সিসিবি সমাবেশ…

আগস্ট মাসে তপু ভাইয়ের বাংলাদেশ আগমন উপলক্ষে একটা সিসিবি সমাবেশ করার চিন্তা ভাবনা করা হয়েছিল বেশ কিছুদিন আগে। তারপর এর সাথে যুক্ত হয় সমাবেশে জাফর ইকবাল স্যারকে আমন্ত্রণ করার ব্যাপারটা। আগস্ট মাস প্রায় এসে পড়েছে। এসে পড়েছে তপু ভাইয়ের ঢাকা আগমনেরও সময়। আমরা জানতে পারলাম আমাদের আরও কিছু প্রবাসী সদস্য এই সময় ঢাকা থাকবেন…

সমাবেশ হবে এইটা নিশ্চিত। কিন্তু দিন তারিখ ঠিক করা ছাড়াও আমাদের আরও কিছু সিদ্ধান্ত নিতে হবে। সেই জন্য এই আলোচনা পোস্ট।

প্রথমত, আগস্ট মাসের কোন তারিখ সমাবেশ হবে। ৯ তারিখে আমাদের পরীক্ষা শেষ হবে, বুয়েট এর এখন পরীক্ষা নেই। সুতরাং ৯ তারিখের পর থেকে আমরা একদম ফ্রি।
দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ব্যাপার সেটা হলো, সমাবেশে সত্যিই কি জাফর ইকবাল স্যারকে আমন্ত্রণ জানানো হবে?

যদি জানানো হয় তাহলে আমাদের কাজের পরিমান অনেক বেড়ে যাবে। অনুষ্ঠান আয়োজন করাটাও অনেক ঝামেলার ব্যপার হবে। আমি তাই ব্যক্তিগত ভাবে তাকে আমন্ত্রণ না জানানোর পক্ষে। আমরা নিজেরা নিজেরা একত্রিত হলাম, কোথাও বসে গল্পগুজব করা হলো তারপর কিছু খাওয়া দাওয়া…ব্যাস।

জাফর স্যারকে আনা হলে আমাদের কি কি কাজ করতে হবে তার কিছু উদাহরণ দেই…

১. প্রথমত আমাদের একটা স্থান ঠিক করতে হবে। স্থানটি অবশ্যই ঘরোয়া হতে হবে, খোলা মাঠে স্যারকে বসানো যাবে না…হাজার হোক সেলেব্রেটি মানুষ। 🙂
২. মূল অনুষ্ঠানটি তখন হবে তাকে ক্যাডেট এবং ক্যাডেট কলেজ সম্পর্কে ধারণ দেওয়া…আমরা সবাই মিলে সেখানে গেলেই তাকে ধারণা দেয়া যাবে না। কাউকে দায়িত্ব নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে হবে। স্যারকেও বলার সুযোগ দিতে হবে…
৩. সমাবেশের চেয়ে তখন তাকে কেন্দ্র করে কথা চালাচালিই মূল কাজ হয়ে যাবে…

আমি তাই তাকে ডাকার প্রয়োজনীয়তা দেখি না। আমরা নিজেরা নিজেরা মজা করবো এটা ভাবতেই আমার বেশী ভালো লাগে। তারপরও সবার মতামত বিবেচনা করা হবে। সবাই যদি চান জাফর স্যারকে আনতেই হবে তাহলেও নিশ্চয়ই ব্যবস্থা করা যাবে। ক্যাডেটরা পারেনা এমন কিছু নেই…

:salute:

২,৬৭৮ বার দেখা হয়েছে

৩৫ টি মন্তব্য : “সিসিবি সমাবেশ…”

  1. আলম (৯৭--০৩)

    যাই কর, রাজি আছি।
    শুধু তোমাদেরকে দেখতে ইচ্ছা করে। এতো সুন্দর করে লিখে যেই ছেলেগুলা, ওদেরকে দেখতে খুব ইচ্ছা হয়। (১২ তারিখের পরে যেকোনদিন হইলে ভাল।)

    জবাব দিন
    • জিহাদ (৯৯-০৫)

      জাভেদকে আমি নিজেই সশরীরে দেখিনা প্রায় চার বছর হয়ে গেল। এস এস সি র পর ও কলেজ থেকে চলে আসে। এখন এন এস ইউ তে।

      আমার দেখা মোস্ট ক্রিয়েটিভ ছেলগুলোর মধ্যে নি:সন্দেহে ও একজন। একটু চুপচাপ। এবং নিজের মধ্যে থাকতে পছন্দ করে।
      সবমিলিয়ে অসাধারণ একটা ছেলে। ওর আরো অনেক মজার মজার কাহিনি আছে। সময় করে সেগুলোও লেখার চেষ্টা করব।


      সাতেও নাই, পাঁচেও নাই

      জবাব দিন
  2. কামরুলতপু (৯৬-০২)

    আমি ১৬ তারিখ এসে পৌঁছাব বাংলাদেশে। ১৬ তারিখের পর যে কোনদিন আমি আছি।
    তবে আমার মনে হয় এইসব আলোচনা করে ঠিক করতে গেলে প্রচুর সময় লেগে যাবে। আমি ব্যক্তিগত ভাবে জিহাদ, রায়হান, মুহাম্মদ এবং তাদের দলের কাছে প্ল্যানিং এর পুরা দায়িত্ব দিয়ে দেওয়ার পক্ষপাতী। এরপর জায়গা ঠিক করার জন্য ক্যাডেট কলেজ ক্লাব যদি হয় তাহলে কামরুল ভাইর সাথে যোগাযোগ করবা।
    তোমরা একটা প্ল্যান দাঁড় করিয়ে এখানে পোস্টাও। এরপর আমরা ঐটার একটু আধটু চেঞ্জ করার ইচ্ছে প্রকাশ করলাম। ওইরকম না হলে এখানে সবাই এক একটা ইচ্ছা প্রকাশ করার পর ওইরকম ভাবে প্ল্যান করা ঝামেলা হবে মনে হয়।
    তোমাদের দেখার অপেক্ষায় রইলাম। সেদিন কিন্তু প্রচুর ক্যাডেট কলেজের আলাপ হবে। বহুদিন শান্তিমত ক্যাডেট কলেজের আলাপ করতে পারিনা। সবখানেই সিভিলিয়ান থাকে তাই চুপ করে যেতে হয়।

    জবাব দিন
  3. রবিন (৯৪-০০/ককক)

    আমার মনে হয়, আমরা ক্যাডেট কলেজ ক্লাব এ করতে পারি স মাবেশটা। সেটাই মনে হয় সবচেয়ে ভালো জায়গা হবে। আড্ডা দেয়া যাবে ঠিক মতো। লাগলে কথা বলি ক্লাব এর সাথে।

    জবাব দিন
  4. সাব্বির (৯৫-০১)

    ইস্‌ দেশে যাইতে ইচ্ছা করতাছে।
    আমি রায়হানের সাথে একমত। স্যার কে ইনভাইট করলে আয়োজন অনেক বড় করে করতে হবে।
    এবং ফরমালিটিস্‌ অনেক বেড়ে যাবে। যেহেতু প্রথম বারের মত CCB সমবেশ, সবাই কে একত্রিত করাটাই মুল লক্ষ্য আমার মনে হয়।
    আনুষ্টানের জন্য শুভ কামনা।
    অনেক অনেক ছবি তুলতে হবে এবং আপলোড করা চাই। আমরা যারা যেতে পারব না তাদের জন্য।

    জবাব দিন
  5. কামরুলতপু (৯৬-০২)

    সাব্বির ভাই প্রচুর ছবি পাবেন আশা করি।
    আরেকটা কথা, আপনাদের ব্যাচে আরেকজন সাব্বির ছিল না? বারী হল ক্যাডেট নাম। ও এখন কোথায় জানেন নাকি? ও মনে হয় শেরে বাংলা হাউস এ ছিল। সৈয়দ ফয়সাল বারী ছিল মনে হয় পুরা নাম।

    জবাব দিন
    • সাব্বির (৯৫-০১)

      হুম,,,,,
      সৈয়দ না সরদার ফায়সাল বারী। ক্লাস সেভেনে ও আমার রুমমেট ছিল। তুমি ওরে চিন কেমনে??
      ও ঢাকা, খিলগাঁও থাকে ওর বাসা আর আমার বাসা কাছাকাছি। এই বার দেশে গিয়া ওর সাথে বেশ কয়বার দেখা হইছে।
      বাংলাদেশ বিমানের ইঞ্জিনিয়ার ও। ফোন+ইমেইল এড্রেস লাগলে আওয়াজ দিও।
      আশা করি দেশে গিয়া অনেক মজা করবা।

      জবাব দিন
  6. কামরুলতপু (৯৬-০২)

    ও তো আমার বহুত পুরান ফ্রেন্ড। আমার নাম বললেই চিনবে, কামরুল বললে চিনবে। ও কি নেটে আসে নাকি তাহলে এখানে ডেকে আনেন। ওদের বাসা কি আগেরটাই আছে ঐ যে খিলগাঁও সাড়ে ২১ না কত নাম্বার গলি যেন। ফোন নম্বরটা দিয়েন তো ভাইয়া। আপনিও কি ওইদিকে থাকেন নাকি? তাহলে তো ওইদিকের আসিফ দের ও চিনার কথা চিনেন নাকি?

    জবাব দিন
  7. মুহাম্মদ (৯৯-০৫)

    আমিও একমত। জাফর ইকবাল স্যারকে আমন্ত্রণ জানানোর দরকার নেই। কারণ, সেক্ষেত্রে অনেক আয়োজন করতে হবে এবং আমাদের নিজেদের মধ্যে আলাপ-পরিচয়ও কম হবে।

    জবাব দিন
  8. তারেক (৯৪ - ০০)

    পোলাপানগুলারে ধইরা পিটাইতে মন চায়, দেশে গেট টুগেদার করবো, তাও এইরকম আজান দিয়া! 😕 যা করার কর, কিন্তু ঢাকঢোল পিটাইয়া মনে দুস্কু দ্যাও ক্যান? :((
    আহ হা রে!


    www.tareqnurulhasan.com

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।