সিসিবির ইন্টার কন্টিনেন্টাল আড্ডার প্রি এনাউন্সমেন্ট + ফ্রী কবিতা

এইটা মূল এনাউন্সমেন্ট না।
তাই এটাকে প্রি-এনাউন্সমেন্ট নাম দিলাম।
এরকম একটা অনুষ্ঠানের হোস্ট হতে CCCL-এর সক্ষমতা ও ইচ্ছার ব্যাপারে খোঁজ নিলাম।
বুঝলাম, ওরা এতে আপত্তির কিছু দেখছে না।
আজ রাতে বাকি ফর্মালিটিটা শেষ করা সম্ভব হলো না।
তাছাড়া সিসিবির দীর্ঘ্যদিনের অভিভাবক লাভলু ভাই-এর সম্মতিও এখনও নেয়া হয় নি।
ওগুলোর পর, চুড়ান্ত ঘোষণা দেবো।
আর তা খুবই শীঘ্রই।

আপাততঃ আমি যেভাবে ভাবছি, সেটা বলে রাখি।
১) আমি ১৩ই জুন শনিবার বাংলাদেশ সময় ন’টার মধ্যে সিসিসিএল-এ পৌছে যাবো।
২) সব রেডি করে সাড়ে ন’টার মধ্যে অনলাইন হয়ে যেতে পারবো বলে আশা করছি।
৩) স্কাইপিতে যারা অংশ নেবেন, তাঁরা সাড়ে নটার মধ্যে সংযুক্ত হয়ে যাবেন।
৪) যারা ফিজিকালই বা ভার্চুয়ালি অংশ নেবেন, সবাই কে প্রথম সুযোগে তিন থেকে পাঁচ মিনিটের একটা পারফর্মেন্স করতে হবে। এটা হতে পারে গান, যন্ত্রসঙ্গিত, কবিতা আবৃত্তি, কবিতা বা গদ্য পাঠ। সিসিবিতে দেয়া যেকোন লিখা অগ্রগন্য।
৫) উপস্থিত সবার একবার করে অংশগ্রহন করা শেষ হলে যদি আরও সময় থাকে, তাহলে শ্রোতাদের অনুরোধে দ্বিতীয় রাউন্ড পারফর্মেন্স চলবে যতক্ষন পর্যন্ত তা চালানো সম্ভব হয়।
৬) ফিজিকালি উপস্থিতগণ লাঞ্চ করতে চাইলে নিজ দায়ত্বে ডাইনিং-এ লাঞ্চ সরবরাহের কথা বলে দেবেন বলে আশা করছি। আমাকে জানালে আমিও বলে দিতে রাজি আছি।
৭) কেউ পার্টিসিপেট করতে না চাইলে কোন জোরাজুরি নাই। সাইলেন্ট অবজার্ভার হিসাবেও অংশ নেয়া যাবে। সিসিবির সাথে থাকা বাধ্যতা মূলক না। আর ইন্টারএক্ট তো করাই যাবে।

আমি ল্যাপটপ ও একসেট স্পিকার নিয়ে যাবো। অন্য কেউ ল্যাপটপ বা প্রোজেক্টর বা আরও উন্নত সাউন্ড সিস্টেম নিতে চাইলে মোস্ট ওয়েলকাম……
আমার স্কাইপি আইডি খোলার পরে জানাচ্ছি। আপাততঃ এই হলো প্রাথমিক পরিকল্পনা।
যারা যারা ফিজিকালি বা ভার্চুয়ালি অংশ নিতে চান, আগের থেকে জানালে ভাল হয়।
এছাড়াও অন্য কোন ভাবনা, পরিকল্পনা, উপদেশ, আদেশ, নিষেধ ইত্যাদি যাবতিয় বাতচিত এখানে কমেন্টাকারে করার জন্য সনির্বন্ধ অনুরোধ করছি…

আর একটা কথা, কেউ যদি নাও আসেন, আড্ডা কিন্তু চলবে –

কারন আমাদের গুরু বলে গেছেন: “যদি কেউ ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে………”

===================================

এই ঘোষনাটা যেহেতু ফাইনাল না, এই ব্লগে ঢোকাটা তাই কনক্লুসিভ নয়। এই জন্য মন খারাপ করার কিছু নাই।
শ্রম পুষিয়ে দিতে একটা কবিতা দিচ্ছি। রোমান্টিক কবিতা। নাম:

আরেক প্রস্থ কাল্পনিক কথোপকথন

– সিগারেটটা ছাড়লে না তাহলে?
– আর ছাড়া হলো কৈ?
– নখগুলোও তো সাঁজিয়েছো দারুন?
– সেটাও চোখে পড়েছে বুঝি?
– নতুন চশমা নিয়েছো বুঝই? এখনো অভ্যস্ত হতে পারো নাই?
– একটু তো সময় লাগবে। তবে পড়বার সময় ঠিক ঠিকই পরে নেই কিন্তু!
– হ্যাঁ তাই তো দেখলাম। টেক্সট পেয়ে কেমন চোখে আঁটছিলে চশমাটা।
রিডিং গ্লাস বুঝি? কি আর এমন বয়স হলো, বলো?
অথচ, এই বয়সেই চালশেতে পেয়ে গেল তোমাকে?
– সবই তো তোমার দান, তাই না?
সেলফোনে সাত শো পাতা লিখালিখি, পড়াপড়ি –
কে করেছিল আমার সাথে?
মাত্র আড়াইটা মাসে চোখে উপর এতটা ধকল সইবে কেন, বল?
– সে ও তো ঠিক।
কালো ঐ ফ্রেমে কিন্তু দারুন মানিয়েছে তোমাকে, জানো?
– সে তো সবাই বলে। তুমি না হয় নতুন কিছু বলো।

– নভেম্বরেই না বিদায় জানানোর কথা ছিল সিগারেটকে,
জানালে না যে? কি হয়েছিল সেটার?
– ছেড়ে তো ছিলামই, কিন্তু বদলে গেল যে অন্য অনেক কিছু?
যার জন্য সেই ছাড়াছাড়ি, সেই তো ছেড়ে গেল আমায়।
কি হবে আর সিগারেট ছেড়ে, বলো?
– থাক ওসব দুঃখ-গাঁথা, বরং বলো,
কেমন চলছে, তোমার নতুন পাঠশালা?
– প্রথম প্রথম যেমন চলে তেমনই,
তবে দাঁড়িয়ে যাবে এক্কেবার, দেখে নিও।
– আমিও জানি, দাঁড়িয়ে যাবে-
যা একাগ্র আর পরিশ্রমি,
না দাঁড়িয়ে যাবে কোথায়?

– আজ কার সাথে দেখলাম যেন, নতুন বন্ধু বুঝি?
– হ্যাঁ নতুনই। খুব নতুন না। চেনা জানা, তবে
বন্ধু হিসাবে নতুনই বটে।
– ভাল লাগলো। তোমাদের ঐ আলাপ মুখর ছবিটি
মনের মধ্যে গেঁথে রাখলাম যত্ন করে।
কিন্তু কি জানো, কেমন একটা ভয়ও জাগে……
– সেকি কিসের ভয় আবার?
– না তেমন কিছু না। শুনেছি,
ওরও তোমার মত আত্মধ্বংসি
কিসব নাকি বাতিক আছে?
একটু আধটু ভাবনা এসে দাড়ায়ই তো………

– হা হা হা
এখনও এত্তো এত্তো ভাবো আমায় নিয়ে?
কোথাও নও এক চিলতেও,
এসবও তো মিথ্যে বুলি
তারপরেও ভেবে ভেবে হচ্ছো সারা?
তোমায় নিয়ে আর পারি না
আর পারি না……

৬,৪০৩ বার দেখা হয়েছে

৪৩ টি মন্তব্য : “সিসিবির ইন্টার কন্টিনেন্টাল আড্ডার প্রি এনাউন্সমেন্ট + ফ্রী কবিতা”

  1. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    প্রবলেম তো নেই কোথাও, ভাইয়া। নো ফ্রি লান্চের দেশে থাকি আমরা। আড্ডার ঘোষণার সাথে ততোধিক ফাটাফাটি লেখা দিয়েছো তুমি, তাই বলছি, আড্ডার ঘোষণার চাইতে তোমার ফ্রি কবিতাখানা আরো জোস লাগলো, ভাইয়া! কী চমৎকার লিখেছো তুমি।

    জবাব দিন
  2. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    আড্ডার প্রস্তাবনা পছন্দ হয়েছে, ভাইয়া। কারা কারা আড্ডায় আসছেন তারা যেন এখানে জানিয়ে দেন। সেই সাথে কে কি করছেন জানতে পারলে ভাল লাগবে। ক্যাডেটদের নিয়ে প্রোগ্রাম করা সহজ কথা নয় আগেই বলে রাখছি।

    জবাব দিন
    • পারভেজ (৭৮-৮৪)

      ভাল প্রস্তাব। ঐ "কে কি করছেন জানতে পারলে ভাল লাগবে"-টা।
      আমারটা বলে দেই।
      প্রথম রাউন্ডে একটা আবৃত্তি করবো।
      আর দ্বিতীয় রাউন্ডে যদি সুযোগ হয়, গান গাইবো।
      তুমি কি করবা, বলে ফেলো।
      লাইভ পিয়ানো না শুনালে কিন্তু ছাড়ছি না...

      "ক্যাডেটদের নিয়ে প্রোগ্রাম করা সহজ কথা নয়" - সেটা জানি বলেই তো কবিগুরুর বানীটা আগেই শুনিয়ে রাখলাম...


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন
  3. পারভেজ (৭৮-৮৪)

    আর একটা কথা, হ্যাং আউট থেকে নাকি ইউটিউবে লাইভ স্ট্রিমিং করা যায়।
    আইটির কেউ একজন যদি এটা করার ব্যাপারে হেল্প করে, তাহলে আমরা আড্ডাটা ওয়েবকাস্টও করতে পারবো।

    সেইক্ষেত্রে স্কাইপির বদলে বোধহয় হ্যাং আউট ইউজ করতে হবে সবাইকে।

    এখনও কয়েক দিন আছে। নিজে নিজে হ্যাং আউটটা একটু ঝালাই করে নিলে মন্দ হয় না...
    তা ছাড়া স্কাইপির ব্যাক আপ হিসাবে ওটা থাকলো......


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
    • রকিব (০১-০৭)

      পারভেজ ভাই সম্ভবত Hangout on Air এর কথা বলতেছেন। এইটার আইডিয়াটা বোধহয় খারাপ না। :gulli2: :gulli2:

      শনিবার বাংলাদেশের সকাল নটা মানে আমার এদিকে সম্ভবত রাত ১১টা। উপস্থিত থাকতে পারবো আশা রাখি।


      আমি তবু বলি:
      এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

      জবাব দিন
      • পারভেজ (৭৮-৮৪)

        হ্যাঁ রকিব ঠিক বলেছো।
        এই জিনিষটার কথাই বলছিলাম...
        গতরাতেই খুললাম কিন্তু ঘাটাঘাটিতে অনীহা। কেউ একজন দায়িত্বটা নিলে যার-পর-নাই প্রীত হতাম......
        "উপস্থিত থাকতে পারবো আশা রাখি" - অবশ্যই থাকবা। তোমাদের কথা ভেবেই তো শুক্রবার না করে শনিবার সকালে করছি।
        তোমরাই যদি না থাকো, ক্যামনে হবে???


        Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

        জবাব দিন
    • পারভেজ (৭৮-৮৪)

      ১) ওয়েবকাস্টের চিন্তাতো ঐজন্যই মাথায় রাখছি।
      যেখানেই থাকো, দেখা যেন যায়।
      আর ভার্চুয়াল পার্টিসিপেশন পসিবল সুতরাং শহরে থাকা না থাকায় কিছু আসে যায় না যতক্ষন হাতের কাছে নেট থাকছে।

      ২) "আশা করছি, অনুষ্ঠানের একটা দুর্দান্ত আপডেট পাবো" - একটা রিপোর্টিং লিখার জন্যই তো অনুষ্ঠান। অনুষ্ঠানের রিপোর্টিং না এটা।
      আর ভিডিও মিডিও দিয়ে একটা ভিডিও ব্লগ নামানোর ধান্দা মাথায় আছে কিন্তু। একান্তই যদি না হয় অন্তত পক্ষে একটা অডিও ব্লগ তো নামাতেই হবে........


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন
  4. পারভেজ (৭৮-৮৪)

    আড্ডা আপডেট
    ==========
    লাবলু ভাই কে যখন পেলাম, উনি কেবল নেমেছেন প্লেন থেকে। তাই কথা হয় নাই। আজ বলবো।
    এছাড়া বাদবাকি সব প্রস্তুতি সম্পন্ন।
    ক্লাবের দোতালার কনফারেন্স রুমটা ব্যবহার করতে বলেছেন।
    থ্যাঙ্কস টু ইমরোজ ভাই।

    আনইন্টারেপ্টেড ওয়াইফাই এভেলেবিলিটির আশ্বাস পাওয়া গেছে।
    এই জন্য থ্যাংকস টু AAmra-র মাসুমকে।

    প্রোজেক্টর এখনও নিশ্চিত না।

    আমার স্কাইপি আইডি হলো: kazi.pervez
    অংশগ্রহন্নেচ্ছুগনকে স্বত্বর এড করার জন্য তাগাদা দিচ্ছি।
    ব্যাক আপ হলো হ্যাং আউট।
    সেটার জন্য প্রযোজ্য ই-মেইল আইডি হলো: pervez840@gmail.com

    হ্যাপি আড্ডা!!!
    :awesome: :party: :duel: :guitar: :teacup:

    (বাই দ্যা ওয়ে, লাঞ্চ করতে চাইলে, একটু আগে জানিয়ে দিতে হবে। সাধারনতঃ ২০ জনের লাঞ্চ তৈরী হয়। সেটা দিয়ে হঠাৎ আসা ২-৩ জনকে সামলানো সম্ভব কিন্তু ৮-১০ জনের জন্য হলে সমস্যাই। বৃহঃস্পতি বারের মধ্যে জানালেই চলবে...)


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
    • পারভেজ (৭৮-৮৪)

      শনিবার সকালটা যে এখাকার অনেকের জন্য সমস্যা করতে পারে, সেটা ভেবেছিলাম কিন্তু প্রথমবার বলে কথা।
      প্রবাসিদের প্রায়োরিটি দেয়াটা কাইন্ড অব কর্তব্য হয়ে গেছিলো।
      কথা দিচ্ছি, ভবিষ্যতের আড্ডার সময় নির্ধারনের আগে অবশ্যই আপনাকে কনসাল্ট করে নেবো।


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন
  5. খায়রুল আহসান (৬৭-৭৩)

    "কেউ পার্টিসিপেট করতে না চাইলে কোন জোরাজুরি নাই। সাইলেন্ট অবজার্ভার হিসাবেও অংশ নেয়া যাবে" - এই চমৎকার শর্তে উপস্থিত থাকতে উৎসাহিত বোধ করছি। থাকবোও ইন শা আল্লাহ! তোমার উচ্ছ্বাস উদ্দীপনার প্রশংসা না করে পারছিনা পারভেজ।
    কাল্পনিক কথোপকথনটা খুব ভালো লাগলো।

    জবাব দিন
    • পারভেজ (৭৮-৮৪)

      খায়রুল আহসান ভাই সুস্বাগতম। অবশ্যই আসবেন।
      আশা করছি একটা জমজমাট আড্ডা দেবার...

      কাল্পনিক কথোপকথনটা নিয়ে খুব টেনশনে ছিলাম, কেমন না কেমন হয়, তাই ভেবে!!
      ভালো লেগেছে জেনে বড়ই রিলিভড বোধ করছি।
      আরো কিছু কথোপকথন লিখেছি।
      শীঘ্রই ওগুলো নিয়ে আরেক প্রস্থ জ্বালাতে আসছি......


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন
  6. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    পারভেজ ভাইয়া, আমেরিকাতে ডিনার উইথ স্ট্রেনজারস নামের একটি ব্যাপার আছে, জানো। এটি একটি ফান প্রোগ্রাম। ইউনিভার্সিটিগুলো অথবা বাইরের যে কেউ এটির আয়োজন করতে পারেন। তোমার উদ্দীপনা দেখে ডিনার উইথ স্ট্রেনজারসের কথা মনে পড়ে গেল।

    জবাব দিন
    • পারভেজ (৭৮-৮৪)

      "ডিনার উইথ স্ট্রেনজারস"-এর ব্যাপারটা জানা ছিল না।
      শুনে মজা পেলাম।
      আসলেই তো শনিবারে যা হতে যাচ্ছে তার বেশির ভাগই ফিজিকালি ডিনার উইথ স্ট্রেনজারস-ই...


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন
      • সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

        🙂 🙂 🙂 🙂

        ডিনার উইথ স্ট্রেনজারস ব্যাপারটা বরাবর আমার কাছে একসাইটিং মনে হয়। সতি্যকারের আগুন্তকদের সাথে গল্প অনেক ফমর্াল হয়। শনিবারের আড্ডার আমরা যদিত্ত আমাদের লেখা, ভাবনা, অথবা আইডিওলজির সাথে পরষ্পরের সাথে পরিচিত কিন্তু মুখোমুখি দেখা হয়নি। আমাদের ব্যাকগ্রাউন্ড এক বলে আড্ডা জমাটি হতে পারে। দেখা যাক কতজন সিসিবিয়ান আসেন!

        জবাব দিন
        • পারভেজ (৭৮-৮৪)

          শুধু ব্যাকগ্রাউন্ডই না, এখানকার ইন্টার একশনের কারনে মনের দিক থেকেও আমাদের অনেক ঘনিষ্টতা হয়ে গেছে।
          শুধু সামনা সামনি পরিচয়টা বাকি কারো কারো সাথে।
          সেটা হলেই এক্কেবারে সোনায় সোহাগা.........
          🙂 🙂 🙂 (সম্পাদিত)


          Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

          জবাব দিন
          • সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

            সত্যি তাই, ভাইয়া। তোমাদের কারো সাথে দেখা হয়নি ঠিকই কিন্তু সিসিবির সবাইকে বড় আপন মনে হয় আমার। দুঃখ কেবল একটাই ভাইয়া, তোমরা সবাই একসাথে খাবে ক্লাবে, আমার ডিনারটাই কেবল একা খেতে হবে এই যা! 🙁

            জবাব দিন
            • পারভেজ (৭৮-৮৪)

              "তোমরা সবাই একসাথে খাবে ক্লাবে, আমার ডিনারটাই কেবল একা খেতে হবে এই যা"

              এককাজ করি, মেনু আর রেসিপি পাঠিয়ে দেই। তুমি তা বানিয়ে রেখো। আমরা যখন খেতে বসবো, তুমিও বসে যাবে এককাতারে।
              দেখা যখন যাবেই, আর খাচ্ছিও একই মেনু - তাহলে একা খাওয়ার প্রশ্ন কি আর থাকবে, বলো?
              😀 😀 😀 😀 😀


              Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

              জবাব দিন
  7. খায়রুল আহসান (৬৭-৭৩)

    "ডিনার উইথ স্ট্রেনজারস" - ব্যাপারটা ভাবতেই খুব ভালো লাগে।
    প্রিয় খাদ্য ফেলো ভোজনরসিকদের সাথে বসে শেয়ার করা, সেই সাথে প্রিয় বিষয়াদি নিয়ে আলাপ সালাপ করা, সাথে হয়তো কিছুটা সফট মিউজিকও...
    ইত্যাকার ভাবনাগুলোই বেশ রিল্যাক্সিং।

    জবাব দিন
  8. মোকাব্বির (৯৮-০৪)

    পারভেজ ভাই, ঝুলিতে উপস্থাপন করার কিছু নাই, কিন্তু যদি আমার নামে +১ লাঞ্চ ধরে নিতেন তবে নীরব দর্শক হিসেবে উপভোগ করতে আসতাম। মাঝেসাঝে কিছু ছবি তুলতাম = একটি ছবি ব্লগের উছিলা! 😛


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  9. আহসান আকাশ (৯৬-০২)

    সিসিবির যেকোন আয়োজন/গেট টুগেদারে হাজির হবার যথাসাধ্য চেষ্টা করি সবসময় কিন্তু এবার আর কোন ভাবেই সম্ভব হচ্ছে না, ভার্চুয়ালি থাকতে পারি কি না সেটা নিয়েও সন্দেহ আছে 🙁

    জন্ম বেড়ে ওঠা সব ঢাকাতে হলেও এতদিন ঢাকার বাইরে থেকে এখন ঢাকায় গেলে হাসফাস লাগে, শুধু এ ধরনের আয়োজনের সময় ঢাকাকে মিস করি।

    আশা করি আয়োজন দারুন ভাবে সফল হবে, শুভ কামনা। এক ঝাক আয়োজন পরবর্তী ব্লগের অপেক্ষায় থাকলাম।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  10. পারভেজ (৭৮-৮৪)

    শনিবার সকালের সব প্রস্তুতি সম্পন্ন।
    সকাল সাড়ে নটায় দোতালার মাল্টিমিডিয়া রুম বা কনফারেন্স রুমটা রেডি থাকবে।
    এখনও সাবিনা, মাশরুফ এবং রকিবের স্কাইপি আইডি থেকে কোন এড রিকোয়েস্ট পাই নাই।
    প্লিজ বি ফাস্ট...
    বাকি অল সেট......
    হোপ টু সি ইউ অল। বাই আনটিল দেন...


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।