যদি ভুলে যাওয়া যেতো
প্রথম ভাললাগা
প্রথম ছোঁয়া
প্রথম চুম্বন…
যদি ভুলে থাকা যেতো
উদ্ভিন্ন পংক্তিমালা
স্বলজ্জ আনত নয়ন
কবিতার উত্তাপ…
যদি ভুলে যাওয়া যেতো
মুখোমুখি বসা
হাতে হাত রাখা
শরীরের ঘ্রান…
যদি ভুলে থাকা যেতো
অস্বীকার
প্রত্যাখ্যান
উপহাস…
আমি ভুলতে পারি না
আমি ভুলতে চাইও না
তুমি পারো?
কিভাবে???
গানটি শোনা যাবে এখানে:
মূলগানের পুরো লিরিকস দেখা যাবে এখানে:
কি সহজ ভুলতে পারা তাইনা?
পাঁজরে বিঁধছে যে আলপিন,
মন আমার মশাল শরীর জ্বলে
পুড়ে যাক পৃথিবী রাতদিন।
যে কথায় কবিতা জন্মাতো
সে কথায় শিরায় শিরায় বিষ,
এক একটা কথা ছোবলে
কবিতার খাতা পুড়িয়ে দিস!!
সে ধোঁয়ায় জ্বলছে মাথা চোখ
সাধ হয় তোকেও জ্বালাই,
জ্বালাতে গিয়েও বাঁচাই আগুন
চাইনা বাজে খরচাই।
বুকের এই খাঁচায় জ্বলুক আগুন
ভালোবাসা সর্বনাশা হায়,
এতো দিনে বুঝতে পারি ভাষা
তোর এবার নতুন বাসা চায়।
যা যা পাখি উড়তে দিলাম তোকে
যা যা খুঁজে নে অন্য কোন বাসা,
খুঁজে নে অন্য কোন মন
ভুলে যা বন্য ভালোবাসা।
একেকটা দিন একেকটা রাত
ফিরে গেছি রোজ বাড়িয়েছি হাত।
তোকে ধরে রাখতে চেয়ে হায়
দারুন দূপুর, ধূসর বিকেল সর্বশান্ত সন্ধ্যায়।
এ বুকে আকাশ রেখেছিলাম
এ শরীর অশান্ত জঙ্গল,
খোলা মনে উড়তে পারলিনা
এ মনের তুই কি পাবি তল।
যা যা পাখি উড়তে দিলাম তোকে
যা যা খুঁজে নে অন্য কোন বাসা,
খুঁজে নে গৃহস্থ জীবন
ভুলে যা বন্য ভালোবাসা।
এ বুকে বন্দি কি জানিনা
জানিনা কি সুখ আছে রাখা,
শুধু ভাবি কখন ফিরে এলে
এ খাঁচা পাবি কি আর ফাঁকা।
জঙ্গলী পাখির পালক পরে
ধরা পড়ে আর পেলিনা পার,
আসমান ভুলে খুঁজিস খাঁচা
জঙ্গল ভুলে খুঁজিস দাঁড়।
যা যা পাখি উড়তে দিলাম তোকে
যা যা খুঁজে নে অন্য কোন বাসা,
সুখে থাক শিকল বেঁধে মনে
ভুলে যা বন্য ভালোবাসা।
যা পাখি উড়তে দিলাম তোকে…….
প্রেম সহিংস ধর্ম।
অহিংসার চাদরে মুড়ি দিয়ে লুকিয়ে থাকে সহিংস এক মন।
কোনো ছাড় নেই ... তার যে চাইই চাই ...
পাওয়ার বিকল্প নাই ......
প্রেম করিবো, কিন্তু দখল করিবো না - এটা নিজে মানলেও প্রতিপক্ষ মানবে না।
ধরে নেবে, তাইলে আসলে আমারে ভালবাসে না।
প্রেমে প্রতিপক্ষের পজেসিভ হওয়াটা খুব সুখকর না হলেও না হওয়াটাও কেউ বরদাশত করে না।
আর তাই, প্রেম মানেই সংঘর্ষ
প্রেম মানেই সহিংসতা।
উত্তম পর্যবেক্ষন !!!
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
মধ্যরাতে গান টা ছাড়লাম।
বউ পাশ থেকে শুনে বলল, শিলাজিতের গান?
বললাম হুম।
আমি অবশ্য ভক্ত নই।
যদিও গানটা খারাপ না, ভালোই।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
আমিও শিলাজিতের গানের ফ্যান না।
তবে তাঁর কোনো কোনো প্রযোজনায় হঠাৎ হঠাৎ আকৃষ্ট হই।
এটাও তেমনই একখানা...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
আমিও তাই কিন্তুু ভালোলাগে
চমৎকার !
থ্যাংক ইউ স্যার!!!
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
খুব ভালো লাগলো পারভেজ, তোমার এ কবিতা। নিঃসন্দেহে কবিতাটি পাঠকের মনে চিন্তার আবেশ ছড়ায়। তবে আমার তিনটে ক্ষুদ্র সাজেশন আছে, নেয়া যায় কিনা ভেবে দেখতে পারোঃ
১। কবিতার শিরোনামটা যা দিয়েছো, তা নীচে পাদটীকা হিসেবে দিতে পারো। অথবা ব্রাকেটবন্দী করে উল্লেখ করতে পারো।
২। কবিতার একটা আলাদা শিরোনাম দিতে পারো। তা হতে পারে, ক। যদি, খ। যদি ভুলে যাওয়া যেতো, গ। যদি ভুলে থাকা যেতো, ঘ। বা অন্য কিছু যা তোমার চিন্তায় আসে।
৩। শেষের আগের স্তবকটাতে 'উপহাস'কে উপরে নিয়ে 'প্রত্যাখান'কে নীচে নামালে আমার মনে হয় ভালো হবে।
নেয়া বা না নেয়া তোমার ইচ্ছে! 🙂
চমৎকার বিশ্লেষন।
মুগ্ধ হয়ে গেলাম, খায়রুল ভাই। কৃতজ্ঞও।
তবে সংকুচিত হয়ে আছি অনেক বেশি।
১ ও ২) কবিতাটার একটা নাম দিয়েও ছিলাম। "ভুলে যাওয়া"। কিন্তু পরে ভাবলাম, এই গানটা শুনেই তো কবিতাটা লিখা, তাই এই শিরোনামটাই দেই।
আগেও এরকম গান শুনে বা কবিতা পড়ে বেশ কয়েকটা লিখা লিখেছিলাম। তাই ভাবলাম, এটাও সেই ফরমেটেই রাখি। একদিক দিয়ে এভাবে রাখার একটা সুবিধাও আছে। মূল পাঠ, গান, কবিতা হোয়াটএভার টি তখন পাঠকের কাছে ভিন্ন মাত্রা পায়...
৩) উপলব্ধির ইন্টেন্সিটি অনুযাই, আপনার বলা ধারাবাহিকতাটা সঠিক। কম থেকে বেশিতে গিয়েছে।
কবিতাটা মনগড়া হলে, আমিও সেভাবেই দিতাম। কিন্তু এটা লিখার সময় যে ঘটনার কথা ভেবেছি, সেখানে, এইভাবেই ঘটেছিল ঘটনাগুলো। তাই এই ভাবেই রেখে দিলাম।
আরেকটু ভেঙ্গে বলবো?
হঠাৎ একদিন বলা-
ক) "ছি ছি অমুক ভাই, কি বলেন এসব? আমি তো সবসময় আপনাকে ভাইয়ের মতই জানি..." = (সম্পর্ক) অস্বীকার
খ) "ধ্যাৎ, এখনো বুঝতে পারছেন না, যে আপনি যা যা ভাবছেন, ভাই-বোনের মত সম্পর্কে সেটা হয় না। হওয়া সম্ভব না। আপনি ভুল ভেবেছেন। ভুলে যান ওসব..." = প্রত্যাখ্যান
গ) (অন্যদের জানানো) "পাগল নাকি? কি রে কি ভেবে বসে আছে?" "কবে তারে বলছি যে তারে আমি ভাল বাসি" "পুরাই ঐ গানটার সিচুয়েশন..." = উপহাস
এই সেই গান:
(সম্পাদিত)
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
আমার এমন সময় গানটা শুনার ইচছে হয়েছিলো তখন আমার ফোনে ডাটা ছিলো না।প্রায় দশ ঘনটা পর গানটা শুনেছি। আমার কাছে মনে হয়েছিলো দশ বছর পর গানটা শুনলাম।