ইচ্ছা

ইচ্ছে করে একটুখানি আকাশ ছুঁয়ে দেখি,
ইচ্ছে হলেই ঐ অধরে ঠোঁট ডুবিয়ে রাখি।
ইচ্ছে করে তোমার সাথে সুর মিলিয়ে গাই,
ইচ্ছে হলেই জীবনের আরো অর্থ খুঁজে পাই।

ইচ্ছে হলেই তোমার হাতে রাখি আমার হাত,
ইচ্ছে করে এমনি করেই কাটাই দিন-রাত।
ইচ্ছে হলেই কানের কাছে মুখটা নিয়ে বলি,
“এই ভাবেই ইচ্ছেডানায় চল ভেসে চলি”।

ইচ্ছেডানায় ওড়ার যখন চলছে আয়োজন,
হঠাৎ তবে নোঙ্গর ফেলার কি আর প্রয়োজন?

১,৪২৬ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “ইচ্ছা”

  1. মোস্তফা (১৯৮০-১৯৮৬)

    বাহ, বেশ লাগলো! অন্তঃমিলগুলো চমৎকার ও নিখুঁত। তবে 'দেখি' আর 'রাখি'-র মিলটা একটু দুর্বল।

    এখানে দেখি অনেকেই ছন্দ মিলিয়ে কবিতা লিখতে চান। খুবই আশার কথা। ভাবছি, ছন্দের ব্যাপারটা নিয়ে আরেকদিন কথা পাড়ব।


    দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    বাহ! মাথা দুলিয়ে পড়ার মতন একটি কবিতা! 😀
    কয়েকটি টাইপো চোখে পড়ল-
    ঢুবে>ডুবে
    ঠোট>ঠোঁট
    খোজ>খোঁজ

    পারভেজ ভাই,
    পাঁচ নম্বর লাইনে ''রাখি এই হাত'' এর বদলে ''রাখি আমার হাত'' হলে কেমন হয়?
    আর ষষ্ঠ লাইন ''ইচ্ছে করে এমনি করেই কাটাই দিন-রাত'?
    (আশা করি এভাবে বলার জন্য কিছু মনে করবেন না... O:-) )


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
    • পারভেজ (৭৮-৮৪)

      দেখি মাহবুব, কেউ সুরারোপ বা সঙ্গিতায়োজনে নিজ থেকে এগিয়ে আসে কিনা... 🙂 🙂
      আমি তো বেসিকালি বেশ ইচ্ছা ড্রিভেন, ইচ্ছা হলে তা পুরন করতে যেদিক খুশি এগিয়ে যাই।
      তাই হয়তো সুমনের গান দিয়ে অবচেতনেই প্রভাবিত হয়েছিলাম...

      মিলটা দেখিয়েছো দেখে ভাল লাগলো।
      ও হ্যাঁ, ভাইবারে আসতেছো কবে???


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।