উত্তমকুমারকে নাকি একবার এক মহিলা রিপোর্টার জিজ্ঞেস করেছিলেন, ‘আচ্ছা আপনি কী খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন?’
মহানায়ক হেসে জবাব দিয়েছিলেন, ‘গলদা চিংড়ি আর চুমু।’
আমার চিংড়িতে এলার্জি। খেলেই শরীরের চামড়া লাল হয়ে যায় (কালা মাইনষের আবার চামড়া লাল হয় ক্যাম্নে!)। কিন্তু মহানায়কের মত আমিও চুমু খেতে ভীষন পছন্দ করি। আই জাস্ট লাভ টু কিস। তবে অবশ্যই বালিকাদের।
ম্যারাডোনার মত টাকলু ভেরনকে না !
এইটুকু পড়েই আবার কেউ ভাববেন না আমি লোকটা লুইস টাইপের, সারাদিন চুমু খেয়ে বেড়াই। নিকোলা মাতোভিচ ও ক্রিস্টিনা রেইনহার্টের কসম দিয়ে বলতেছি, আমি সারাজীবনে চুমু খেয়েছি মাত্র দুই বার। এর একটা ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে, ক্লাস ফোরে পড়ার সময়!
মেয়েটার নাম এখনো মনে আছে। কিন্তু এতোদিন পরে এসে পরনারীর চরিত্রে কালিমা লেপন ঠিক হবে না, সুতরাং গোপন করে গেলাম। আমার সঙ্গে পড়তো। কো-এডুকেশন ছিলাম তো। দেখতে এতো মিষ্টি ছিল, যে আমার শুধু মনে হত ও কে কাঁচা খেয়ে ফেলি। মিষ্টি আবার আমার খুব পছন্দের কিনা। খেতে না পারলেও একবার চেটে দেখার তো ইচ্ছে ছিলোই।
ঈশ্বর নাকি তার প্রিয় বান্দাদের কোন ইচ্ছাই অপূর্ণ রাখেন না। আমারো সুযোগ আসলো। স্কুলে টিফিনের ফাঁকে লুকোচুরি খেলতে খেলতে সেই বালিকাকে একা পেয়ে গেলাম। উম্মম্মম্মম্মা…….
কসম খোদার ওই চুম্বনে কোন পাপ ছিল না। আমি শুধু ঠোট দিয়ে তার গালটা ছুয়ে দিয়েছিলাম একবার। জাস্ট এ লিটল হার্মলেস কিস।
সুইট হলে কী হবে বালিকার মনে দয়ামায়া বলতে কিচ্ছু ছিল না। ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে কাঁদতে গিয়ে প্রথমে নালিশ করলো ক্লাস টিচারের কাছে। তিনি একদফা পিটিয়ে আমার আগাপাস্তলা এক করার পর নালিশ দিলেন আমার মায়ের কাছে। যারা আমার মা কে চিনেন না তাদের জন্যে এই ফাঁকে ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি। শলার ঝাড়ু দিয়ে যদি মানুষ পিটানোর প্রতিযোগিতা হয় তাহলে আমার আম্মার সঙ্গে কেউ পারবে না। বহু বছরের সাধনায় এটাকে উনি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। তার ক্লাস ফোরে পড়া ছেলে অন্য মেয়ের সঙ্গে চুম্মাচাট্টি করেছে শুনেই তিনি হুকুম দিলেন, ‘খোরশেদ, আমার শলার ঝাড়ুটা দে।’ খোরশেদ আমার সেজ মামার নাম। আমাদের বাসায় থেকে তখন ছাত্র রাজনীতি করেন। আমার ছেলেবেলার নায়ক। ইট্টূ লুইস টাইপ ছিলেন আর কী! সেই আমলে মটর সাইকেলের পিছনে সুন্দরী মেয়ে বসিয়ে ঘন ঘন ব্রেক মারতেন। আমাকেও তিনি তাঁর আদর্শে মানুষ করতে চাচ্ছিলেন। সেই পথে একটু এগিয়েছি শুনে তাঁর খুশি আর ধরে না। আম্মার হাতে মার খাওয়ার পর আমি যখন বাবা গো, মা গো বলে চিৎকার করছি তখন মামা আমার কাঁধ ছুয়ে বলেছিলেন, ‘দেখিস এমন একদিন আসবে যখন মেয়েদের চুমু দিলে তোকে আর কেউ শলার ঝাড়ু দিয়ে পিটাবে না।’
সেজমামা যে সত্যি কথা বলেছিলেন সেটা আমি বুঝেছিলাম মামার মত বড় হয়ে। জীবনে দ্বিতীয় চুম্বনের অভিজ্ঞতাটা হয়েছিল ইউনিভার্সিটিতে এসে। ভীষন ঝড় বৃষ্টির দিনে, রিকশার হুড তোলা এক বিকেলে আমি এক বালিকার ঠোটে ঠোট রেখে ব্যারিকেড দিয়ে বলেছিলাম……..
ধুর, ঠোটে ঠোট ব্যারিকেড দিয়ে কি কিছু বলা যায় নাকি! আমিও বলিনি, তবে হয়তো করেছিলাম। বালিকা গাল লাল করে বলেছিল, ‘যাহ, তুমি না একটা ইয়ে….” । আমি যে একটা কিয়ে, সেটা আমার কোনদিনই জানা হয়নি।
আষাঢ়ের বৃষ্টিতে, হুড তোলা রিকশায় আমাকে আলজিব ছোঁয়া চুম্বনের স্বাদ দিয়েছিল যে মেয়েটি, সে এখন অন্য একজনের সঙ্গে ফ্যামিলি প্ল্যানিংয়ে ব্যস্ত!
১স্ত...কামরুল ভাই, একই বিশ্ববিদ্যালয়ে আমিও পড়লাম, অনেক কালবৈশাখি দেখলাম, মাগার...
১স্ত>১ম
বিশ্ববিদ্যালয়ে হয়নায় দেইখাই তো এখন অফিসে.. 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
পুরা লেখাটা অসম্ভব মজার হইছে কামরুল ভাই............তবে পড়ার পরে মনে হইতেছে ইস,আরেকটু বড় হইলে আরো অনেক মজা হইতো... =)) =)) =)) =)) ভাইজান তো দেখি পুরা ছুপা রুস্তম...এই লেখায় অন্ততঃ দশটা লাইন আছে যেইগুলা পইড়া হাহাপিগে... =))
সেই আমলে মটর সাইকেলের পিছনে সুন্দরী মেয়ে বসিয়ে ঘন ঘন ব্রেক মারতেন। =)) =)) জট্টিল জট্টীল!
ঐ
ভাষা নাই.............. :boss: :salute:
এখানেই "দি এন্ড" কইরেন না ....পিলিজ 😛 😛
২য় ঘটনার পরের ঘটনা খুইলা কন :grr:
আসলেই ভাই, অনেক ঢাকাঢাকি হইছে, ;;; এইবার খুইলা কন। :khekz:
ঐ!
You cannot hangout with negative people and expect a positive life.
রেজু, ফরিদ
দুইজনেই লঙ্গাপ। তারপর বলতেছি। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
জম্পেশ, ঝাক্কাস লেখা ...
অল আই'স আর ডটেড, অল টি'স আর ক্রসড ... কুথাও কুনো ডাউট দেওয়ার স্কোপ নাই ...
গালে চুমু, মালে দেয়
ঠোটে দেয় মরদে
তোর তরে, বুক ভরে
উথলালো দরদে
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বস, আপনার কাব্যের মিনি প্যাকটা :just: লাইক করলাম।
এইখানে যাস্ট আইলো কইথিকা? x-(
গাছ থিকা। :))
:thumbup: :thumbup: :thumbup:
তাইফুর ভাই নাকি আজকাল লোকজনের উপর ব্যাপক মাইন্ড খাইতেছেতেন? 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
হ ... খাইতেছিতি
(যদিও খাইতেছেতেন মানে বুঝি নাই ... তবুও উত্তর দিলাম)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আপনে লুক ভালু না। খালি ভুল ধরেন।
মাইন্ড খাইয়া লাভ নাই, আমার লজ্জা শরম কম। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ধুর ব্যাটা
তোর ভুল ধরুম, তাও আবার আমি ...
আমি আরও ভাবতিছে খাইতেছেতেন শব্দটা আমি এতদিনেও কেন শিখতার্লাম্না ... ~x( :bash:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
খাওয়া+চেতা=খাইতেছেতা (বেশি চেতলে 'চ' এর জায়গায় 'ছ' হইয়া যায়)
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
শাক+দিয়া+মাছ= ? ( বেশি চেতিছ না, তাইলে আবার মাছ, মাচ হই যাইব )
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
লাভ নাই। পরের পোস্টও খুব শিগগির আসিতেছে। ফাডাইয়া লামু। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
বইসা রইলাম ... ফাস্ট হমু ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
অনেক কড়া কড়া নিয়ম কানুন দেখি। বাপ্রে বাপ, অন্যকিছু না হয় বুঝলাম, কিন্তু এতক্ষন বাথরুম আটকায় রাখে কেমনে 😮
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আপনারে এইসব নিয়ম কানুন নিয়ে মাথা না ঘামালেও চলবে মনে হয়। এগুলা তো অবিবাহিত প্রেমিক প্রেমিকাদের জন্য 😀
সাতেও নাই, পাঁচেও নাই
বদ্দা তো রিটায়ার্ড কইরা এখন কোচিংয়ে চইলা আসছে। 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
বদ্দা, একবার ট্রাই লইবেন নাকি? 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ফয়েজ ভাইজান কি তাইলে "শিক্ষকতা" কেই পেশা হিসেবে বেছে নিতে আগ্রহী হইলেন 😉
You cannot hangout with negative people and expect a positive life.
ব্যাপক ফর্মে আছেন মনে হয়? এতদিন ঘুমায়া থাকার পর হঠাৎ হোমপেজে একসাথে এক লগে তিনটা। কিপিটাপ :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
তাও ভালো কিপিটাপ বলছিস।' ট' এর জায়গায় 'ঠ' হইলে... :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
😮 😮 😮
😮
হোম পেইজে এক সংগে তিন তিনটা বস লিখা দেওয়ায় আপনাকে অনির্দিষ্ট কালের জন্য আবার ব্যান করা হইলো! 😛
লাভ নাই। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তুমি ?!!! মাত্র দুইটা ?!!!!!! বিশ্বাস করতে পারলাম না ......
মইনুল ভাই, আমি কী আর আপনার মতো ইয়ে নাকি ... 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আরে আমার মতন হইলে তো আর এই কাহিনীই লিখতে পারতা না। বিয়ার আগে চুমাচুমি কিসের ??!!! নাউজুবিল্লাহ ...
অফিসে কামরুল ভাই বলতেসেন এইটা নাকি একটা আষাঢ়ে গল্প, পাঠককে মজা দেওয়ার জন্য।
;;; ;;; ;;; ;;; ;;; ;;;
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আষাঢ়ে গল্পই তো। কামরুল! তাও মাত্র দুইবার!!! আষাঢ়ে গল্প না হয়ে যায় না 😉
তোর উপরে আল্লার গজব পড়ুক
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
=)) =)) =)) :thumbup: :thumbup: :thumbup: :pira:
সিরাম হইছে
:boss: :boss:
কিন্তু কেন জানি মনে হইতাছে কাহিনিডা হাচাই 😛 😛 😛
,আহবুব, এত মনে হওয়া হয়ির কি আছে, ডিস্ক্লেইমার তো আর দেয় নাইক্কা।
You cannot hangout with negative people and expect a positive life.
,আহবুব,এর স্থলে পড়ুন "মাহবুব" 😛
You cannot hangout with negative people and expect a positive life.
আল্লাগো আকিকা ছারা নাম চেঞ্জ কইরা দিছে :(( :(( :(( :((
আমি কিন্তু আর খেলপো না ...ম্যা ..................... :(( :(( :(( :(( :((
কেম, মামুর যোগ্য শীর্ষ হইতে পারলি না ,মামা ব্রেক কষতেন দাবাইয়া মোটর সাইক্লেলে,তুই ত মোটর সাইকেল ই চালাইতে শিখলি না। :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :))
রিক্সার হুড তুইলাই থাক আর কি?
জোশিলা হইসে।হঠাত একসাথে এত্ত লেখা ,তাও আবার সুপার ডুপার,আর্জেন্টিনার বিরহে .........নতুন করে কি কারো প্রেমেপড়লি নাকি রে...নক করলে আওয়াজ দিস না কেন দোস্ত?অভিমান করছিস?
দোস্ত শব্দ বিভ্রাট হয়েছে...শিষ্য কে মনে হয় শীর্ষ লিখেছি। 😛
তাও ভালো ষ আর দন্ত ন এর যুক্তাক্ষর টা বসান নাই :-B
অভিমান করুম কেন? তুই কী আমার প্রেমিকা নাকি? :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সাইফ, তুমি তো দেখলাম কুমিল্লার...এসব কি বল?
নতুন কারো প্রেমে পরলে কি মনে পীড়া পাও =(( ???
এতো মান অভিমানের কথা শুনতে কেমন মনে হয়... ;))
You cannot hangout with negative people and expect a positive life.
সাবিহাপুরে ভালো লুক ভাবছিলাম।
ভুল সবই ভুল 🙁
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমি লুকও ভালো, আমার লুকও ভাল O:-) O:-) O:-)
You cannot hangout with negative people and expect a positive life.
:))
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ভাই, একেবারে ধান্দায় পইরা গেলাম :shy: :boss: এইটা কেমনে আবার আষাঢ়ে গল্প হয় :grr:
সিরাম সিরাম :thumbup:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
মাত্র দুইটার কথাই যেহেতু বললি, তাইলে এইটা আষাঢ়ে গল্পই। 😀
www.tareqnurulhasan.com
তোর উপ্রে আল্লার গজব পড়বে। বিবাহযোগ্য, মুমিনবান্দার চরিত্রে কালিমা লেপনের অপরাধ খোদাতালা সইবে না। দূর হ, হারামি। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কোথায় জানি পড়সিলাম কমপক্ষে দশটি ভিন্ন ভিন্ন নারীকে চুমু খেতে না পারলে নাকি নাট্যকার হওয়া যায়না। সেই বিচারে এইটা আষাঢ়, শ্রাবণ এবং সর্বোপরি বর্ষার গল্প 😀
সাতেও নাই, পাঁচেও নাই
যতসব শয়তানের দল। যা গিয়া লঙ্গাপ হইয়া থাক। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল: তুমি নিশ্চিত উত্তমকুমারের ওই সাক্ষাৎকার মহিলা (নারী) রিপোর্টারই নিয়েছিলেন? আহ্ গলদা চিংড়ি! আমি কি মাস্ফ্যুর পথ ধরলাম নাকি? ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😀 হাহাহহাহা, নাহ নিশ্চিত না।
আমি তারাপদ রায়ের একটা বইয়ে পড়েছিলাম।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
বুঝলাম, তোমার মাথাটা আসলেও আউলাইয়া গ্যাছে কামরুল ............. বেচারা........
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
'নারী' লেখা উচিত ছিল?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আরে গর্দভ, ভাব নিছি................ :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই তারাতারি ব্যবস্থা নেন :grr: :grr:
🙁 বেচারা নিষ্পাপ মাস্ফ্যু এইখানে কৈথিকা আস্লো?
মাত্র দুইবার? হতাস করলা। 🙁
ছোট্ট মাসুম, তুমি কয়জনরে কয়বার??
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ক্যালকুলারটা পাঠাইয়া দেন লাবলু ভাই 😛
আমাদেরও দিন আসবে। দেখবেন আমরাও আপনাদের মুখ উজ্জ্বল করবো 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ইয়ে মানে একটা ডাউট ছিল 😕
২০ বছরের ক্যারিয়ার !!!!
আর মাত্র ২ !!! এইটারে কি ক্যারিয়ার কয় ????
নাহ.......আষাঢ়ের বরষায় আষাঢ়ে গল্প :no:
কয়জনরে X কয়বার = কত ডিজিটের সংখ্যা হইলে ক্যালকুলেটর লাগতে পারে ?? 😮
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
নরমাল ক্যালকুলেটর না সায়েন্টিফিক ক্যালকুলেটর ? নরমালে কিন্তুক ডিজিট কম উঠে।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
খিয়াল কইরা ... খুউব খিয়াল কইরা
মাসুম ভাই কিন্তু ক্যালকুলার পাঠাইতে কইছে ... ওই জিনিসে ম্যালা ডিজিট ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মাসুম ভাইরে তো দেখলাম চ্যানেল আইতে লাইভ।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ক্যাল্কুলার পাঠায়া দে ... বস'এ লাইভ ক্যাল্কুল করুক
(বস যদি চ্যাতে ... সেই ক্ষেত্রে কি চ্যানেল আই, ছ্যানেল আই হবে ??)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সেক্ষেত্রে উপস্থাপিকা ছুর্ন-বিছূর্ন হবে। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
=))
😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
মামা...তুই আর মাত্র দুইটা? নাহ্! বিশ্বাস হইল না!! :no: :no:
লেখাটা জবরদস্ত হইছে মামা। 😀
তোর উপরেও আল্লার গজব পড়ুক। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এই আষাঢ়ে গল্পের কিছু চরিত্রের সাথে পরিচয় থাকাটা নিতান্তই কাকতাল মাত্র । 😉 । আমি কাউকেই চিনতে পারলামনা। :))
মাত্র দু'খানা কাহিনী, বড্ড অবিচার হয়ে গেলো। বাকিগুলো নিয়ে মহাকাব্য করা যেতে পারে।
তোর উপরেও আল্লার গজব পড়ুক। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
গজব পড়ুক ধর্মসাগরের সাগর পাড়ে না হয় ঝাউতলার ঝাউবনে আর তা না হলে গুলবাগিচার বাগিচায়। :))
বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তুক ছাতার তলের কাহিনী কইয়া দিমু :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তগো দুইটার কিলাকিলি'তে যদি দুই'জনেরই সকল অনুন্মোচিত তথ্য উন্মোচিত হয় ... তাতে মন্দ কি ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সাবধান মান্না, তাইফুর ভাই কিন্তুক ফাঁদ পাতছে।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ছাতার তলের কাহিনী জানতে মন চায়!
আগে বড় হও সোনামনি। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
জুনিয়রগো সোনামনি ডাকা শুরু করলি যে ...
চুমাচুমি করবি নাকি ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাও যদি কাউন্ট বাড়ে ... :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আপনার কী পাবনা পোস্টিং হইছে? আমি না শুনছিলাম রাজশাহী :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমার ঃগায় তো আর কাউন্টডাউন মেশিন লাগানো নাই যে কাউন্ট বাড়াইতে পাবনা যাইতে হইব ...
:-* ... তুই কাউন্ট বাড়া
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
খাড়ান বিয়া কইরা লই। মুরালির রেকর্ড যদি না ভাঙ্গছি
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
রেকর্ড ভাংতে গিয়া জিনিস ভাইংগা ফেলিসনা আবার ...
সব যাবে
অর্থোপেডিক চিকিৎসা ... নাইরে নাইরে নাইরে নাই
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
জিসিন বলতে কী বোঝাতে চাচ্ছেন? ক্লিয়ার কইরা কন।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
জিসিন কই কইলাম ?? 😀 :))
(আবার ধরা :goragori: )
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:bash: :bash:
খেলুম না
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সিসিবি খেলার জাইগা না
এইটা অনেক আগেই ফিক্স হয়া গ্যাছে
(আয় খেলি ... ;;; )
আমি বরং রিটায়ার করি, রাত যত গভীর হয়, কমেন্টও তত
আমি ব্রেক
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কই যান? মাত্র তো ১-৩০ । নাকি বৃষ্টি শুরু হইল দেইখা আপ্নিও ... ;;;
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:)) :)) :)) এরেই কয় আষাঢ় মাসের বৃষ্টি।
:thumbup: :thumbup:
ছাতা একটি অতি প্রয়োজনীয় বস্তু, বিশেষ করে আষাঢ় মাসে। আর তাই নিয়ে আষাঢ়ে গল্প। 😛
ভাবছি ছাতা নিয়া একটা উপন্যাস দাঁড় করানো যায় কিনা ?
''ওরে আমার প্রিয় ছাতা,
তুই আমার প্রেমের ভাতা।''
কি মনে করায়ে দিলি? আহা সেই যে আমার নানান রঙের দিনগুলি... তোরা সইলি না। :grr:
মান্না ভাই, ছাতা কত প্রকার ও কি কি? ছাতার আবিষ্কারক কে? ছাতা কোন দেশী শব্দ?
আমিতো রচনা লিখুমনা। আর রচনা আমার ভালো লাগেনা, শুধু যে রচনার শেষে ব্যানার্জী আছে,ওইডারে ভালা পাই। 😉
হ, আপনাগো দুজনের একটা সিনেমাও দেখসিলাম, নাম খুব সম্ভবত 'বোমা হামলা', বৃহস্পতিবারে চিত্রগীতি দেইখা ছুটিতে গিয়াই সিনেমাটা দেখসিলাম।
নায়িকা নিজেই তো বোমা, নায়কের উপর হামলে পড়ে বলেই নামকরণ সার্থক। আমি ও ভাবতাছি সিনেমায় নামুম। 😛
আর ইতিমধ্যে বাংলা সিনেমায় নাম ও লেখায়ে ফেলছি। :gulli2:
কামরুল (৯৪-০০) : মজা লইতেছেন ?
তাইফুর (৯২-৯৮) : ম্যালা দিন পর
কামরুল (৯৪-০০) : আসেন জমাই
তাইফুর (৯২-৯৮) : এখনো তোর জমে নাই ?? আমার তো নাইমা গ্যাছে
:khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:-B আমি ইদানীং খুব খ্রাপ হয়া গেছি সাধারণ কথা শুনলেও মাথায় খুব খ্রাপ খ্রাপ চিন্তা আসে :-B
মাথায় আসলে সমস্যা নাই ...
মনে আর বনে না আসলেই হবে ...
(ব এর উপরে উলটা কমা ক্যাম্নে দেয় ??)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
(ব এর উপরে উলটা কমা ক্যাম্নে দেয় ??)
😮 😮 😮 😮 মামা গো, ইমানে কইতেছি আপনে একটা জিনিয়াস!!! এক্কেরে পিরা গিয়া মিরা গিলাম,ধিরা তিললেও লিভ নাই =)) =)) =))
মাস্ফ্যু, তুই উল্টা কমা ধরে বসে থাক। :))
:shy: ছি কি যে বলেন না...
ওরে রে,এবার আমি মলাম গো =)) =)) =)) তাইফুর ভাই বস :boss:
ধ - এইতো আমি তো দিতে পারছি। ব এর উপরে উলটা কমা 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:duel: :duel: :duel:
বুঝছি, ভাবি ছাড়া আপ্নারে সিস্টেম দেয়া যাইবে না ~x(
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
প্রথমটা গালে দিছিস ... ওইটা তো হাপ
তাইলে হইল দেড় খান
বাকি হাপের হিসাব মিলায়া দিয়া যা
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বাকি অর্ধেকটা কোথায় ছিল সেটা তো সবার সামনে বলা যাবে না ।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল ভাই, ঐদিন রিকশা ভাড়া কে দিছিলো আপনে না আপায়?
টিটোর একখান অণূকোবতে মনে পিরা গ্যাল ...
(বদ পুলাপাইন ক, খ, ট, ঠ নিয়া ধন্দে পিরলে দোষ হইব টিটোর ... আমার কি ??)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
অনেক কষ্টে পরের লাইন রচনা থেকে নিজেকে বিরত রাখলাম। ;;;
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
হে হে হে হে। আমিওওও =)) =))
:khekz: :khekz: :khekz: এই খাড়া রাইতে হাস্তেছি তো হাস্তেছিই....... :khekz: :khekz: :khekz: :khekz:
Life is Mad.
সায়েদ ভাই, রাইতে খাড়া মানে কি? ;;;
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তার চাইতেও বড় ডাউট ...
তবে কি দিনে ...... ?? 😮
ক্যাম্নে কি ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মজা কোনটাতে বেশি ছিল? ক্লাশ ফোরে নাকি রিকশায়?
চ্যারিটি বিগিনস এট হোম
কোশ্চেন খুব টাফ হইছে এইবার। কমন পড়ে নাই 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
প্রশ্নটা এইভাবে করলে ক্যামন হয় ??
দুই ঘটনার পরেই মাইর হইছিল ...
কোন মাইরে মজা বেশি ছিল ??
(এইবার নিশ্চই কমন পিরছে)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দ্বিতীয়টার পরে তো মাইর হয়নায়। দুষ্টামি হইছিল 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তাইলে তো সিরাম মাইর ( 😉 ) হইছিল মনে হয় ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
চিহ্ন রয়ে গেছে । ;;;
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ইয়ে! মানে! ক্যামনে জিগাই! এইগুলারেই কি ছিনিমিনি-ছিনিমিনি খেলা বলে? ;;; ;;) ;))
চ্যারিটি বিগিনস এট হোম
আমিও ছিনিমিনি খেলপো :((
যা ব্যাটা খেলতে থাক।
আমাদের অনেকের মত জীবনে ইল্টিশ-পিল্টিশ করার আগেই দেখবি হঠাত বিয়ে হয়ে গেছে। 🙁 :(( 🙁 :((
চ্যারিটি বিগিনস এট হোম
এতো সিলেক্টিভ পড়লে তো এমনই হবে, দেখ না আমাদের আহমদ ভাই জীবনেও কমন পড়ার কথা চিন্তাও করেন নাই :khekz:
@ আহমদ ভাইঃ :frontroll: :frontroll: :frontroll:
You cannot hangout with negative people and expect a positive life.
তুই ফ্রন্ট্রোল দিতে থাক। কেয়ামত পর্যন্ত। এই মেয়েটা বড্ড ফাজিল হই গেছে। :-B
চ্যারিটি বিগিনস এট হোম
আহমদ ভাই, এইটা কি কইলেন? আপনার জন্য আগে থেকেই :frontroll: দিলাম 🙁
যাউজ্ঞা, নিজেরে কইষ্যা :thumbdown:
আমি কথা দিচ্ছি এখন থেকে ভাল হয়ে যাপো :(( :(( :(( :((
O:-) O:-) O:-)
You cannot hangout with negative people and expect a positive life.
প্রথম দিনেই পড়ছি কিন্তুক বাংলা না থাকায় কমান্টাইতে পারি নাই।এক্কেরে ফাটাইলাইছান দাদা,সিরাম হইছে কইলাম। =))
😀 ভাল্লাগছে!! পইড়া আরাম পাইলাম!!! 😀
:awesome: :awesome: :awesome:
জবরদস্ত হয়েছে 😛
কার হয়েছে? কী হয়েছে? :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
অ কামরুল, মাথা থেইকা নামছেনি? নাইম্যা গেছেনি অল্রেডি? 😉
প্ল্যানিং প্লুনিং বাদ্দে। ছফা বসের টেরাসে বসতে বসতে না আবার উনার মতোন হয়া যায় সবকিছু খিয়াল কইরা কিন্তুক B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
😀 :)) =)) ::salute:: :gulli2: :awesome: :pira2: :tuski: :goragori: :frontroll: :frontroll:
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!