ও মেয়ে, তুমি কি জানো?
আমাকে নিয়ে ভাবা অথবা
আমার প্রতি প্রক্ষেপিত –
তোমার প্রতিটি বাক্যই
হয়ে উঠতে পারে
কোন না কোন কবিতার পংক্তি?
ভাবনার কথাগুলো শুনি নাই কখনো
শোনা সম্ভবও না,
তাই কেবলই অনুমানে ভর করে
ওগুলো আনতে চাই না কবিতায়।
কিন্তু আজ যা প্রক্ষেপন করলে আমায়,
কবিতায় তা না এনে, কি করে থাকি, বলো?
আবার, কেনই বা তা
না আনতে পারা?
অনেকদিন পর, তোমার নিজ মুখে,
আমাকে বলা, এই কথামালা –
“সব জায়গায় ব্লক করেছি কিন্তু আপনাকে,
মেইলেও কিন্তু আপনি ব্লক, জানেন?”
আমি শুনি আর একগাল হাসি,
ভাবি, আর দীর্ঘশ্বাসে ভাসি –
“ও মেয়ে, পারলে ব্লক করো দেখাও দেখি:
সেদিনের সেই মুগ্ধতাগুলো,
ভাললাগাগুলো,
ভালবাসাগুলো?”
আর হ্যাঁ, তোমার এই,
“আমাকে ব্লক করার প্রয়োজনিয়তাগুলো?”
যদি সত্যিই কোনদিন
ব্লক করে দেখাতে পারো এসব,
সেদিন কিন্তু
বড়গলা করে আর
বলতে হবে না,
“আমায় ব্লক করেছো তুমি”,
বরং আমিই হারিয়ে যাবো
অন্য কোনো নিভৃতে,
নিরুদ্দেশে, ঠিকানাহীন
অন্য কোনো গন্তব্যে………
পারলে ঠেকাও স্বপ্নগুলি
রাত জাগা সব ইচ্ছেভেলা
চাঁদের সাথে খুনসুটিতে
তোমার জন্য মালায় গাঁথা
খামখেয়ালী কথাগুলি।
সাধু! সাধু!!
এক্কেরে মনের কথা কইছাস....
"ব্লক করেছো বেশ করেছো
পারলে এবার ব্লক করোতো
হৃদয় ঠাসা
ভালবাসা
ব্লক করে দেখাও দেখি
যাবতিয় উকি ঝুকি...." (সম্পাদিত)
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
😀 😀
কবির সাথে ব্লক ব্লকামি?
এর মূল্য জানিস, কতখানি?
বুঝবি যখন, এক হবে তোর
নাকের পানি, চোখের পানি!