যদি ক্ষয়ে যাওয়া ছাদ হয় আকাশ
বৃষ্টিরা নিরাপদে সেখানে নেয় আবাস
ধীরে ধীরে তবে মেঝের ধুলো
হলে হোক প্রজাপতি ঘাস।
হুট করে যদি সব ভাঙ্গা চেয়ার
ঘুণে খাওয়া নড়বড়ে টেবিলের কিনার
হয়ে যায় তারা তাহলে সবুজে ঘেরা
হাঁটু পানির স্বচ্ছ নদীর খাড়া দুই পাড়।
ঘষা খাওয়া বন্ধ জানালার কাঁচ
দেয়ালে ঝুলানো ছবি কারুকাজ
তাড়াতাড়ি হোক কাশবন-বনানী
আসার আগেই নিঝুম সাঁঝ।
ভেন্টিলেটরে জমা মাকড়সার জাল
খাটে ঝোলানো পুরোনো শাল
হয় যদি হোক ফুলের পাপড়ি
না দিতে পারি তাদের সামাল।
গিটারের তার হয়ে যাক লতা
কবিতার বইগুলো বলুক কথা
কুজনে আজ হারাবো এ সকালে
লিখে জীবনের চিরহরিত কবিতা।
ভালো লাগলো..!
ধন্যবাদ আপি :shy:
বাহ্! খুব ভালো লাগলো আমীন।
কল্পনাকে বেশ খেলিয়ে আনতে পারছো আজকাল।
চালিয়ে যাও। অনেক অনেক লিখতে থাকো।
উতসাহ দেবার জন্য ধন্যবাদ ভাইয়া :hatsoff:
আমীন ভাই, 😛
ভালো লাগাটুকু জানিয়ে গেলাম।
অফটপিকঃ শিশির ক্যাডা?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কই গেলি? :teacup: দিবিনা?? 😡
অটঃ তুই ক্যামনে জানলি?? :party:
অনেক সুন্দর।
You cannot hangout with negative people and expect a positive life.
জটিল :clap: :boss: