বীকার কইরালা।
সাতেও নাই, পাঁচেও নাই
তলে তলে তোর এই অবস্থা?? দাঁড়া এখনই খবর পাঠায় দিতেসি হেড কোয়ার্টারে 😀
তারেক ভাই, সুখে থাকেন সব সময়। শুভ জন্মদিন।
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ, থ্যাংকু।
তোমার একলা মেঘের দিনলিপিতে উঁকি দিয়ে সেদিন বেশ মজা পেলাম। বেস্ট উইশেস।
www.tareqnurulhasan.com
www.boidweep.com
শুভ জন্মদিন তারেক ভাই। :party:
অনেক ধন্যবাদ।
www.tareqnurulhasan.com
www.boidweep.com
হ্যাপি বার্থডে তারেক :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
থ্যাংকু থ্যাংকু।
www.tareqnurulhasan.com
www.boidweep.com
রায়হান তো আমাদের সবার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানাইয়া দিছে।
তবুও আরেক বার দিলাম "শুভ জন্মদিন"।
আর রায়হান কে ধন্যবাদ তার অসাধারন লেখার জন্য।
হু, রায়হানের লেখাটা একটু বেশিই ভাল হয়া গেছে, আমারেই চিনতেছিলাম না লেখা পইড়া।
www.tareqnurulhasan.com
www.boidweep.com
যারা আরও কিছু চান, তাদের জন্য দিলাম আমার প্রিয় তিনটা লেখা, তারেক ভাইয়ের।
১
২
৩
তারেক ভাই, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
অনেক অনেক অনেক অনেক শুভেচ্ছা।
আপনি চিরকাল এমন লেখা লিখতে থাকুন, এই কামনা করি।
১
মূল লেখায় এড করে দিলাম।
স্যাম আপু,
অনেক ধন্যবাদ তোমাকেও। তুমি যে এই লেখাগুলো এরকম আলাদা করে মনে রেখেছো, ভাবতে সত্যিই খুব ভাল লাগছে! মনে হচ্ছে, বেশ একটা কিছু করে ফেলেছি। :boss:
ভাল থেকো।
www.tareqnurulhasan.com
www.boidweep.com
কামরুল ভাই,তারেক ভাইএর হাটে হাড়ি জে ভাইঙ্গা দিলেন তার কি হইবো??শুভ জন্মদিন...।আমাগোরে দাওয়াত কইরেন...।
মাসরুফ,
দাওয়াত তো দেয়াই ছিলো, আপাতত ডিউ রইলো আর কি, দেখা হলেই খাইয়ে দিবো।
www.tareqnurulhasan.com
www.boidweep.com
শুভ জন্মদিন তারেক ভাই......সুখে থাকেন ভাল থাকেন......
:clap: :clap: :clap: :clap:
মনজুর, অনেক ধন্যবাদ তোমাকে। তুমিও ভাল থেকো।
www.tareqnurulhasan.com
www.boidweep.com
রায়হান,
সানি ভাই কিন্তু প্রথমে সত্যিই ভেবেছিলেন তুমি আমার ছোট ভাই। 🙂
এই পোস্ট নিয়ে কি বলবো বুঝছি না, বেশ লজ্জায় ফেলে দিছো। শুধু বলি, এত এত ভাল কথা আমি ডিজার্ভ করি না আসলে, মনের খেয়ালে লিখে যাই। তবু, ব্লগার বা এক্স-ক্যাডেট হবার সুবাদে তোমাদের মতন বন্ধু বা ভাই পেয়েছি, এটাই বিরাট পাওনা। আর তেমন কিছুই চাওয়ার নেই।
এরকম আড়ম্বর করে আমাকে শুভেচ্ছা জানানোর জন্যে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ভাল থেকো।
www.tareqnurulhasan.com
www.boidweep.com
:boss: :boss:
তারেক ভাইর জন্মদিন ছিল!!!!জাতির জনক বঙ্গবন্ধু তো এটার স্বপ্নই দেখেছিলেন... 😀
েলইট happy birthday ভাই... 🙁
আমিও দেক্সিলাম।
হেপি বাড্ডে তারেক ভাই।
তারেক ভাই, এইখানে সময়মত আসতে পারি নাই, সচলায়তনে কিন্তু টাইম মতই হ্যাপি বাড্ডে দিছি।
দেরীতে হলেও, আবার শুভ জন্মদিন।