মাই-লাইন বাসে যাচ্ছি…সকাল সাড়ে ১০টার মতো বাজে। বাস মোটামুটি ফাঁকা। একটু পর কল্যানপুর থেকে দুই জন উঠলেন। দুজনেই লুঙ্গি পরা।
বাসে উঠেই তারা জমি জমা সংক্রান্ত আলোচনা শুরু করে দিলেন। কথা-বার্তায় বোঝা গেল, একজনের জমি সংক্রান্ত কোন ঝামেলা হয়েছে, সেই ঝামেলায় মামলা হয়েছে, আজকে তার রায় হবে। আর আরেকজন দালাল। দুনিয়ার সকল সমস্যার সমাধান তার হাতের মুঠায়…ফাঁপরে ফাঁপরে একাকার করে দিচ্ছেন সবকিছু…
ল্যাবএইডের সামনে মৃণাল হকের একটা ভাস্কর্য আছে না। সেইখানে সিগনালে বাস খাড়া হয়ে গেলো। লুঙ্গি পরা একজন (যার জমি নিয়ে ঝামেলা চলছে) তিনি বাইরে তাকিয়ে হঠাৎ দালালকে ভাস্কর্যটা দেখিয়ে জিজ্ঞেস করলেন…
আচ্ছা এইটা কি জিনিস?
:- এইটা?? ও এইটা হলো মূর্তি? গতবছর এইখানে বিএনপি আওয়ামী লীগ মারামারি লাগলো না, তখন এক ব্যাটা মারা গেছিল, সেই জন্য বানানো।
মারা গেছিল যে, সেই ব্যাটার নাম কি??
(দালাল এখন ভাস্কর্যটার দিকে নজর দিলো আবার, নজরে পড়লো ভাস্করঃ মৃণাল হক) :- ব্যাটার নাম ভাস্কর মনাল।
হিন্দু নাকি?
:-হ হিন্দুই তো হওয়ার কথা, নামের সাথে যেহেতু ভাস্কর লাগানো আছে।
বিএনপি না আওয়ামী লীগ?
(মৃণাল হকের নামের নীচে লেখা আছে, উদ্বোধন করেছেন- সাদেক হোসেন খোকা) :- বিএনপি। ঐযে সাদেক হোসেন এর নাম লেখা। B-) B-)
ব্যাপক মজা পাইলাম
:gulli2:
আগের লেখাটায় কমেন্ট করেন্নাই ক্যান উস্তাদ? আপনার সিরিজের নাম মারছি বইলা কি মনে দুঃখ পাইছেন?? 😛 😛
হ পাইছি, এই জন্যই তোরে গুল্লি করার লাইগা বন্দুক লইয়া খারাইছি। দেখস না!!
- মরতুজা ভাই। 😉 😉
আপনি মরতুজা ভাইয়ের কথা কন ক্যান??
পোলাপাইন বড়ই বদ হয়া গেসে।
জাউজ্ঞা, তোমার আগেরটা ম্যালাবার পড়ছি। কমেন্ট যে ক্যান করা হয়নাই সেইটা আমিও ভাইবা পাইতাছি না। মাঝে মাঝে অফিসে বইসা খালি পড়াই হয়, কমেন্টের সময় পাই না। তয় তুমি বিসিসি হয়া পিসিসি ট্র্যাডিশন আমগো কলেজে ক্যামনে আনলা এইটা দেইখা বড়ই কস্ট পাইছি 😀 😛 ।
আসলেই পোলাপাইন বড়ই বদ হয়া গেসে।
মন্টা শান্ত হইলো। আপনি ঐদিক ফিরা ক্যান। ডর লাগে?? 😉 😉
নাহ, মরতুজা ভাই স্রা পলিন এর ছবি দেখতেছে...।। 😉 😉
:khekz: :khekz:
আয় হায়!! পলিন আপায়ও আমার মতো নিচে কিছু পরে নাই :bash: :bash:
উরিবাবা 😮 😮 ।
Life is Mad.
ছবিডা আর দুই ইঞ্চি লম্বা বেশী হইলে কি ক্ষতি ছিল ?? :bash:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ইস কমেন্ট বক্সটা আরেকটু বড় হইলে কাম হইয়া যাইতো। এডু কই...
আলো ছায়ার খেলা...।। ভাল ভাল। :-B 😛
আহারে, এম্রিকান্রা জানলোওনা হালারা কি হারাইলো 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
এতো কঠিন ইস্মার্ট লোক। মাতায় মাল আছে কিন্তু হালার। :khekz: :gulti: :khekz: :gulti:
মালে মাল চিনে 😉 😉
B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
হা হা হা। দুর্দান্ত মজা পেলাম। সামনা-সামনি নিশ্চয়ই আরো অনেক মজার ছিল ঘটনাটা।
বাসে আমরা সবাই হাসতে হাসতে শ্যাষ। :boss: :boss:
:)) :)) :khekz: :khekz:
Life is Mad.
:)) :)) :khekz:
মনটা বড়ই খ্রাপ আছিল। দুই জায়গায় দুইটা ডুয়েল পোস্টিং কইরা এখন একটু শান্ত হইছে।
এইটা ৩৬০ তে লিখছিলাম 😛 😛
টিপ্স দেয়ার জন্য ধইন্যবাদ। ভবিষ্যতে কাজে লাগবো।
আবার তুই অশান্ত হ।
আরও দুইটা পোষ্ট কর।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
হা হা হা
সেইরাম ইশমাট লোক দেহি!! :khekz: :khekz:
:khekz: :khekz: :khekz:
মাই লাইন ভালই ছিলো ... আমি ১৪ তে থাকতাম। ডি ইউ তে ১ + ১ যাওয়া আসা ছিলো প্রতিদিন।
বস আপনার পেছনে ওইডা কি...
আমি ফুটবল খেলা দেখতে চাই। :(( :((
টিভি তে মাঝে মাঝে দেখাইতো মনে হয়।
শিখে নিয়ে দেইখো ... হেভী মজা !!
চ্রম, চ্রম ... :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: =)) :))
হাসতে হাসতে এক্কেবারে :frontroll:
এক্কেবারে :gulli2:
আহসান ভাই অবশেষে ফিরলেন???
আমি তো আপনার প্রত্যাবর্তন প্রত্যাশা করে ব্লগ লিখতে চেয়েছিলাম
যাক :boss: :hug:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
অন্য কিছু একটা লিখে ফেল...
আমার একটা ঘটনা মনে পড়ল, বাস তখন গুলশান এক নম্বরের কাছাকাছি, আমার পাশের সিটের এক বস পাবলিক কার সংগে ফোনে কথা বলছিল, ফোনের ওই পাশের লোক মনে হয় তার সংগে দেখা করতে চাইছিল, উনি বলে দিলেন, "আরে কিভাবে দেখা করব, আমি তো এখন মানিকগঞ্জ"।
এরপর আমার দিকে তাকায় যা একখান হাসি দিল না, পুরা অমায়িক হাসি যাকে বলে। আমিও ড্যাম কেয়ার ভাব নিয়া থাকলাম। যেন এই গুলা কোন ব্যাপারি না।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
তাইলে আমি আরকটা কই। বাসে কইরা যাইতেছি একবার। এক পিচ্চি আর তার বাপ আমার কিছুটা সামনে। পোলা প্রশ্ন কইরা ফাটাইলাতেছে বাপরে।
একসময় জিজ্ঞেস করে আব্বু আমরা কই নামবো?
বাপ বললো, সায়েন্সল্যাব।
ছেলেঃ আব্বু বাস থামবে তো?
বাপঃ অবশ্যই।
ছেলেঃ আব্বু ড্রাইভার কিভাবে জানলো আমরা ঐখানে নামবো? B-) B-)
=))
সংসারে প্রবল বৈরাগ্য!
:goragori: :goragori: :goragori:
:khekz:
এক্কেরে :gulti:
ভাল্লাগছে... :))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মেইন কাহিনি আর কমেন্টের কাহিনি গুলা পইড়া পুরা পিরা গেছিরে রায়হান =))
সংসারে প্রবল বৈরাগ্য!
ইবার পিচ তিলা থিকা ইকাশে ইরা দিন। B-) B-)
মিরা গিলে তো তিলার জন্য লুকজন আছেই, কি কস 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
ঠিক কইছেন...কামরুল ভাইরে দাঁড় করাই রাখলেই হইবো। আপনি যতবার পিরা যাইবেন, উনি ততবার তিলা দিবো। :grr: :grr:
আগে আমারে তিলার জন্যে তুই বাসায় আয়। আমি টেবিলের নিচে পিরা আছি, কেউ তিলে না। 😉 😉
দাড়া তোর বাসায় আইতাসি এই উইক এন্ডে।
উইক এন্ড পর্যন্ত কি আমি টেবিলের নিচে থাকুম? :grr:
মিরবি না। থাক। ৫ তারিখ আল দীন আইতাসে। ওর সাথে কথা হইসে। তোর বাসায় বস্মু। আর তোরে গুগলে পাই না কেন?
এখানে ছোট্ট একটা কথা যোগ করতে চাই, এই মৃণাল হক RCC-এর এক্স ক্যাডেট।
:boss:
ওয়াও!
সংসারে প্রবল বৈরাগ্য!
:(( উনার আর কাজ ছিলো না এত্তগুলা ভাস্কর্য বানাইছে ক্যান?বিসিএসে উনার ভাস্কর্য কুনটা কুথায় সেই লোকেশন মুখস্ত করতে করতে আমার জান শ্যাষ 🙁
কত অজানারে।। :bash:
🙁
:boss:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আগে সিসিবিতে কতো মজা হইতো ! 🙁
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
🙁 🙁 🙁
কী ভাবী? এখন তো আগের থেকেও বেশি মজা হয়। 🙂
হাছা কইতাছো? ... 😕
😀 😀 😀 ক্যাডেটদের :salute:
🙁 বেটায় কয় কি!!!