আরও দুটি কবিতা

এক
যেকোন দর্শন-সুখে অনুভবি তোমার সঙ্গ
তুমিই আমার সঙ্গি, তুমি অন্তরঙ্গ।
তুমি আমার লাটাই তুমি আমার ঘুড়ি
তোমায় নিয়ে অনুক্ষন আকাশেতে উড়ি।

যেকোন বিরহ-ক্ষনে তোমায় পাশে চাই
তুমিই আমার আশ্রয়, তুমিই আমার ঠাই।
তুমি আমার ঘর তুমি আমার বাড়ি
শেষ পর্যন্ত তাই তোমার কাছেই ফিরি।

যেকোন মৈথুনেই ভেসে ওঠে তোমার মুখ
তুমিই আমার অসুখ, তুমিই আমার সুখ
তুমি আমার ওষুধ তুমি আমার পথ্য
নিদ্রাহীন রাতে তাই খুজি তোমায় নিত্য।

দুই
যতটা পুজা পেয়েছো আমার,
দেবী হলে-
অনেক আগেই সিদ্ধিলাভ হয়ে যেত তোমার।

তুমি তো নও কোন দেবী
কিংবা অন্তর্যামি,
তাই, আমার এই পুজার
তুমি বুঝবেটা কি?

তোমার এই প্রত্যাখান তাই
মাথা পেতে নিলাম।

৮০৬ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “আরও দুটি কবিতা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।