আরও দু’টি কবিতা

এক – কেমন আছো
==============
(প্রত্যাহার করে নিলাম)

দুই – একজন সেলিব্রিটির সাক্ষাতকার
=====================
– চুম্বনে সাচ্ছন্দ্য, আলিঙ্গনে সাবলিল,
মিলনেও সানন্দ অংশগ্রহন তোমার।
অথচ, ভালবাসাবাসিতে? কেন এই
নিদারুন অনিহা? দুর্বার অনিচ্ছা??

– “ন্যাকামো সব”, বলেছিল সে,
“হাড়ে হাড়ে চেনা আছে যাবতিয়
প্রেমপ্রত্যাশিদের সব্বাইকে”।
জানলাম, পুরুষের ভালবাসা হলো
দখলে নেবার ছল।
ভালবাসার নামে
একবার দখল পেয়ে গেলে,
তারপর কেবলি চলে
সেই দখলদারিত্বের অপব্যবহার।
আর ঘুরেফিরে এটাই বোঝানো,
“মানিয়ে নাও, মানিয়ে তোমাকে
নিতেই হবে। নইলে পরিনতি
আরও ভয়াবহ, এবং তা বিচ্ছেদের…”

– “যেই ভালবাসা কেবলই ‘ভাল রাখা’-এ
সীমাবদ্ধ, তাতে আর বিন্দুমাত্র
আগ্রহ নেই আর।
তারচেয়ে এই ভাল,
ভদকা-লাইমে চুমুক দিতে দিতে
অথবা সুপারস্লীম সিগারেট
টানতে টানতে কেবলই মনের আনন্দে
চুমু খাওয়া। কখনো বা আরও কিছু বেশি।
সেটাই তো চাও তোমরা, পুরুষেরা, তাই না?
আমারো ওতেই চলে যাচ্ছে বেশ”।

– চলে যে যাচ্ছে, তাতো দেখতেই পাই,
কিন্তু কতদিন, ভেবেছো কিছু?
যখন ত্বকে ভাঁজ পড়বে, চুলে পাঁক ধরবে,
শরীরটাও থাকবে না এই ভালবাসা ব্যাখ্যার
একমাত্র অবলম্বন, শুধাই, কি হবে সেদিন?

অট্ট্যহাসিতে ভেঙ্গে পড়ে সে, শরীর দুলিয়ে
হাসতে হাসতে বলে, “এতদুর ভাবার সময় কৈ?
প্রতিরাতেই তো একবার করে মৃত্যু হয়
নিঃসঙ্গ বিছানায়। সকালে পুনর্জন্ম।
এরচেয়ে খারাপ, কি আর হবে, আগামী দিনগুলোয়?”

৪,৭৭৩ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “আরও দু’টি কবিতা”

  1. খায়রুল আহসান (৬৭-৭৩)

    এখন তুমি কেমন আছো?
    এখন তুমি তেমনই আছো?
    -- মনে সুপ্ত ভালবাসা না থাকলে এমন প্রশ্ন আসেনা।
    “এতদুর ভাবার সময় কৈ?" -- বর্তমানকে নিয়েই সবাই ব্যস্ত থাকে। ভবিষ্যতের চিন্তা মাথায় আসেনা।

    জবাব দিন
    • পারভেজ (৭৮-৮৪)

      চটি মনে হয়ে থাকলে দুঃখিত।
      দু'তিনটা শোনা ঘটনা এক করে কবিতাটা যখন লিখেছিলাম, আমার কাছে এটাকে শিল্পোত্তির্নই মনে হয়েছিল।
      চটির অভিযোগ উঠলে তো আর এটা রাখা যায় না।
      একজন লেখক যা যা লিখেন, তার সবই যে তাঁর নিজের অভিজ্ঞতা না - এটা পাঠক কেন বুঝে না, বুঝি না।
      লেখককে নিয়ে পাঠকদের এই জাজমেন্টাল হওয়াটা দুঃখজনক।
      আমি যা যা লিখি, তা কারো না কারো কোনো না কোনো অভিজ্ঞতা অবলম্বনেই, এটা ঠিক।
      কিন্তু কখনোই তা পুরোপুরি সত্যভাষণ নয়।
      যথেষ্ট ডিসটর্টেড, প্রচুর রং চড়ানো।
      এগুলোকে কেউ সত্য ভেবে নিলে বা ১০০% আমার অভিজ্ঞতা মনে করলে সেটা হবে মস্তো বড় ভুল...


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।