রস্ময় স্যারকে একক হিসেবে না ধরলে আমাদের শিশুতোষ সাহিত্য পাঠের সূচনা ক্লাস এইটে। টাংগাঈলের বিখ্যাত ভাই, ছুটি শেষে একবার নিয়ে আসলেন দীপালী এবং জলসা নামে দুটি অমর পত্রিকা। সেই থেকে শুরু। আগে শুধু ভাল ছাত্ররাই লাইটস অফের বাঁশীর পর বাথরুমে বসে পড়াশোনা করতো। কিন্তু এই দুইটি পত্রিকা হাউসে আসার পর আমরা সবাই ভালো ছাত্র হয়ে গেলাম, রাতের বেলা বাথরুম খোলা পাওয়া যায় না এমন পরিস্থিতি। যেই শরীয়তুল্লাহ হাউসের টয়লেট দূর্গন্ধ নির্গমনকারী হিসেবে প্রথম ছিল অনেক বছর, সেই টয়লেটগুলোই লাইফবয় গোল্ড সাবানের গন্ধে মো-মো করতে থাকলো…
এভাবেই দিন চলতে থাকলো। দীপালী, জলসা ছাড়িয়ে আমরা রস্ময় উপন্যাসে উন্নীত হলাম…ক্রমান্বয়ে রস্ময় উপন্যাসেও বোর হয়ে গেলাম। আমাদের বিখ্যাত ভাইও উপন্যাস ব্যবসা ছেড়ে পাঞ্জাবি, টুপি পরে হিসনে হাসিন কিংবা কেয়ামতের পর কি হবে এই টাইপের বই পড়া আরম্ভ করলেন। ক্লাস টেনের ঠিক এমনি এক সময়ে রুম্মন এর সখ জাগলো সে বাথরুমে যাবে, লাইফবয় গোল্ড সাবান সমেত…কিন্তু উপন্যাস কই পাওয়া যায়। তিন হাউস চষেও কোন লাভ হলোনা…মুষড়ে পড়া রুম্মন হঠাৎ করে ইউরেকা বলে চিৎকার করে উঠলো।
তারপর আমাদের সুন্দর মতো ফর্সা ছেলে ফাহিমের কাছে গিয়ে বললো, দোস্ত তোর আইডি কার্ডটা একটু দিবি???
শিরোনাম কৃতজ্ঞতাঃ মরতুজা ভাই।
:)) =)) =)) :khekz:
😮 😮 😮 😮 😮
কিরে... 😛
তুই-ত ফাহিম পোলাটার ক্যারিয়ার গইড়া দিলি।। :))
হ। 😛
আস্তাগফিরুল্লাহ...।
hum .... 😀
:boss: :boss: :)) =)) :clap: :goragori:
:shy:
পিসিসির হওয়া ধরছে। 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
B-) B-)
পিসিসি নাকি?? 😕
B-) B-)
😮 😮
খাইসেরে!
আমি আপনার দোস্ত না, আপনারে আইডি কার্ডও দিমুনা, তয় বেশী রিকোয়েস্ট কর্লে ভোটার আইডিটা দিয়ে পারি। :grr: :grr:
নাউযুবিল্লাহ! এ তো দেখি কেয়ামতের আলামত! 😕 😕
রায়হান! তলে তলে এত কিছু :-B
তুই তোর প্রোফাইল পিকচার চেঞ্জ কর ... তাড়াতাড়ি ... 😛
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বোঝ! এইবার ঠ্যালা বোঝ! :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
@তানভীর (৯৪-০০) ভাই, ঠিক্কইছেন বস।
@সাব্বির (৯৭-০৩) সাব্বির ভাই, মুসতাকিম এর ব্লগে কি কইছিলেন খিয়াল আছে, নাকি খিয়াল করাইয়া দিতে হবে আবার 😉 😉
বড় ভাইরে আমারে নিয়া খোটা দিলেন কেন??? 🙁 🙁 🙁
এইখানে আবার আমি আসলাম কেমনে??? x-( x-( x-(
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
তোর গায়ে লাগল ক্যান? তোরে তো কিছু কই নাই। ডালমে কুচ কালা হ্যায় 😉 😉
ঘোর কলিযুগ
হ বস। 😀
শোয়েব দৌড়ায় ক্যান? পিছে কেডা?
এই জন্যই তো কই ফয়েজ ভাই, হাসনাইন, কামরুল, ফৌজিয়ান (এবং আরও অনেকে) প্রোফাইল পিকচার দেয় না কিল্লাইগা ... 😛
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বস আপনেরটাও কিন্তু ঠিক ঠাক দেখা যায়না 😛
সাতেও নাই, পাঁচেও নাই
আপাতত লেখকের ছবি দিয়া চালায়া নে ... :khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কি চালানোর কথা কন বস... 😮 😮
:khekz: :khekz: :khekz: :khekz: :goragori: :goragori: :goragori:
সাবাস রবিন ভাই, সেইরকম দিছেন 😀
আহ জিহাদ বাঁশ খাইলে ক্যান যে এত শান্তি পাই :shy:
আর নিজে বাঁশ খাইলে 😉 😉 😉
:gulli: :gulli: :gulli:
ফাহিম পুলাডারে দেক্তে মঞ্চায় ... 😡 😡 😡
সেইরকম ইমো......
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:)) :)) =)) =))
তুহিন আপাতত আমার রুমমেট ফাহিম রে দেখে সুখ নে। পরে আসল ফাহিমরে দেখামুনে 😛 😛
তুহিন যা আয়না দেইখা কাম সার 😛
ইহা কি বলিলেন???
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
এই এমো টা এড করা হোক
ভাইরা আমার কাছে বিশাল এক ইমো ভান্ডার আছে।
এইখানে যেহেতু HTML কোড কাজ করে না। তাই gif ফরমেটে আমি নেটে upload করছি। তাই ছবি হিসেবে সেই ইমো আপনারা এইখানে ব্যাবহার করতে পারেন।
(আমি মাত্র আজকে upload শুরু করছি। তাই এখন বেশি নাই। ইনশআল্লাহ আগামী দুই দিনের মধ্যে সকল ইমো upload করবো।)
নিচে আমার ইমো পেইজ এর ঠিকানা দিলাম
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
আয় হায় ঠিকানা আসল না কেন??? 😕 😕 😕
যাক ঠিকানা হইল এখানে
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ভালো করসিস। 🙂
রায়হান ইতা কিতা লিখলি। চারিত্রিক বিশ্লেষণাত্মক প্রবন্ধ লিখলে বদচারিত্রিক গুনাবলির একখানা পরিচ্ছেদ তোদের নামে লিখিত হবে।
জুনায়েদ ভাই, আপনার ডিকসেশনারীটা দেন...হালায় কি বাংলা কইলো কিছুই বুঝলাম না 🙁
পথিক আমি পথ হারাইয়াছি। 😮 😮 😮
(কপিরাইট মরতুজা ভাই)
নিজে কিছু কইলেন না? 🙁 🙁
কইতে গেলেই কে কখন আইডি কার্ড চাইয়া বসে 😮 :bash: 😮 :bash:
ওহে মানব সমাজ, এই ধরণের কর্মের কারণে কিন্তু আদ-সামুদ-লুত জাতির উপর অভিশাপ নামিয়া আসিয়াছিল।আমরা ইতিহাস ভুলিয়া না যাই।
আমিন। 😛
আমাদের সেই ভয় নাই। তয় জাস্ট ফ্রেন্ডশীপ এর কারণে শুধু গজব না, জাহান্নামে হাবিয়া দুনিয়াতে পয়দা হইতে পারে। :grr: :grr:
x-( কিকৈবার্চাস??? x-(
কিছু কইবার চাই না, তয় আপনি যদি কিছু বুইঝা নিতে চান তাইলে আমার কিছুই করার নাই B-) B-)
রায়হান ভাই একট ডাউট আছে
টাংগাঈলের বিখ্যাত ভাই কে তো চিনিলাম কিন্তু রুম্মন ভাই এবং
ভাইকে তো চিনলাম না.
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
চিননা কাম নাই। পিচ্চি পুলাপাইন এই অশ্লীল ব্লগে কি করস? দৌড়ানি দিমু??? 🙂
গল্পটার সবচেয়ে ভালো হইলো ফিনিশিংটা।
দূর্দান্ত 😛 😛 ।
Life is Mad.
থ্যাংক বস। 😀
আমিও ফাহিমকে দেখপো :((
এইবারো কি জাস্ট ফ্রেন্ডশিপ বস?? 😀
আয়না দেখেন। তাইলেই হবে :grr: :grr:
পরে ফাহিম তার ID কি দিসিল???
একবার দিসিলো, পরের বার থেকে রুম্মন নিজের আইডি নিয়াই যাইতো বলে কথিত আছে। :grr: :grr:
😮 আত্ম*তি??
বাচ্চা পোলাপাইন বাজে কথা বলে না।
হ
ব্লগ খ্রাপ হয়া যাইতেছে।অশালীন ও নীতিবিরুদ্ধ ব্লগিং করাসমল ব্লগারের আইপি সহ ভ্যান চাই 😛
ফাটাফাটি লেখা! হাসতে হাসতে মারা গেলাম =))
বেচারা সেই "ফাহিম"! :grr:
সিসিবি এর নিয়ম মতে হবে, মিরা গেলাম
অশ্লীল অশ্লীল।
বিসিসির ঘরে পিসিসির ঘোর অমানিষা। আমি এর তীব্র পরতিবাদ ঝানাই।
:gulli2: :gulli2:
🙂 :)) :khekz: :goragori: =)) :((
শেষে কাইন্দা দিলেন ক্যান বস?
হাসতে হাসতে চোখে পানি চইলা আসছে তো, তাই।
=))
দোস্ত তুই আমি তো একি কলেজ এ ৬ বছর ছিলাম......
তা এই রুম্মন আর ফাহিম ডা আবার কিডা...???? :-/
নিজের রুমমেট্রে চিন্তে পার্লিনা?? :(( :((
তা ত চিনসি ...তয় লজ্জায় কইতে পারি নাই 😛 😛
লোকে আবার কি মনে করে 😀
থাউক... ;))
x-( x-( :gulli2: :gulli2:
na na. shariatullah house er cadet ra ato kharap kokhono e silo na.toi 1ta kotha...apnar hoitase. :))
na na ata thik na.amader houser pola-pain ato kharap na.tobe apnader batch bole kotha... B-) B-)
জুনিয়র বইলা মাফ কইরা দিলাম, হাটে হাড়ি ভাংলাম না :grr: :grr:
:boss:
very nice
চি চি চি
কি অচলীল। 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিব্যা...তরে খাইছি x-( x-( x-( x-(
:grr: পিডা,চাওয়ালারে পিডা :grr:
পোস্টটা আজকে পড়লাম :)) ...
কি আর কমু =)) ...
😉 তাও ভাল ফাহিম ভাইয়ের আইডি কার্ড চাইছে... ফাহিম ভাইরে চায় নাই !!!
:khekz: :pira:
চ্যারিটি বিগিনস এট হোম
এটা আমি মিস করলাম কিভাবে ?? 😕
অসাধারণ লাগলো 🙂
শেয়ার কইরা দেই 🙂
:)) :)) =)) =)) =))