(ক্যাডেট কলেজের ৬ বছরে কিম্ভুতকিমাকার বহু স্টাফের সাথে আমার বেশ ‘দহরম মহরম’ ছিল।এছাড়া আমি প্রায় ৩ মাসের মত বি এম এ ছিলাম-সেখানেও কতিপয় স্টাফ ছিলেন যাদের কিছু উক্তি এখনও হাসির খোরাক যোগায়।আর কথা না বাড়িয়ে সেগুলো কিছু তুলে দিচ্ছিঃ)
১। তাহসিন সাহেব আপনার তালব্য শ কি বেশি বড় হয়ে গেছে?ঠিক মত পা তুলেন না কেন?
২।কি শাহেদ সাহেব,হাসি কিসের?বাসর রাইতের হাসি এইখানে কেন?
৩।এমন ভাবে পা প্রেস করবা যেন “…” দিয়া পানি বের হয়া যায়।
৪।আরেকবার ডজ দিলে আমি তোমার “…” কাইটা সিঙ্গারা বানায় বাস্কেটবল গ্রাউন্ডের কুত্তার গলায় ঝুলায় দিব।
৫।দেকসেন লেডি ক্যাডেট কেমনে সুন্দর কইরা মার্চ করতেসে? আপনে মখরামি করেন কেন?নাকি দুই পায়ের মধ্যের “…” টা ডিস্টার্ব দিতেসে?ব্লেড দিয়া কাইটা দেই??
ডিস্ক্লেইমারঃ শ্লীলতার কারণে শূণ্য স্থান পূরণ করা হলনা।পাঠক দয়া করে নিজ নিজ প্রিয় শব্দ দিয়ে কাজটি করে নেবেন।আর তালব্য শ বলতে আমিও শুরুতে বুঝিনি কি বোঝায়,পরবর্তীতে বুঝলাম যে মানব দেহের(পুরুষ) একটি অঙ্গের সাথে তালব্য শ এর আকারের মিল আছে।লেখাটি gross হবার জন্য আমি দায়ী নই,দায়ী তারা যাদের মুখ থেকে এই উক্তিগুলো শুনেছি…তারপরেও কোন পাঠক যদি আহত হয়ে থাকেন নিজ গুন এ ক্ষমা করে দেবেন।
ভাই মাত্র ৩ মাসেই এই ।এত কিছু শিখলে......৮ বছর থাকলে আরো মজা পেতে...।সবগুলী এক একটা চীড়ীয়া স্টাফ...।।
যাই ওজু কইরা আসি।
:khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
ক্যাডেটগুলা সবাই এই ডায়লগ শুনেছে ....তাই আপনার লজ্জার কিছু নাই। আমি আরো কিছু যোগ করছি :
* মন্নান সাব পোয়াতির মত মুভ করতাছেন কেন ?
* ফ্যারেডের ফিছের ফাটি ফ্যারেডের ফরে ফত্যেকে ফাঁচটা করে ফ্রন্টরোল দিবেন ---- এইটা আমাদের নোয়াখালীর একস্টাফের ডায়লগ। সবগুলো "ফ" হবে "প"
* ঠিকমত পুশআপ দেন, পুশআপের মাজেজা বাসর রাইতে টের পাইবেন
* দুই পা ঠিক মত ফাঁক করেন ....আপনার মাঝখানেরটা সবাইরে দেখতে দ্যান
মান্নান ভাই কি পুশআপের মাজেজা টের পাইসেন না এখনো পান নাই?? 😉
আচ্ছা , আপনি কি ওই দিন টানা আধাঘন্টা ফুশ আফ দিছেন? 😉
এখনও ফুশআপের ফার্টনার খুঁজতাছি। পাইলে আফনাগো সবাইরে দাওয়াত দিমুনে ....
:)) :)) :khekz: :khekz:
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
পুরাই জোশিলা
সাতেও নাই, পাঁচেও নাই
(দোস্ত দারুণ লেখসস। তোর বাংলা লেখা পড়ে খুব ভাল লাগতেসে।)
আচ্ছা, তুই তোর প্রিয় আর্মিকে ছাইড়া চইল্লা আসলি ক্যান?!!
দোস্ত আমি অলস ধরনের মানুষ আর্মি এর পাঙ্গা সহ্য হয়নাই রে......
মান্নান ভাই,আপনার কমেন্ট এ বড়ই মজাক পেলুম
সব মজা তো দিছে স্টাফরা। ধন্যবাদ তো তাদেরই পাওয়া উচিত।
আপনাকে ধন্যবাদ
সিরাজ ভাই,১০০% সত্য কইছেন...
মজাক পাইলাম খুব
কিছু যোগ করি।
--বেল্ট লুজ ক্যাআআআআআআআন তোমার?? বেল্ট ধইরা এমন টান দিব বেল্ট যায়গায় থাইকা যাবে কোমর আমার হাতে চইলা আসবে।
--শিনার উপর থেকে পা পড়বে আর আওয়াজ হইব খটাখট।
:gulli2: :gulli2:
:gulti: :gulti:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমাদের এডজুট্যান্ট প্যারেডে......
ইউ ব্লাডি কেডেটস......ইউ আর ওয়াকিং লাইক ব্লাডি ডাকস এন্ড স্ক্রাচিং ইয়োর বলস......এই সব আনসার ভিডিপি টাইপ কেডেট আমার দরকার নাই। স্টাফ, এদের চক্কর লাগাও...এদের মার্চ করার দরকার নাই...
কিরে আশিক কেমন আছিস?কলেজ এর কথাই এতো মনে রাখছিস?ভাগ্য ভালো যে তুই বি এম এ যাস নাই...এডজুট্যান্ট তো এডজুট্যান্ট,স্টাফ ও যে কি জিনিশ বুঝতা...আমি তো মাফ চেয়ে গেছি ভাই...
হা হা...
সাদিকুর ভাই...লিখতে থাকেন... 😛
আপনি এখন কই? 🙂
আর কোথায়...!!!ড্রিল গ্রাউন্ড এ... 😛 ...আমার অফিস এখন লালবাগ...লালবাগ ক্যাম্প এ বসি...তুই কোথায়?
ড্রিল গ্রাউন্ডে? হা হা...জোরে পা মাইরেন কিন্তু... 😀
আমি জিপিতে আসি শেষ খবর পাওয়া পর্যন্ত 😛
dosto tui ekhane?? ai kache ai!!!taratari kahini lekh..asish kiram??
above comment is for sadikur..(ki bepar nested comment post hoina kno!! aaiik)
(আমি এই খানে র ফলা আর যুকতাখখর লিখতে পারি না, পানিশমেনট খাওয়ার আগে শিখায়ে দেন).............
আমি আরো কিছু যোগ করছি :
.বাশার, তোমার '.......' তো আফরিকার জংগল
.আজকে গেমস optional E.D compulsory
.Adjutant: in your batch, all the assistant house prefects are chicky type....
.Adjutant: '......' সিরিষ কাগজ দিয়া ঘইসা দিমু।
😛 আইহাই এডজুটেন্ট কি পিসিসির এক্স ক্যাডেট ছিল?
(অফ টপিক-পিসিসির ভাইয়েরা মাইন্ড খাইয়েন না, একটা গাছের কথায় কি যায় আসে?)
তাইতো,বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় :grr:
"অই ...... তোমার দুইপায়ের মাঝখানটা কোদাল দিয়া কাইট্যা কুড়াল দিয়া ফাইড়া দিমু"।
😮 আল্লাগো!
আমাদের স্টাফঃ
অই সাবধান হয়ে থাকার সময় নিচের দিকে তাকাইছ ক্যান?অখানে কি কোন ফাটা দেখা যায়???
:grr: :grr: :grr:
:grr: :grr: :grr:
যাই তাড়াতাড়ি ওযু কইরা আসি |
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
অরে,রে,..................চিচি বুল্কানো ডায়ল্গ একেকটা 😕 =))
:awesome: :khekz: :)) =))
:)) :)) :))