(বহুদিন পরে আবার লিখতে বসলাম।লিখা বললে ভুল হবে বলা চলে স্মৃতিচারণ।)
ঘটনা ১ :
বাথরুমে আমার এক ব্যাচমেট দাঁড়িয়ে জলবিয়োগ করছিলো।সে দেখতে আবার বিশাল(প্রায় ৬’-২”)।এই সময়ে এক জুনিয়রও তার কাজে পাশে এসে শুরু করে দিলো।হঠাৎ কি মনে করে সেই জুনিয়র পাশে দাঁড়ানো আমার সেই বন্ধুকে বলে বসলো
“কাইন্ডলি ……. ভাই উকি দিয়েন না”
(সেই বন্ধু আজও বলে যে সে নাকি কোনো দিকে তাকায় নাই।জুনিয়র এম্নিতেই ভয় পেয়ে গিয়েছিলো)
ঘটনা ২:
এই শিক্ষককে নিয়ে আমার ব্যাচমেট জিহাদ আগেও একটা পোস্টে বলেছিলো।আজ তার অন্য এক কাহিনি।
একবার আমরা সবাই ফ্রেঞ্চকাট নিয়ে বেশ আগ্রহী হয়েছিলাম।এবং কেউ একজন এই স্যারকে বলে বস্লো
-“স্যার আপনি ফ্রেঞ্চকাট রাখলে সেই রকম লাগবে”
তো উত্তরে উনি বলেছিলেন
-“কোথায় রাখবো?উপরে নাকি নিচে?”
ঘটনা ৩:
এই ঘটনাটা সম্ভবত ক্লাশ সেভেনের।একবার পাক্ষিক পরীক্ষায় আমাদের একজন আশানুরুপ নাম্বার না পেয়ে স্যারের কাছে গেলো।তো উত্তরে উনি বললেন যে
–
“দো ইঊ আর এ্যা হিয়ারো
ইঊ উইল গেট জিয়ারো
বিকজ ইউ আর নট সিয়ারিয়াস
ডিউরিং মাই পিয়ারিয়াড”
ঘটনা ৪:
আমরা তখন ক্লাশ টেনে পড়ি।টেন বি ফর্মে আব্দুল মালেক স্যার ইসলাম শিক্ষা পড়াচ্ছিলেন।তো পিয়ন রহিম ভাই একটা নোটিস নিয়ে আসলেন যেটা ছিলো আইসিসিএলএম এর।মালেক স্যারের দায়িত্তে পড়েছে ক্বিরাত।আমাদের জিজ্জাসা করলেন যে আমরা কেউ পারি কিনা?আমাদের মাঝে একজন হঠাৎ করে হাত তুলে বললো যে সে আগ্রহী।কিন্তু আমরা তার ক্বিরাত প্রতিভার কথা আগে কোনোদিন শুনি নাই !!! আমরাও অবাক আজ এই সুপ্ত প্রতিভার বিকাশ দেখে।স্যার নিজে সেই আগ্রহীকে বেশ ভালো ছেলে বলেই জানতেন বলে তাকে সুযোগ দিলেন।সে গেলো সামনে একটু ডেমো দিবে।খুব ভাব নিয়ে শুরু করলো এইভাবে
(আগেই ক্ষমাপ্রার্থী যে এটা কিন্ত কোনো কিছুকে কটাক্ষ করে নয়)
“আউযুবিল্লাহি রাব্বিল আলামীন”
বুঝেন অবস্থা।
প্রথম 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
ভাইয়ের কাহিনী কমন পড়ছে 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
জানি ওই দিন বলার সময় তুই ছিলি 😀
😀 😀
ফ্রেঞ্চকাটের স্যারটা কে? আমরা পাইছি? একটু হিন্টস দে।
মালেক স্যারের কাহিনীটায় বেশ মজা পেলা। কিন্তু ডায়লগ মেলোডি ২ কেনো?
সাইফুল আলম স্যার
উনি বাংলার ছিল্লেন।
কমন পড়ে নাই। তয় কাহিনী মজা পাইছি
কি অবস্থা!!!!!!!!
=)) =)) :)) :)) :khekz: :khekz:
ওই বেডারে পাইলে আজীবন :frontroll: :frontroll: :frontroll: দেওয়াইতাম
চ্যারিটি বিগিনস এট হোম
:-/
কারণ আলফা ভার্সন এইখানে ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
কিন্তু সেকেন্ড ভার্সন তো এইটা।
তাইলে এই পোস্ট কি ৩ হবে না???
ঐ ২ লিখতে গিয়ে ৩ লিখআ ফেলছি।
৩ হবে ইসলামের এই পোস্ট।
তাইলে ঠিকাসে 😀
আমিন ভাই, মেসেঞ্জারে আসতে পারবেন? 😀
সাতেও নাই, পাঁচেও নাই
আমিন ভাই ঠিক করে দিছি
এইটা পড়া ছিলো কিন্তু ভুলে গেছিলাম
😀
=)) =)) =)) =)) =))
=)) =))
🙂
বুঝাই যাইতেছে, চরম স্মার্ট স্যার :boss: :boss: :boss:
ভাব ছিলো চরম
কিন্তু সমস্যা ছিলো লোক্টা ফাসানি ছিলো x-(
ফাসানি মানে কি? :-/
চ্যারিটি বিগিনস এট হোম
উনি আইসা পোলাপাইনের সাথে মুড়ি পার্টি কইরা দিনে গিয়া লাগাইছে যে আমরা রাত্রে কি করি x-(
:)) :)) :))
চ্যারিটি বিগিনস এট হোম
=))
হা হা পি গে... :khekz: :khekz:
:goragori: :goragori:
😀
:)) :))
:pira: :pira:
চ্যারিটি বিগিনস এট হোম
তোর জন্যও প্রযোজ্য
মিতা.....বিপদে ফালাইয়া দিলি x-(
হায় হায় এ তো দেখি পুরাই মাল!!! 😮 😮 😮
মন্তব্য নিষ্প্রয়োজন।
=)) =))
Life is Mad.
:pira:
:)) :)) :))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
=)) =)) =))
সাইফুল আলম স্যারের ডায়লগের উপরে কিছু নাই। আরও যে কিসব বের হতো উনার মুখ দিয়া... গ্রেট... এমনে খুব একটা পছন্দ না করলেও উনার পড়ানোটা খারাপ লাগতো না।
জটিল :)) :pira:
সংসারে প্রবল বৈরাগ্য!
উকি দিস না 😀
=)) =)) =))
:)) =))
লিখা পুরা :gulli2:
:shy:
আরে ইসলাম লেখা দিছস কবি না?
হে হে হে, ভু্ইলা যাইতাছি আস্তে আস্তে সব। বুড়াহ হইয়া যাইতাছি 🙁
দিলাম এক্টূ
"কাইন্ডলি ……. ভাই উকি দিয়েন না"
- ভাইরে বেশ চেনা চেনা লাগতেছে
তা আর বলতে :))
=)) :clap: