কেমন লাগে দেখতে আমায়,
ভাবি যখন তোমার কথা?
একলা বসে
আপন মনে
আগুন হাতে
উদাস চোখে –
কখনো তুমি এমনি ভাবে
ঠাই দিয়েছো তোমার মনে?
আনমনেতে
আমায় নিয়ে
গেথেছো কি
কথার মালা?
লাগেবে কেমন দেখতে তোমায়,
ভাবো যদি আমার কথা?
সেসব ভেবে
উদাস কাটে
সারাবেলা
হেলাফেলা………
আহা ! কি দ্বিমাত্রিক ভাবনা !
এর সবটুকু সত্যি যদি হতো জানা !
"সবটা সত্য জানা সবসময় সুখকর হয় নারে পাগলা!"
তাই থাক না কিছু সত্যি আর্ধেকটাই জানা, যেন সুখটা একটু কম হারাম হয়... 😀 😀 😀
এমন কিছু কথা থাকে, অভিজ্ঞতা থাকে যা মনে আনা অস্বাস্থ্যকর আবার না এনেও চলে না।
ধুমপানের লাহান......
খেলেও ক্ষতি, আবার না খেয়েও পারা যায় না। 😛 😛 😛
এটা সেরকমই কিছু একটা বলে ধরে নাও বন্ধু!!!
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
পারভেজ ভাই,
ভালো লাগলো। বুঝতে চেষ্টা করছি, কার কথা ভাবছিলেন?
বিদগ্ধ জনেরা বলেন, তাঁর কথা ভাবলেই নাকি কপালের ভাজগুলো নিজের অজান্তেই কোমল হয়ে যায়।
ছবিতে কপালের ভাজগুলি কোমল হয়ে যায় নি ... তাহলে কার কথা ভাবছিলেন ঠিক ঐ মুহুর্তে... 🙂
ফিরাখ গোরাখপুরির তিন লাইন
" নিশ্চুপ ছিল পৃথিবী
তোমার কথা ভাবতেই
বইলো বাতাস ঝিরঝির"
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
" নিশ্চুপ ছিল পৃথিবী
তোমার কথা ভাবতেই
বইলো বাতাস ঝিরঝির"
- হ্যাঁ, তাই তো হবার কথা ছিল। ব্যাকরন তো তাই-ই বলে......
কিন্তু সব ঘটনা, সব কথা কি আর এতো ব্যাকরন মেনে চলে?
ব্যাকরন মেনে চলে না বলেই হয়তো জীবন এতটা বৈচিত্র্যময়।
আনন্দেরও।
তাই না?
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ফিরাখ গোরাখপুরির উদ্ধৃত তিনটে লাইন খুব ভালো লাগলো, অরূপ।
কেয়া বাত, ডিয়ার ভাইয়া :clap: :clap: :clap: :clap:
ছবিতার কবিতা পড়ে আইনস্টাইনকে মনেপড়ে গেলো, ভাইয়া! You can't blame gravity for falling in love 😛
ছবিতার ছবি তো বরাবরের মতই। আমার ভাইয়াটিকে নিয়ে নাটকওয়ালারা আবার টানাটানি না শুরু করে দেয়!
অটঃ ভীরুস্বভাব মিনমিনে কবিদের কথা শুনে এসেছি বরাবর; আজ বীরপুরূষ কবিকে দেখতে পেলাম সিসিবিতে। সবই কি কবিকল্পিত? নিজেকে নিয়ে ছবিতা লেখা সহজ নয় হে!
"You can't blame gravity for falling in love" - 🙂
গ্র্যাভিটির কারনে যদি প্রেমে পড়া যেতো, জীবন কি অনেক সহজ হয়ে যেতো?
মনেহয় তাই...
মনের বয়স যাই হোক না কেন, গাণিতিক প্রকৃত বয়স যখন অর্ধশতে পৌছে, রেখে ঢেকে কোন টানাটানির মধ্যমনি হবার আকাঙ্খার চেয়েও সত্য হয়ে দাঁড়ায় নিজের কাছে নিজেকে মেলে ধরাটা।
সেই চেষ্টাই করলাম, এই ছবিতায়।
আদৌ পারলাম কিনা, কতটা পারলাম, তা নিয়ে সংশয়ে আছি।
থাকাটাই স্বাভাবিক।
তবে তোমার উচ্ছ্বাস দেখে কিন্তু খুবই অনুপ্রাণিত বোধ করছি.........
😀 😀 😀 😀 😀 😀
মেনি মেনি থ্যাংকস, সিস!!!
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
🙂 🙂 🙂 🙂
ভাল লাগলো পারভেজ ভাই :hatsoff:
অফটপিকঃ একটা সংবিধিবদ্ধ সতর্কীকরন দিয়ে দিবেন নাকি 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হেঃ! হেঃ!! হেঃ!!!
জীবনের এক এক পর্যায়ে পৌছে এক এক জিনিষ অপ্রয়োজনিয় হয়ে পড়ে।
আরও দশ বছর আগে "সংবিধিবদ্ধ সতর্কীকরন"টা জরুরী ছিল।
পনের বা বিশ বছর আগে সেটা "অতিজরুরী" ছিল।
আমার জন্য এখন মনেহয় আর তেমন কোন জরুরী ব্যাপার না.........
কি বলো???
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
সেটাই ভাই, আমি নিজেই এখন জরুরী পর্যায়ে আছি, কিন্তু সেটা অনুধাবন পর্যন্তই এসে আটকে আছে, সে অনুযায়ী কার্যক্রম করা হচ্ছে না 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
পারভেজ ভাই,
অনেক আগে একটি কবিতা পড়েছিলাম। দারুণ লেগেছিল-
অবশ্য এরকম করা খুব কঠিন কাজ!
সবার পক্ষে সম্ভব না... 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
"অবশ্য এরকম করা খুব কঠিন কাজ!"
আমার মনে হয়, কঠিনের চেয়ে বড় কথা, এটা অপ্রয়োজনিয় কাজ।
ভুলতে কেন যাবো?
মনে রেখেও যখন সব কিছু করা সম্ভব স্বাভাবিক ভাবে?
তাছাড়া সুখস্মৃতিও তো কম থাকে না।
ভুলে গেলে, সেগুলোকেও তো ভুলে যেতে হয়।
তাই না?
সেটা কি ঠিক হবে?
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
সবকিছু চিন্তা করে মনে হচ্ছে সেটা ঠিক হবে না! 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😀 😀 😀
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
তোমার উদ্ধৃত কবিতাটাও বেশ উপভোগ করলাম, জুনায়েদ!
ছবি চাইরখান, ক্যাপশন মিলাইলাম তিনখান, আরেকটা কই? 😕
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
তাই তো?
পুরাই দেখি ধরা খায়া গেলাম এখন?
কি করি?
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
আরেকটা কবিতা 😀
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
আমি কি আর "ইচ্ছা-কবি",
যে চাইলেই দু'ছত্র কবিতা লিখে ফেলবো?
স্বভাব-কবিও নই যে
চারপাশে ছড়িয়ে ছিটিয়া থাকা
রাশি রাশি বিষয় নিয়ে
মুখে মুখেই ফুটাবো কথামালার খৈ,
অথবা কাব্য কিংবা গান...
আমি হলাম হঠাত হঠাত কাব্যাক্রান্ত এক
উদ্ভট মানুষ বিশেষ -
যার মাথার ভিতর অকস্মাৎ
দুচার পংক্তি বেজে ওঠে নিজে নিজে,
আর কেবলমাত্র তখনই
সম্ভব হয় তা ধরে রাখার।
নইলে আবার তা হারিয়ে যায়
বিস্মৃতির অতলে.........
[বুঝাতে কি পারলাম, কি বিপদে আছি?]
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
:thumbup:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
😀 😀 😀 😀 😀
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
:boss: :boss: :boss:
সহজ না পারভেজ ভাই, সহজ না। নিজেকেই নিজের লেখার বিষয়বস্তু করে নেয়া।
মুগ্ধ।
হ্যাঁ, ভেবেচিন্তে লিখা আসলেই সহজ না।
তবে হঠাৎ এসে গেলে কিন্তু তেমন কঠিনও না।
এটা হঠাৎ করেই এসে পড়া একখানা প্রযোজনা।
ঘটনাক্রমটা এইরকম :
১) গতকাল সকালে ল্যাপটপে বসলাম, দেখি কারেন্ট নাই। তারমানে নেট পাবো না। খোঁজ নিয়ে জানলাম, অর্ধবেলার বিদ্যুৎ বিরতি।
২) হাতে কিছু করার নাই দেখে ভাবলাম, ভাবতে বসি। নিরোপদ্রব ভাবনা। গতকাল একটা ব্যাপার নিয়ে ভাবছিলাম, ঘুমাতে যাবার আগে। সেটা নিয়েই ভাবি আরেকটু।
৩) আগের রাতে আলাপচারিতার এক পর্যায়ে একজন বলছিলেন, কিভাবে তিনি তাঁর প্রেমাষ্পদের বিভিন্ন ঘটনা জানছিলেন আর তাঁর উপর থেকে ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলছিলেন।
শেষটায় বললেন, "এখন তো ওর উপর থেকে একদমই মন উঠে গেছে।"
আমি ভাবা শুরু করলাম, "এই মন উঠে যাওয়া জিনিষটার আসল স্বরূপ কি?" - কিন্তু তারপর ঘুমিয়ে গেলাম।
৪) সকালে করার কিছু নাই দেখে ঐ বিষয়টা নিয়েই ভাবতে বসলাম (একাকি ব্রেইন স্টর্মিং আর কি)।
আরও কিছু কিছু ঐ রকম "মন উঠে যাওয়া" কেইস মনে করার চেষ্টা করলাম।
৫) একপর্যায়ে নিজের কথা মনে হলো। "তাই তো আমার মন কি উঠে গেছে কারো উপর থেকে? কিভাবে ঘটলো তা?" অথবা "অন্য কারো মন কি উঠে গেছে আমার উপর থেকে? সেটাই বা ঘটলো কি ভাবে?"
৬) শেষ প্রশ্নটা মাথায় আসতেই মনের পর্দায় ভেসে উটলো দুএকখানা মুখ। আর কি অবাক কান্ড, আমি আবিষ্কার করলাম, ওঁদের ঐসব মন যে উঠে যাওয়ার কথাগুলা জানলেও, কেন বা কিভাবে তা উঠেছিল - আজো জানা হয় নাই আমার। আর তাই রয়ে গেছে এক ধরনের অপূর্ন্যতা।
৭) হঠাৎ বুঝলাম, তাদের সাথে হওয়া এই অপুর্ন্যতার কথা ভেবে কিছু একটা পরিবর্তন ঘটছে আমার এক্সপ্রেশনে। ভাবলাম, ছবি তুলে রাখি না কেন এটার?
৮) যেই ভাবা সেই কাজ। তুললাম কিছু সেলফি।
৯) এরপরেই ছবিগুলো ল্যাপটপে নেবার সময় তা দেখে মাথায় খেলা করা শুরু হলো এই পংক্তিগুলো। তারপর বাকিটা তো জানোই...
আসলে পুরো ব্যাপারটাই এভাবে নিজে থেকে, স্বয়ংক্রীয়ভাবে না ঘটলে, কিছুই করা হত না।
আর যথাসময়ে বিদ্যুৎ থাকলে তো কোন কিছু ভাবনা আসারই ফুরসৎ পেতো না।
শুধু দাগ না, বিদ্যুৎ না থাকা থেকেও দারুন কিছু হতে পারে। 😀 😀 😀
পুনশ্চ: "মন উঠে যাওয়া" নিয়ে করা ব্রেন স্টর্মিং টা হতে পারে কোন এক ভবিষ্যৎ ব্লগের প্রতিপাদ্য। দেখি, মিনিংফুল কিছু দাড় করাতে পারি কি না? যদি দাঁড়ায়, পোস্ট করে দেবো তখন.........
😛 😛 😛 😛 😛
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
আহা ভবিতা। বেশ হয়েছে।
প্রকাশ্যে ধুমপানের জন্য ৫০ টাকা জরিমানা হতে পারে :frontroll:
পুরাদস্তুর বাঙ্গাল
প্রকাশ্যে কোথায়?
এতো ঘরের ভিতরে...
😀 😀 😀 😀 😀
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ছবিটা তো হিডেন নয়, পারভেজ ভাই 😉
পুরাদস্তুর বাঙ্গাল
কবিতায় প্রকাশিত ভাবনাগুলো একান্ত নিজস্ব হলেও এর মধ্যে সার্বজনীন আবেদন আছে। সেলফি সংযোজনের ধারণাটাও চমকপ্রদ। সব মিলে ছবিতা খুব ভালো লাগলো।