ক্যাডেট কলেজ ব্লগকামরুল হাসান (৯৪-০০)উৎসর্গঃ ফয়েজ ভাই উৎসর্গঃ ফয়েজ ভাই লেখক: কামরুল হাসান (৯৪-০০) বিভাগ: সিলেট ডিসে. ৮, ২০১০ @ ১১:১৬ পূর্বাহ্ন ৯১ টি মন্তব্য মেলা পোস্ট। সব পোস্টে মিষ্টি। কোনটা থুইয়া কোনটা খাই! ধুর, বিজি হইয়া গেলাম। শুভ জন্মদিন সিসিবি (পরের পর্ব আগামী বছর)
তানভীর (৯৪-০০) ডিসে. ৮, ২০১০ @ ১১:২৬ পূর্বাহ্ন শুভ জন্মদিন সিসিবি। মিষ্টি নিয়া এত বিজি হইলে চলবে না, ঘাটে নৌকা বাইন্ধাও এত্ত বিজি হওয়া চলবে না ;;; জবাব দিন
টিটো রহমান (৯৪-০০) ডিসে. ৮, ২০১০ @ ১১:৩৮ পূর্বাহ্ন সদস্যঃ ৫ অতিথিঃ ১৩ কামরুল হাসান (৯৪-০০) রবিন (৯৪-০০/ককক) রেজওয়ান (১৯৯৪-২০০০) মাহবুব (১৯৯৪-২০০০) টিটো রহমান (৯৪-০০) ৯৪ ব্যাচ ড়কায় :awesome: :awesome: :awesome: :tuski: :tuski: :tuski: :awesome: :awesome: :awesome: আপনারে আমি খুঁজিয়া বেড়াই জবাব দিন
কামরুল হাসান (৯৪-০০) ডিসে. ৮, ২০১০ @ ১১:৪৩ পূর্বাহ্ন টিটো, মাঝের সারিতে কিছু জুনিয়র ঢুইকা গেছে মনে হয়। তুই এদের পাঙ্গা , আমি একটু ফ্রিজ থেকে..... --------------------------------------------------------------------------- বালক জানে না তো কতোটা হেঁটে এলে ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।। জবাব দিন
টিটো রহমান (৯৪-০০) ডিসে. ৮, ২০১০ @ ১১:৪৫ পূর্বাহ্ন মিষ্টি খাইতে খাইতেই পাঙ্গাই....কি কস? 😛 আপনারে আমি খুঁজিয়া বেড়াই জবাব দিন
রাশেদ (৯৯-০৫) ডিসে. ৮, ২০১০ @ ১১:৩৯ পূর্বাহ্ন যাই সব পোস্ট থেকে একটা করে মিষ্টি খেয়ে আসি 😀 মানুষ তার স্বপ্নের সমান বড় জবাব দিন
ফয়েজ (৮৭-৯৩) ডিসে. ৮, ২০১০ @ ১১:৫৮ পূর্বাহ্ন এইসব পোস্টে রেটিং উন্মুক্ত করে দেয়ার দেলওয়ারী আহবান জানাই। আমি একের বেশী রেটিং করতে পারি না কেনু কেনু কেনু………………।। :grr: পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না জবাব দিন
কামরুল হাসান (৯৪-০০) ডিসে. ৮, ২০১০ @ ১২:০০ অপরাহ্ন দেলওয়ার কে? বিএম্পি মহাসচিব? --------------------------------------------------------------------------- বালক জানে না তো কতোটা হেঁটে এলে ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।। জবাব দিন
ফয়েজ (৮৭-৯৩) ডিসে. ৮, ২০১০ @ ১২:১১ অপরাহ্ন এই পোস্টে উত্তর দিমু না। আমার পোস্টে প্রশ্ন করলে উত্তর দিমু। টাফ কম্পিটিশন হইতেছে, মেল্লা পিছাই আছি। :(( পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না জবাব দিন
কামরুল হাসান (৯৪-০০) ডিসে. ৮, ২০১০ @ ১২:১৮ অপরাহ্ন ওই রবিন দেখ, ফয়েজ ভাইয়ের জিব্বা আটকাইয়া গেছে। এক কথা বারবার কইতেছে। 😀 --------------------------------------------------------------------------- বালক জানে না তো কতোটা হেঁটে এলে ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।। জবাব দিন
ফয়েজ (৮৭-৯৩) ডিসে. ৮, ২০১০ @ ১২:২১ অপরাহ্ন মিস্টি বারবার খাইলে কথাও বারবার কওয়া যায়, স্বপ্নে পাইছি :grr: পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না জবাব দিন
টিটো রহমান (৯৪-০০) ডিসে. ৮, ২০১০ @ ১২:২৬ অপরাহ্ন মিস্টি বারবার খাইলে কথাও বারবার কওয়া যায়, স্বপ্নে পাইছি এইটাও আরেকবার কন ফয়েজ ভাই আপনারে আমি খুঁজিয়া বেড়াই জবাব দিন
কামরুল হাসান (৯৪-০০) ডিসে. ৮, ২০১০ @ ১২:৪১ অপরাহ্ন কৈ --------------------------------------------------------------------------- বালক জানে না তো কতোটা হেঁটে এলে ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।। জবাব দিন
সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯) ডিসে. ৮, ২০১০ @ ৩:১১ অপরাহ্ন :pira: :pira: :pira: You cannot hangout with negative people and expect a positive life. জবাব দিন
টিটো রহমান (৯৪-০০) ডিসে. ৮, ২০১০ @ ১২:০২ অপরাহ্ন এই পোস্ট স্টিকি না করা হইলে খেলুম না :no: :thumbdown: আপনারে আমি খুঁজিয়া বেড়াই জবাব দিন
আহমদ (৮৮-৯৪) ডিসে. ৮, ২০১০ @ ১২:২৬ অপরাহ্ন এই পোস্টটা কয়েকটা পার্টে ভাগ করে লেখা যেত। চ্যারিটি বিগিনস এট হোম জবাব দিন
কামরুল হাসান (৯৪-০০) ডিসে. ৮, ২০১০ @ ১২:৪২ অপরাহ্ন ভাইয়া এতো বড় মন্তব্য। আলাদা আলাদা করে দিলে পাঠকের বুঝতে সুবিধা হত। :grr: --------------------------------------------------------------------------- বালক জানে না তো কতোটা হেঁটে এলে ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।। জবাব দিন
সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯) ডিসে. ৮, ২০১০ @ ৪:২২ অপরাহ্ন কাম্রুইল্যা, আমাগো আহমদ স্যার কইসে "এই পোস্টটা কয়েকটা পার্টে ভাগ করে লেখা যেত" ব্যাস, আর কওন কথা নাই! You cannot hangout with negative people and expect a positive life. জবাব দিন
সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯) ডিসে. ৮, ২০১০ @ ৩:১২ অপরাহ্ন এই পোস্টটা কয়েকটা পার্টে ভাগ করে লেখা যেত। :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: You cannot hangout with negative people and expect a positive life. জবাব দিন
আহসান আকাশ (৯৬-০২) ডিসে. ৮, ২০১০ @ ১২:৫১ অপরাহ্ন আহা... আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷ জবাব দিন
আহসান আকাশ (৯৬-০২) ডিসে. ৮, ২০১০ @ ১২:৫২ অপরাহ্ন কি ( নাকি কী?) আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷ জবাব দিন
আহসান আকাশ (৯৬-০২) ডিসে. ৮, ২০১০ @ ১২:৫২ অপরাহ্ন দারুন আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷ জবাব দিন
আহসান আকাশ (৯৬-০২) ডিসে. ৮, ২০১০ @ ১২:৫৩ অপরাহ্ন পোস্ট 🙂 আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷ জবাব দিন
কাইয়ূম (১৯৯২-১৯৯৮) ডিসে. ৮, ২০১০ @ ১:২২ অপরাহ্ন মেলা কমেন্ট। সব কমেন্টে ফয়েজ ভাইয়ের জিব্বা আটকাই গেসে 😛 । কোনটা থুইয়া কোনটা পিড়ি! ধুর, বিজি হইয়া গেলাম। শুভ জন্মদিন সিসিবি (পরের পর্ব আগামী বছর) সংসারে প্রবল বৈরাগ্য! জবাব দিন
আহসান আকাশ (৯৬-০২) ডিসে. ৮, ২০১০ @ ১:২৮ অপরাহ্ন আপনার জন্য পরের পর্ব আগামী বছর না লেখে আগামী শতক বা দশক লেখা ঠিক ছিল... কি বলেন কাইয়ূম ভাই 😛 (সম্পাদিত) আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷ জবাব দিন
সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯) ডিসে. ৮, ২০১০ @ ৩:২২ অপরাহ্ন সম্পা খালি দিতেই আছে…… 😉 😉 😉 You cannot hangout with negative people and expect a positive life. জবাব দিন
মাসরুফ (১৯৯৭-২০০৩) ডিসে. ৮, ২০১০ @ ৩:৪২ অপরাহ্ন জিতুপ্পি আপনি চোখ টিপি দেন কেন? নাহ,ভইন্ডা মেল্লা ফাজিল হইয়া গেছে x-( জবাব দিন
কামরুল হাসান (৯৪-০০) ডিসে. ৮, ২০১০ @ ৪:২৪ অপরাহ্ন জিতুপ্পির কি তিন চোখ? উপরে তো তিনটা টিপি দেখতেছি। --------------------------------------------------------------------------- বালক জানে না তো কতোটা হেঁটে এলে ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।। জবাব দিন
সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯) ডিসে. ৮, ২০১০ @ ৪:২৫ অপরাহ্ন ঐ ম্যাশ, তোরে তো ভালো পোলাই ভাবসিলাম, এই "টিপি" টা আবার ক্যাডা??? 😉 😉 😉 You cannot hangout with negative people and expect a positive life. জবাব দিন
সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯) ডিসে. ৮, ২০১০ @ ৪:৪৯ অপরাহ্ন দূর্গার মতন, তিন চোখ। তাই সাবধান :gulli: You cannot hangout with negative people and expect a positive life. জবাব দিন
আমিন (১৯৯৬-২০০২) ডিসে. ৮, ২০১০ @ ৪:৫৪ অপরাহ্ন দুগ্গাদিকে ভালো পাইতাম। বেচারা বিভুতিভূষণ মাইরা ফেলল .... জবাব দিন
কামরুল হাসান (৯৪-০০) ডিসে. ৮, ২০১০ @ ১:৪১ অপরাহ্ন ছি আকাশ, তুই বিয়ের পরও সম্পার সঙ্গে......ছিঃ --------------------------------------------------------------------------- বালক জানে না তো কতোটা হেঁটে এলে ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।। জবাব দিন
কাইয়ূম (১৯৯২-১৯৯৮) ডিসে. ৮, ২০১০ @ ১:৪৪ অপরাহ্ন আকাশ ছি, তুই সম্পার সঙ্গে বিয়ের পরেও.....ছিঃ :grr: সংসারে প্রবল বৈরাগ্য! জবাব দিন
আহসান আকাশ (৯৬-০২) ডিসে. ৮, ২০১০ @ ১:৪৬ অপরাহ্ন কমেন্টের লাস্ট লাইনে আমার কোন হাত নাই... মনে হয় কাইয়ূম ভাইরে সম্পায় দিয়া জিগায়ছে... আমার সাথে সম্পার কোন কিচ্ছু নাই :no: আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷ জবাব দিন
রবিন (৯৪-০০/ককক) ডিসে. ৮, ২০১০ @ ১:৫০ অপরাহ্ন আকাশ ছি, তুই সম্পার সঙ্গে বিয়ের পরেও…..ছিঃ :grr: জবাব দিন
আমিন (১৯৯৬-২০০২) ডিসে. ৮, ২০১০ @ ২:২১ অপরাহ্ন আকাশ ছি, তুই সম্পার সঙ্গে বিয়ের পরেও…..ছিঃ :grr: জবাব দিন
সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯) ডিসে. ৮, ২০১০ @ ৩:২৫ অপরাহ্ন ফয়েজীয় কপি পেষ্ট "বগ্লের" সাথে এইখানে সাওবাই গুলায় ফেলসে মনে হয়! যাই হোউক, মোল্লা পুষ্ট বইলা কথা। কমেন্ট করার দরকার কইরা যাই B-) You cannot hangout with negative people and expect a positive life. জবাব দিন
কাইয়ূম (১৯৯২-১৯৯৮) ডিসে. ৮, ২০১০ @ ৩:৩২ অপরাহ্ন মোল্লা পুষ্ট বইলা কথা। কমেন্ট করার দরকার কইরা যাই মোল্লা পোস্ট হইলেতো সালাম দিয়া যাবার কথা :-B সংসারে প্রবল বৈরাগ্য! জবাব দিন
সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯) ডিসে. ৮, ২০১০ @ ৪:১৫ অপরাহ্ন মোল্লা পোস্ট হইলেতো সালাম দিয়া যাবার কথা :boss: :salute: :hatsoff: You cannot hangout with negative people and expect a positive life. জবাব দিন
রেজওয়ান (৯৯-০৫) ডিসে. ৮, ২০১০ @ ১:৩৪ অপরাহ্ন নাহ.....এইটা আরেকটু সময় কইরা অক্ষর বাই অক্ষর পইড়া বুঝতে হইব, যাই মিস্টি খাইয়া ব্রেন এর স্পীড বাড়াইয়া আসি 😐 জবাব দিন
জুনায়েদ কবীর (৯৫-০১) ডিসে. ৮, ২০১০ @ ২:০০ অপরাহ্ন মিষ্টি খাব মিষ্টি খাব... :tuski: ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ জবাব দিন
কামরুল হাসান (৯৪-০০) ডিসে. ৮, ২০১০ @ ২:০৭ অপরাহ্ন ছিঃ সম্পাকে খাওয়ার পর এখন পোলাপাইন মিষ্টির পেছনে লাগছে। --------------------------------------------------------------------------- বালক জানে না তো কতোটা হেঁটে এলে ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।। জবাব দিন
টিটো রহমান (৯৪-০০) ডিসে. ৮, ২০১০ @ ২:১০ অপরাহ্ন মিষ্টি খাইতে খুব মজা............. :-* আপনারে আমি খুঁজিয়া বেড়াই জবাব দিন
কামরুল হাসান (৯৪-০০) ডিসে. ৮, ২০১০ @ ২:১৫ অপরাহ্ন কিন্তু সবাই অন্যের মিষ্টি খাইতেছে ক্যান? --------------------------------------------------------------------------- বালক জানে না তো কতোটা হেঁটে এলে ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।। জবাব দিন
আহসান আকাশ (৯৬-০২) ডিসে. ৮, ২০১০ @ ২:২১ অপরাহ্ন ছিঃ সম্পাকে খাওয়ার পর এখন পোলাপাইন মিষ্টির পেছনে লাগছে। পিসিসি'র কাউরে তো দেখতেছি না :-B আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷ জবাব দিন
কামরুল হাসান (৯৪-০০) ডিসে. ৮, ২০১০ @ ২:৩০ অপরাহ্ন ছিঃ আকাশ তুই বিয়ের পরেও পিসিসি খুঁজিস... ছিঃ --------------------------------------------------------------------------- বালক জানে না তো কতোটা হেঁটে এলে ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।। জবাব দিন
টিটো রহমান (৯৪-০০) ডিসে. ৮, ২০১০ @ ২:৩৪ অপরাহ্ন =)) =)) =)) =)) =)) =)) =)) =)) আপনারে আমি খুঁজিয়া বেড়াই জবাব দিন
ফয়েজ (৮৭-৯৩) ডিসে. ৮, ২০১০ @ ৩:০০ অপরাহ্ন আজব তো, বিয়ের সাথে পিসিসি খুজার কি সম্পর্ক 😮 পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না জবাব দিন
মাসরুফ (১৯৯৭-২০০৩) ডিসে. ৮, ২০১০ @ ৩:৪৩ অপরাহ্ন এই যে পিসিসির আরিফ আমীন আইছে...সবাই বলেন আমীইইইন 😀 জবাব দিন
আহসান আকাশ (৯৬-০২) ডিসে. ৮, ২০১০ @ ৪:০৯ অপরাহ্ন যাক এতক্ষনে মিষ্টির পিছে লাগার মত লোক হাজির হইছে... আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমীন (০১-০৭) ডিসে. ৮, ২০১০ @ ৪:১১ অপরাহ্ন মাস্ফ্যু ভাই খালি মিষ্টই খায় না,প্যাকেট নিয়াও দৌড় দেয়।নিজের চোখে দেখা বলে কথা। :gulli2:
আমিন (১৯৯৬-২০০২) ডিসে. ৮, ২০১০ @ ৪:১১ অপরাহ্ন আকাশ তুই কি ঠোলারে মিষ্টি আপার পিছনে লাগাইয়া দিলি নাকি ???
আহসান আকাশ (৯৬-০২) ডিসে. ৮, ২০১০ @ ৪:১৬ অপরাহ্ন নাহ ঠোলা না... তোর মিতার কথা বলছিলাম আর কি... আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমীন (০১-০৭) ডিসে. ৮, ২০১০ @ ৪:১৯ অপরাহ্ন লজ্জা পাব কিনা ভাবতেছি!! 🙁 তবে আকাশ ভাই , আমাদের আমিন ভাই কিন্তু মিষ্টিরে "সুইটি" বলে ডাকে। 😉
সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯) ডিসে. ৮, ২০১০ @ ৪:১৬ অপরাহ্ন আমীঈঈঈঈন You cannot hangout with negative people and expect a positive life.
সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯) ডিসে. ৮, ২০১০ @ ৪:২৬ অপরাহ্ন য়ামীন সম্পার সাথে এখনো মোলাকাত করতে পারো নাই? :grr: You cannot hangout with negative people and expect a positive life.
সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯) ডিসে. ৮, ২০১০ @ ৪:২৮ অপরাহ্ন কেউ একটু আরিফ আমীঈঈঈঈঈঈঈন কে সম্পার সাথে মোলাকাত ক্রার চান্স করায় দাও! You cannot hangout with negative people and expect a positive life.
সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯) ডিসে. ৮, ২০১০ @ ৩:২৬ অপরাহ্ন মিষ্টি কে??? :-/ :-/ :-/ You cannot hangout with negative people and expect a positive life. জবাব দিন
আমিন (১৯৯৬-২০০২) ডিসে. ৮, ২০১০ @ ৩:৩১ অপরাহ্ন মিস্টি আপার আসল নাম সুইটি। আদর করে বাংলায় "মিষ্টি " বলা হইছে। জবাব দিন
আমীন (০১-০৭) ডিসে. ৮, ২০১০ @ ৩:৩৪ অপরাহ্ন আপনি তাইলে এই নামে ডাকেন? :clap: আমরা আবার জানিনা কিনা!! জবাব দিন
কামরুল হাসান (৯৪-০০) ডিসে. ৮, ২০১০ @ ৩:০২ অপরাহ্ন রবিন কত বড় সাহস দেখ, এই পোলা কয় সে নাকি 'পিরা' খায়? --------------------------------------------------------------------------- বালক জানে না তো কতোটা হেঁটে এলে ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।। জবাব দিন
আমীন (০১-০৭) ডিসে. ৮, ২০১০ @ ৩:১১ অপরাহ্ন আমিতো শুনছি উনি নিজেই এখন লুঙ্গি নিয়া ঝামেলায় আছেন??? =)) (খালি শুনছি,দেখি নাই কিন্তুক) :)) জবাব দিন
আমীন (০১-০৭) ডিসে. ৮, ২০১০ @ ৩:৪২ অপরাহ্ন মেডিকেল অফিসার আমার লুঙ্গি এক্সিউজ করে দিছে তো। :shy: জবাব দিন
আহমদ (৮৮-৯৪) ডিসে. ৮, ২০১০ @ ৯:৩০ অপরাহ্ন মেডিকেল অফিসার আমার লুঙ্গি এক্সিউজ করে দিছে তো। সর্বনাশ!! তাইলে তুমি কি পইরা আছো? :-/ চ্যারিটি বিগিনস এট হোম জবাব দিন
আমীন (০১-০৭) ডিসে. ৮, ২০১০ @ ৯:৩৮ অপরাহ্ন কমেন্টটা করার পর থেকে এই প্রশ্নের ভয়েই ছিলাম। 🙁 না ,আপনি আর মান -সম্মান রাখলেন না!! :no: জবাব দিন
মাসরুফ (১৯৯৭-২০০৩) ডিসে. ৮, ২০১০ @ ১১:২৬ অপরাহ্ন কেন লুঙ্গি সুদ্দা এক্সকিউজ করছে কেন? তুই কি হাজামের কাছে গেছিলি? জবাব দিন
সানাউল্লাহ (৭৪ - ৮০) ডিসে. ৮, ২০১০ @ ১১:৫৬ অপরাহ্ন রাত ২টায় সবগুলা লুঙ্গি পিড়া প্যারেড গ্রাউন্ডে ফল-ইন! মেয়েরা অবশ্য স্লিপিং স্যুটে থাকবে! :grr: :grr: :grr: ফয়েজ কাল সকালে আমি মিস্টি খাওয়া পার্টির সবগুলার নাকের আর চোখের পানির বন্যা দেখতে চাই!!! B-) B-) B-) "মানুষে বিশ্বাস হারানো পাপ" জবাব দিন
রেশাদ (১৯৯৩ -৯৯) ডিসে. ৯, ২০১০ @ ২:৪৮ পূর্বাহ্ন অরিজিনাল পোস্টে 'মেলা' শব্দের জায়গায় 'মেল্লা' শব্দ ব্যবহার করে এক অদ্ভুত ধ্বনি দ্যোতনার সৃষ্টি করা হয়েছিল। একটি ঐতিহাসিক পোস্টের শব্দ বিকৃতির অফ্রাধে :thumbdown: জবাব দিন
শুভ জন্মদিন সিসিবি।
মিষ্টি নিয়া এত বিজি হইলে চলবে না, ঘাটে নৌকা বাইন্ধাও এত্ত বিজি হওয়া চলবে না ;;;
সদস্যঃ ৫ অতিথিঃ ১৩
কামরুল হাসান (৯৪-০০)
রবিন (৯৪-০০/ককক)
রেজওয়ান (১৯৯৪-২০০০)
মাহবুব (১৯৯৪-২০০০)
টিটো রহমান (৯৪-০০)
৯৪ ব্যাচ ড়কায়
:awesome: :awesome: :awesome:
:tuski: :tuski: :tuski:
:awesome: :awesome: :awesome:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
টিটো, মাঝের সারিতে কিছু জুনিয়র ঢুইকা গেছে মনে হয়।
তুই এদের পাঙ্গা , আমি একটু ফ্রিজ থেকে.....
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:guitar: :guitar: :guitar:
মিষ্টি খাইতে খাইতেই পাঙ্গাই....কি কস? 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
৯৪ ব্যাচ ড়কায় 🙂
যাই সব পোস্ট থেকে একটা করে মিষ্টি খেয়ে আসি 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
এইসব পোস্টে রেটিং উন্মুক্ত করে দেয়ার দেলওয়ারী আহবান জানাই। আমি একের বেশী রেটিং করতে পারি না কেনু কেনু কেনু………………।। :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
দেলওয়ার কে? বিএম্পি মহাসচিব?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এই পোস্টে উত্তর দিমু না। আমার পোস্টে প্রশ্ন করলে উত্তর দিমু। টাফ কম্পিটিশন হইতেছে, মেল্লা পিছাই আছি। :((
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ওই রবিন দেখ, ফয়েজ ভাইয়ের জিব্বা আটকাইয়া গেছে।
এক কথা বারবার কইতেছে। 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
মিস্টি বারবার খাইলে কথাও বারবার কওয়া যায়, স্বপ্নে পাইছি :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এইটাও আরেকবার কন ফয়েজ ভাই
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ঐ
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কৈ
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:pira: :pira: :pira:
You cannot hangout with negative people and expect a positive life.
এই পোস্ট স্টিকি না করা হইলে খেলুম না :no: :thumbdown:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ঐ
এই পোস্টটা কয়েকটা পার্টে ভাগ করে লেখা যেত।
চ্যারিটি বিগিনস এট হোম
ভাইয়া এতো বড় মন্তব্য।
আলাদা আলাদা করে দিলে পাঠকের বুঝতে সুবিধা হত। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কাম্রুইল্যা, আমাগো আহমদ স্যার কইসে "এই পোস্টটা কয়েকটা পার্টে ভাগ করে লেখা যেত" ব্যাস, আর কওন কথা নাই!
You cannot hangout with negative people and expect a positive life.
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
You cannot hangout with negative people and expect a positive life.
আহা...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কি ( নাকি কী?)
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
দারুন
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
পোস্ট 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মেলা কমেন্ট। সব কমেন্টে ফয়েজ ভাইয়ের জিব্বা আটকাই গেসে 😛 । কোনটা থুইয়া কোনটা পিড়ি!
ধুর, বিজি হইয়া গেলাম।
শুভ জন্মদিন সিসিবি
(পরের পর্ব আগামী বছর)
সংসারে প্রবল বৈরাগ্য!
আপনার জন্য পরের পর্ব আগামী বছর না লেখে আগামী শতক বা দশক লেখা ঠিক ছিল...
কি বলেন কাইয়ূম ভাই 😛 (সম্পাদিত)
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সম্পা খালি দিতেই আছে......নাহ :no:
😉 😉 😉
You cannot hangout with negative people and expect a positive life.
জিতুপ্পি আপনি চোখ টিপি দেন কেন? নাহ,ভইন্ডা মেল্লা ফাজিল হইয়া গেছে x-(
জিতুপ্পির কি তিন চোখ? উপরে তো তিনটা টিপি দেখতেছি।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ঐ ম্যাশ, তোরে তো ভালো পোলাই ভাবসিলাম, এই "টিপি" টা আবার ক্যাডা??? 😉 😉 😉
You cannot hangout with negative people and expect a positive life.
x-( কুকথা বলবেন না দিদি...
দূর্গার মতন, তিন চোখ। তাই সাবধান :gulli:
You cannot hangout with negative people and expect a positive life.
দুগ্গাদিকে ভালো পাইতাম। বেচারা বিভুতিভূষণ মাইরা ফেলল ....
ছি আকাশ, তুই বিয়ের পরও সম্পার সঙ্গে......ছিঃ
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আকাশ ছি, তুই সম্পার সঙ্গে বিয়ের পরেও.....ছিঃ :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
কমেন্টের লাস্ট লাইনে আমার কোন হাত নাই... মনে হয় কাইয়ূম ভাইরে সম্পায় দিয়া জিগায়ছে... আমার সাথে সম্পার কোন কিচ্ছু নাই :no:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আকাশ ছি, তুই সম্পার সঙ্গে বিয়ের পরেও…..ছিঃ :grr:
আকাশ ছি, তুই সম্পার সঙ্গে বিয়ের পরেও…..ছিঃ :grr:
ফয়েজীয় কপি পেষ্ট "বগ্লের" সাথে এইখানে সাওবাই গুলায় ফেলসে মনে হয়! যাই হোউক, মোল্লা পুষ্ট বইলা কথা। কমেন্ট করার দরকার কইরা যাই B-)
You cannot hangout with negative people and expect a positive life.
মোল্লা পোস্ট হইলেতো সালাম দিয়া যাবার কথা :-B
সংসারে প্রবল বৈরাগ্য!
:boss: :salute: :hatsoff:
You cannot hangout with negative people and expect a positive life.
🙂
নাহ.....এইটা আরেকটু সময় কইরা অক্ষর বাই অক্ষর পইড়া বুঝতে হইব, যাই মিস্টি খাইয়া ব্রেন এর স্পীড বাড়াইয়া আসি 😐
😀 উগান্ডায় কি মিষ্টি পাওয়া যায় নাকিরে?
x-(
মিষ্টি খাব মিষ্টি খাব... :tuski:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ছিঃ সম্পাকে খাওয়ার পর এখন পোলাপাইন মিষ্টির পেছনে লাগছে।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
মিষ্টি খাইতে খুব মজা............. :-*
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কিন্তু সবাই অন্যের মিষ্টি খাইতেছে ক্যান?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
পিসিসি'র কাউরে তো দেখতেছি না :-B
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ছিঃ আকাশ তুই বিয়ের পরেও পিসিসি খুঁজিস... ছিঃ
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
=)) =)) =)) =)) =)) =)) =)) =))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
নাউযুবিল্লাহ আকাশ 😛 😛
আজব তো,
বিয়ের সাথে পিসিসি খুজার কি সম্পর্ক 😮
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমিতো তাই কই!!
এই যে পিসিসির আরিফ আমীন আইছে...সবাই বলেন আমীইইইন 😀
যাক এতক্ষনে মিষ্টির পিছে লাগার মত লোক হাজির হইছে...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মাস্ফ্যু ভাই খালি মিষ্টই খায় না,প্যাকেট নিয়াও দৌড় দেয়।নিজের চোখে দেখা বলে কথা। :gulli2:
আকাশ তুই কি ঠোলারে মিষ্টি আপার পিছনে লাগাইয়া দিলি নাকি ???
নাহ ঠোলা না... তোর মিতার কথা বলছিলাম আর কি...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
লজ্জা পাব কিনা ভাবতেছি!! 🙁
তবে আকাশ ভাই , আমাদের আমিন ভাই কিন্তু মিষ্টিরে "সুইটি" বলে ডাকে। 😉
আমি মিষ্টি খাপো :((
আমীঈঈঈঈন
You cannot hangout with negative people and expect a positive life.
য়ামীন..................................... x-(
সম্পার সাথে এখনো মোলাকাত করতে পারো নাই? :grr:
You cannot hangout with negative people and expect a positive life.
কেউ একটু আরিফ আমীঈঈঈঈঈঈঈন কে সম্পার সাথে মোলাকাত ক্রার চান্স করায় দাও!
You cannot hangout with negative people and expect a positive life.
মোলাকাত হইছে তবে এটা ইচ্ছাকৃত B-)
মিষ্টি কে??? :-/ :-/ :-/
You cannot hangout with negative people and expect a positive life.
মিষ্টি হল মোসাম্মাৎ মিষ্টি আরা বেগম (খাতুন)
মিস্টি আপার আসল নাম সুইটি। আদর করে বাংলায় "মিষ্টি " বলা হইছে।
আপনি তাইলে এই নামে ডাকেন? :clap:
আমরা আবার জানিনা কিনা!!
ম্যালা কমেন্ট,খালি পড়ি আর পিরা খাই =)) =))
রবিন কত বড় সাহস দেখ, এই পোলা কয় সে নাকি 'পিরা' খায়?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
পিরা খাইলে কি হয়???
তুই লুংগি নিয়া মাস্ফুর সাথে দেখা কর
আমিতো শুনছি উনি নিজেই এখন লুঙ্গি নিয়া ঝামেলায় আছেন???
=)) (খালি শুনছি,দেখি নাই কিন্তুক) :))
ঐ তোরে লুংগির ব্যবহার শিখাইয়া দিবে ঠিক মতো
মেডিকেল অফিসার আমার লুঙ্গি এক্সিউজ করে দিছে তো। :shy:
সর্বনাশ!!
তাইলে তুমি কি পইরা আছো? :-/
চ্যারিটি বিগিনস এট হোম
কমেন্টটা করার পর থেকে এই প্রশ্নের ভয়েই ছিলাম। 🙁
না ,আপনি আর মান -সম্মান রাখলেন না!! :no:
তাইলে যা সন্দো করছিলাম তাই ??? :khekz:
কেন লুঙ্গি সুদ্দা এক্সকিউজ করছে কেন? তুই কি হাজামের কাছে গেছিলি?
x-( x-( x-( এইখানে মাস্ফ্যু আইলো কৈথিকা?
কথাটা উনারে জিগান। :))
লুঙ্গি এবং ম্যাশ পটেটো ... আর বললাম না ;))
রাত ২টায় সবগুলা লুঙ্গি পিড়া প্যারেড গ্রাউন্ডে ফল-ইন! মেয়েরা অবশ্য স্লিপিং স্যুটে থাকবে! :grr: :grr: :grr:
ফয়েজ কাল সকালে আমি মিস্টি খাওয়া পার্টির সবগুলার নাকের আর চোখের পানির বন্যা দেখতে চাই!!!
B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
অরিজিনাল পোস্টে 'মেলা' শব্দের জায়গায় 'মেল্লা' শব্দ ব্যবহার করে এক অদ্ভুত ধ্বনি দ্যোতনার সৃষ্টি করা হয়েছিল। একটি ঐতিহাসিক পোস্টের শব্দ বিকৃতির অফ্রাধে :thumbdown:
শুভ জন্মদিন ccb....:)