এই কবিতাটা দেখার পর থেকেই পাঠের আগ্রহ হচ্ছিল, খুব! খুব!! খু-উ-ব-ই!!!
শেষ পর্যন্ত পড়েই ফেললাম!!!
‘বন্ধু আমার কই?’
মেহের নিগার
[এম.জি.সি.সি -এর প্রিয় মুখগুলোকে মনে করে]
স্মৃতির নোনা নদীর ধারে
বছর বছর বাদে,
বন্ধু যখন মিলল দেখা,
কান্না কি বাদ সাধে?
হাজার স্মৃতি খোঁজার তোড়ে
একশ’ কথার ফানুস,
ওড়ায় দেখ আকাশ জুড়ে
আমার প্রিয় মানুষ …।
কোন গাঙিনায় হারায় সময়?
ছুট-জীবনের ডাকে–
মন-মোহনায় মেলে কখন?
অন্য কোন বাঁকে…।
এক বিকেলের ছেলে বেলা
অন্য কোন রাতে,
গল্প কথায় নকশী তোলে
স্মৃতির বুননিতে…।
এমনি করেই ‘ছাড়াছাড়ি’,
‘প্রাণের মাঝে’ আসা,
‘পুরোনো সেই দিনের কথা’
ফিরতি ভালোবাসা…।
দুই বেণীতে ফেলে আসা
অমল কিশোর বেলা,
এক জীবনে হাজার মুখের
চোর-পলান্তি খেলা…।
নদীর জলে চাঁদ ছুঁয়েছে
বন্ধু আমার কই?
হাত বাড়িয়ে ছুঁইনা তোকে
মন বাড়িয়ে রই ।।
(কবি পরিচিতি: মেহের নিগার। ক্যাডেট -৫; দ্বিতীয় ব্যাচ ; শান্তি হাউস)
খুব ভালো লেগেছে পারভেজ ভাই।
দুর্দান্ত কবিতা।
অনেক ধন্যবাদ, নূপুর!!!
কবিতাটা পড়ার পর থেকেই মনে হচ্ছিলো, কোন এক উপায়ে এটাকে সিসিবির আঙ্গিনায় জায়গা করে দিতেই হবে।
পাঠ-প্রচেষ্টা হলো তার সবচেয়ে মোক্ষম পথা।
আর দেখোই না কি লিখেছে সে এই ব্লগটা দেখার পরে:
"Truly surprised !Thanks a ton for your kind appreciation! @ Kazi Ahmad Pervez"
দারুন না???
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
মেহের নিগার এর কবিতাটা খুব সুন্দর হয়েছে। শেষ দুটো স্তবক খুব ভালো লেগেছে।
তোমার আবৃত্তিও ভালো হয়েছে, পারভেজ।
অনেক ধন্যবাদ খায়রুল ভাই!!!!
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
কবিকন্ঠে পাঠ ও সহশিল্পিগনকে নিয়ে গান:
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.