একটি গান লিখার প্রচেষ্টা…

লিখতে বসেছিলাম একখানা পদ্য। লিখার পর মনে হলো, এটা কি পদ্য হলো নাকি গান?
সঙ্গিতে দখল-সম্পন্ন ভাই ও বোনেরা, দেখুন তো এটা গানের শর্ত পুরন করে কিনা?

ইচ্ছে ছিল,
একদিন তোমার সাথে সাগর দেখতে যাবার।
ইচ্ছে ছিল,
একদিন সৈকতে বসে সাগরের ঢেউ গুনবার।
ইচ্ছে ছিল,
একদিন ভেজা নোনাবালুতে পা ঢুবিয়ে হাটবার।
ইচ্ছে ছিল,
একদিন ঢেউ-এর চুড়ায় জ্যোৎস্নার ভাঙ্গন দেখবার।

একজন চলে যায়, ইচ্ছেগুলো পায়ে দলে,
একজন হারিয়ে যায়, স্মৃতিগুলো পিছু ফেলে,
অন্যজন রয়ে যায়, ইচ্ছেগুলো বুকে নিয়ে
অন্যজন থেকে যায়, স্মৃতিগুলো বয়ে বয়ে,
মানুষ চলে যায়, স্মৃতিগুলো ফিরে আসে সুখে
মানুষ ছেড়ে যায়, ইচ্ছেগুলো জেগে থাকে বুকে

চলেই যদি যাবার ছিল,
স্মৃতি কেন রেখে গেলে পিছে?
ছেড়েই যদি যাবার ছিল,
ইচ্ছে কেন রইল পড়ে মিছে?
মানুষ চলে যায়, স্মৃতিগুলো ফিরে আসে সুখে,
মানুষ ছেড়ে যায়, ইচ্ছেগুলো জেগে থাকে বুকে।

১,৮৭৮ বার দেখা হয়েছে

১৫ টি মন্তব্য : “একটি গান লিখার প্রচেষ্টা…”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    বেশ অনেকদিন পর জুত করে সিসিবির জন্যে বসতে পারলাম।
    আপনার লেখাটি সত্যি পদ্যের চেয়ে সুরের জন্যেই উপযোগী হয়েছে বেশি।
    সুরারোপ নিয়ে আমার একেবারেই কোন ধারণা নেই -- সেই অজ্ঞতা নিয়েই বলছি।
    আমার মনে হয় যিনি এতে সুর বসাবেন তাঁকে বক্তব্য অক্ষত রেখে লেখার দৈর্ঘ্য কিছুটা কমাতে হবে।
    সুরের সুবিধার জন্যে কিছু কিছু শব্দও হয়তো সম্পাদনা করতে হবে।
    আমার মতে -- এটা যেমন বেশ সেমি-ক্লাসিকাল ধরণের গান হতে পারে, তেমনি রীতিমতো ব্যান্ড সঙ্গীতের মত মডার্ন গানও হতে পারে

    জবাব দিন
    • পারভেজ (৭৮-৮৪)

      আমার "কী-বোর্ড আঁকিবুঁকি"-র জন্য এতটা চিন্তা ভাবনা করে এতটা সময় নিয়ে কেউ কিছু লিখছে দেখলে বড়ই সংকুচিত হই।
      মনেহয়, "ইস কি বিপদেই না ফেললাম......"
      শরমিন্দা! শরমিন্দা!! - লাগে...
      তবে এইরকম মন্তব্য একবার পড়ে আস মেটে না।
      বারবার পড়তে ইচ্ছা হয়।

      সাবিনা আপুর মত জানতে ইচ্ছা হয় -
      "নূপুর, ক্যামনে পারো???"


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন
    • পারভেজ (৭৮-৮৪)

      "পারভেজ ভাই কিন্তু চমৎকার গানও করেন"
      এইটা একদমই ঠিক না।
      একজন পছন্দের মানুষের অনুপ্রেরনায় জীবনে প্রথম দু'চারটে গান গাইবার চেষ্টা করেছি মাত্র। এইখান থেকে "চমৎকার গান" করা মানুষ হবার পথ যে কতটা দুরের, কতটা কঠিন, সেইটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি...


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন
      • সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

        গাইতে গাইতে গায়ক তো, ভাইয়া! একদিন সত্যি কিন্তু অডিও ব্লগ চাই। আকাশ আর আপনার কারণে আমার অডিও ব্লগ শুরু করি। আশা করি এবার আপনিও আমার সাথে যোগ দিবেন। আমাদের কবিতা যে রিসাইট করেছিলেন ভাইয়া, সে গুলোও ব্লগে চাই আপনার। দাবী দাওয়ার শেষ নাই আমার!

        জবাব দিন
  2. মামুন (১৯৮৪-১৯৮৪)

    প্রতিটি মুক্ত শব্দই এক একটি কবিতা। আর প্রতিটি কবিতাই সুরকে গায়ে মেখে গানে পরিণত হয়।
    আপনার ছান্দসিক কবিতাটি ভালো লাগল ভাইয়া। 🙂 🙂


    নিজের মনের আনন্দে লিখালিখি করি।

    জবাব দিন
  3. ওমর আনোয়ার প্রিন্স (৮২-৮৮)

    প্লিজ, কেউ একজন সুর করে গেয়ে ফেলো, তারপর আমাদের শোনাও। সিসিবিতে সুরকার ও কন্ঠশিল্পীর কোনো আকাল আছে বলে য়ামি বিশ্বাস করি না...।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।