প্রেমের প্রথম পাঠ

যতই বলো ডাকবে না
যতই বলো থাকবে না
যতই বলো আসবে না
কাছে,

আড়কাঠিটা নামিয়ে নিয়ে
পর্দাগুলো সরিয়া দিয়ে
যদি আমি যাই বেরিয়ে
পাছে?

চোখ রেখেছো দরজায়
চোখ রেখেছো আলনায়
মন কি তোমার বিছানায়
আছে?

সংশয় ঘুচিয়ে দিয়ে
সংকোচ মুছিয়ে নিয়ে
এইতো এলে এগিয়ে
কাছে।

১,১৫২ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “প্রেমের প্রথম পাঠ”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।