১। কত জায়গায় কত আড্ডা দিলাম, কিন্তু একাডেমিক ব্লকের টয়লেটের আড্ডার স্বাদ আর পেলাম কই। টয়লেটের ভেতরের লাইট বন্ধ করে দিয়ে সুইচ গুলির ‘জয়স্টিক’ ভেঙ্গে এমন করে রাখতাম যে শক্ত, সূক্ষ্য কিছু দিয়ে অনেকক্ষণ খোঁচাখুঁচি না করে লাইট জ্বালানো ছিল অসম্ভব। সেকেন্ড প্রেপ চলছে, আমরা ছয় জন টয়লেটে আড্ডাচ্ছি, হঠাৎ ভিপি জি,সি, বড়ুয়া’র আগমন। উনি উনার স্থূল আঙ্গুলের সাহায্যে লাইট জ্বালাবার অনেক চেষ্টা করেও ব্যার্থ হয়ে হুঙ্কার দিলেন, ‘ ভেতরে কে কে আছিস, বের হ’। ভয়ে ভয়ে বের হয়ে আসলাম। বাইরে এসে গননাতে দেখা গেল আমরা পাচজন। আমাদের অতি চালাক একজন চান্স-এ সটকে পড়েছে। কি আর করা, হ্যান্ডস ডাউন পজিশানে ‘টার্গেট’ উচিয়ে দিয়ে পাচজন-ই প্রহার গ্রহনে উদ্দ্যত হলাম। এই সময় ষষ্ঠ ব্যাক্তি টয়লেট থেকে বের হলেন। চেহারায় ‘আমি কিছুই জানিনা’ ভাব আর ভেজা ‘বাম’ হাতটি শরীর থেকে একটু দূরে হাল্কা মুঠো করে ঝুলিয়ে রেখে বোঝানোর চেষ্টা করলেন যে, এইমাত্র যে কর্মটি করে তিনি ‘বাম’ হাত ধুয়ে বের হলেন, তা আর যাই হোক আড্ডা নয় মোটেও। নির্বিকার চিত্তে ভিপি’কে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় ভিপি হুঙ্কার দিলেন ‘আপনি কই যান?’ বাম হাতটা একটু এগিয়ে দিয়ে ‘এখনো ভেজা’ দেখানোর চেষ্টা করে ‘আমি টয়লেটে …’ বলতেই আবার হুঙ্কার ‘আ.প.না.রে আমি চিনি না, নাআআআআ …’ জীবনে প্রথম সততার পুরষ্কার পেলাম। ছয় জনের প্রহার এক ‘টার্গেট’এই বর্ষিত হল।
২। সোহরাওয়ার্দি হাউসের প্রিফেক্ট’রা ফাইনাল টার্ম এন্ড’এর আগ দিয়ে গণনা করে দেখলেন, এই টার্ম’এ একাডেমিকস্’এ চ্যাম্পিয়ন হলেই ওভার-অল চ্যাম্পিয়ন হওয়া যাবে। শুরু হল দুর্বল ছাত্রদের সবল করবার ‘ব্যায়াম’ অনুশীলন, পাশাপাশি পড়াশুনা চলত যৎসামান্য। পরীক্ষার খাতা দেবার পর আন-অফিসিয়ালি রেজাল্ট গণনা’র জন্য সবার প্রাপ্ত নম্বর লিখে জমা দিতে বলা হল। ‘আপাতত’ বেঁচে থাকার লোভে, যারা ফেল করেছে তারা প্রাপ্তির চেয়ে অধিক নম্বর লিখে জমা দিল। ফলাফল, প্রিফেক্টদের আন-অফিসিয়াল গণনায় সোহরাওয়ার্দি হাউস ওভার-অল চ্যাম্পিয়ন। সেই খুশীতে একটা দুইটা অগ্রীম মিছিল নামল, লাল রঙ ছিটানোর অগ্রীম হাল্কা উৎসব হল। ফাইনালি যখন নজরুল হাউস চ্যাম্পিয়ন হল, শরম আর লজ্জায় আসল রহস্য উদ্ঘাটনে তৎপর হলেন প্রিফেক্ট’রা। আসামীদের চিন্হিত করার পর ফায়ারিং স্কোয়াডে নিয়ে শুরু হল ফায়ার। বাংলা সিনেমার নায়ক টাইপ কালচারাল প্রিফেক্ট এক ঘুষিতে, এক আসামী্র, এক চোখ, বাংলা সিনেমার ভিলেনের মত ‘কালো’ বানিয়ে দিলেন। ‘আমি কিছু দেখতে পাচ্ছি না’ চিৎকারের পর দ্বিতীয় ঘুষিতে আসামীর অপর চোখটিও একই রঙ পেল। অতি চালাক বন্ধুটি যুদ্ধের এই ডামাডোলে শরণার্থী হলেন হাউস মসজিদে। ‘পাইছিরে, পাইছিরে’ শব্দ শুনে তিনি দ্রূত নিয়ত বেঁধে নামাজ ধরলেন … তারপর রুকুতে যাবার আর নাম পর্যন্ত নিলেন না। ‘পইড়া ল, পইড়া ল, এইটাই তর জীবনের শেষ নামাজ’ বলে মৃত্ত্যু প্রিফেক্ট দাঁড়িয়ে রইলেন শিকার কখন অপরাধ স্বীকার করবে।
৩। অতি চালাক বন্ধুটির ছদ্মনাম ছিল ‘প্রবাদ পূরুষ’। তিনি বাংলা’র চালু প্রবাদ গুলোকে নিজ গুনে শুধরে দিয়ে নিজের মত করে বলতেন।‘ইটকেলটি মারিলে, পাটকেলটি খাইতে হয়’, ‘বোঝার উপর আমের আঁটি’, ‘যার বিয়া তার ঘুম নাই, পাড়া-পড়শীর খবর নাই’, ‘ভাঙা হাড়ী ভাঙলে আর জোড়া লাগে না’ ইত্যাদি নানা নতুন প্রবাদ তার নামকরণের সার্থকতায় আমাদের ১০ এ ১০ স্কোর করতে সাহায্য করত। ক্লাস টুয়েল্ভ’এ তিনি তার রুম কদাচিৎ পরিচ্ছন্ন করতেন। একদিন রুম ধুয়ে মুছে পরিষ্কার করার পর কেউ একজন তার রুমে জুতা সমেত প্রবেশ করায় তিনি বিরক্তি ভরে বলেছিলেন ‘জুতা পইরা ঢুকিস না, আমি রুমে খালি ‘গায়ে’ হাঁটাহাঁটি করি’।
৪। সদ্য টয়লেট ব্যবহার করে বের হয়ে এসে ক্লাসমেটের সার্টে, ভেজা বাম হাত মুছে দিয়ে তিনি উল্লসিত স্বরে বলেছিলেন ‘আমি হা… ছু.. নাই’।
(যারা মোস্তাকীম টাইপ, ‘জুক্স’ কম বোঝে তাদের জন্য সহনীয় মাত্রা’র hints, ‘ছু…’= যে কর্ম না করলে বাম হাত গান্ধা হয় না, বরং অন্য কোন জায়গা গান্ধাই থেকে যায়।)
এইটা মিয়া কি বললেন??? :(( :(( :(( :(( :((
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
বণ্য'র জুক্স-এ ফালতু ডাউট দিছিলা তো তাই বললাম আর কি ... 😛
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :khekz: :khekz: =)) =))
গুল্লি গুল্লি...এটম বোমা মাইরা দিলাম। সিরুম সিরুম... হাসতেই আছি হাস্তেই আছি। :clap: :clap: :gulli2: :gulli2: :gulli2:
হাসি থামলে আওয়াজ দিস। 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:goragori: :goragori: :gulti: :gulti:
শেষ পন্ত তুইও 'রবিন রোগে' আক্রান্ত হইলি ?? x-(
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:goragori: :goragori: :khekz: :khekz:
:duel: যাক, ভাই অবশেষে লেখা দিছে ডজিং বাদ দিয়া
তুইও তো অবশেষে কমেন্ট'এ কিছু একটা লেখলি ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:shy:
এক নম্বরটা পইড়া অনেকদিন পড়ে হো হো করে হাসলাম। থ্যাঙ্কু থ্যাঙ্কু।
এইগুলারে ভগি জগি পোষ্ট কইলা। 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস, যাইষ্ট কি বলা চলে ...
আপনি লিখতে কইলেন তাই কুন কিছু চিন্তা না কইরা ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=))
তাইফুর মাম্মা, ফাট্টায়া দিছো গুরু। লাস্টে দিয়া মুস্তাকীমিয় মোরালডা জট্টিল হইছে =)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
থ্যাঙ্কু মাম্মা।
তুই আবজাব চালু কর, তোর পিলিজ লাগে। B-)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ল্যাখতামতো চাই ই, মাগার ল্যাখতাম পারিইইইনা :(( :((
সংসারে প্রবল বৈরাগ্য!
এইরম করলে কিন্তু খেলুম না :(( :(( :((
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
বাচ্চা পোলাপানের সাথে আমরা খেলি না।
:-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=))
সংসারে প্রবল বৈরাগ্য!
আমার মনে হয় এফ এইচ এর এ্যকাডেমিক্স কেউ হিসাব ও করতো না। এস এইচ আর এন এইচ এর টা হিসাব কইরা, ফার্ষ্ট সেকেন্ড ... টাইগার তো আগেই শিকার এ গেসে ধইরা নিয়া (অথবা শিকার থেইক্কা আইসা ঘুমাইতেসে ধইরা নিয়া) থার্ড কমন। সো আমাদের চিন্তা ও থাকতো না।
হায়রে আমাদের ব্যাচ। ঢুইক্কাই দেখি লাষ্ট ইয়ার এ হাউস রানার্স-আপ (৭ দিনের টার্ম এ, যাতে আমাদের কনো হাত নাই)। অতঃপর হাউস হইলো থার্ড ... টানা ৬ বছর (আমাদের ৬ বছর আর কি) ... বাইর হইলাম, লগে লগে হাউস হইয়া গেলো চ্যাম্পিয়ান (রানার্স আপ ও হইতে পারে, অন্তঃত লাড্ডাগুড্ডা না)।
তুই মনে হয় কুফা ... 😉
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আব্বার জিগায়। :grr: :grr:
এইটা বলে ভুকি-জুকি? =)) =))
সমকালীন সিসিবি ধারা বজায় রেখে আপ্নাকেও বিনয়ের অবতার উপাধীতে ভূষিত করা হলো B-) B-)
আমি, আর বিনয় ... হায়রে।
তাও তুই কইছস বইলা মাইনা নিলাম (আবার বিনয় ... 😉
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :gulti:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
তাইফুর ভাই, প্রথমে লেখা দেবার জন্য একটা :salute:
এরপর লেখাটা সেইরকম হবার জন্য আরেকটা :salute:
জয়তু ভগি জগি... :salute: (এইডা ফ্রি!! ঈদ অফার! দুইটার স্যালুটের লগে একটা পুরা ফ্রি... 😀 )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=)) =))
জটিল, আমাগো কমেন্ট স্টার জুনা আইসা গেছে... :clap:
তোরে ঈদ এর বোনাস দিলাম :salute: :salute: :gulli2:
সংসারে প্রবল বৈরাগ্য!
বস, কি করেন???
স্যালুট তো দিমু আমি...
আর আপনি আমারে দিবেন সালামী (no card, cash only! 😉 )... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
যাক, দেশ থেইকা এখনো শিষ্টাচার উইঠা যায়নাই :grr: :grr:
আয় আয় সালামী লইয়া যা।
কুনু কার্ড বিজনেস নাই, পুরাডাই ক্যাশ 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
ফৌজিয়ান ভাই, সালামি দেয়াডারে তো বিয়ার মতন কইরা ফালাইলেন...(বিয়াতে যেমন প্রথমে ছবি দেখায়, তারপর মাইয়া/পোলা দেখায়...সব ঠিক হইলে পরে বিয়া হয়... :-B )
যাইহোক, সালামির ছবি দেইখা আমার পছন্দ হইছে...ঈদের দিন আপনের বাড়ি গিয়া ওরে তুইল্যা আনুম নে... B-) :party:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তাইলে ব্যাক সাইডও দেখ
ভালোমতো না দেইখা ঘরে তুলা ঠিক হইবোনা :-B
সংসারে প্রবল বৈরাগ্য!
পাত্রীর...থুক্কু...সালামির ফ্রন্ট-ব্যাক সব পছন্দ হইছে...তাইলে ঈদের দিনই... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হ ঈদের দিনই, চইলা আসিস, দেরী করিসনা 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz:
কাইয়ুম ভাইয়া আপনেও কন যাননা। :))
আপনাদের দুইজন'ই :boss: :boss:
আমাগো দাওয়াত কই????
বস্ আপনে খালি জায়গায় বইসা আওয়াজ দিবেন, কান্ধে কিরা তিল্লা নিয়া আসুম :hug:
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :goragori: =))
জুনা, পরীক্ষা ক্যামন হইসে ??
কাইউম, ট্যাকাডা আমি ফুটাই দিলাম। তুই জুনারে পরে আবার দিয়া দিস। B-)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই, অন্য একখানে করা কমেন্ট তুলে দিলাম-
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
না হইলে একাডেমিক্সের লাইগা তোগো দুইটারে ধরুম, খাড়া x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি কলেজ ক্রিকেট টিমে আছি...আমার রেজাল্ট কাউন্ট হবে না 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমার সব আনন্দ সবার সাথে শেয়ার করি সব সময়-দুঃখ টাও শেয়ার করি এইবার।বিসিএসের জন্য গত ৯ মাস পাগলের মত পরিশ্রম করে আমি ঠিক উত্তর দিয়েছি মাত্র ৫১ নম্বরের(আশা করি ৫১ পাব)। প্রশ্ন সহজ ছিল-তবে একটু ট্রিকি আর কনফিউজং।৬০ পেলে প্রিলির জন্য মোটামুটি কনফার্ম।আল্লাহ মাপ করুন, আমি কোনকালেই খুব ভালো ছাত্র ছিলাম না কিন্তু ক্যাডেটদের সবচেয়ে খারাপ যে পড়াশুনায়-সেই আমার মত ছাত্রদেরও একটা মিনিমাম লেভেল থাকে।যেহেতু এবারই প্রথম নেগেটিভ মার্কিং,তাই বাকি সবার যদি কাছাকাছি অবস্থা হয়ে থাকে তাহলে আমার কিছুটা সম্ভাবনা আছে।বাসায় এসে দরজা বন্ধ করে শুয়ে ছিলাম-৯ মাস পাগলের মত পরিশ্রম করে অন্তত "হবে কি হবেনা" এই দ্বিধায় থাকার অবস্থা আমি অন্তত ডিজার্ভ করিনা কোনভাবেই।
সারাদিন বাসায় বসে ছিলাম।খুব খুব বেশি খারাপ লাগছে।তাই যাদেরকে সবচাইতে আপন ভাবি, সেই ক্যাডেট ভাইদের সাথে আমার কষ্টটা ভাগাভাগি করলাম।আপনারা আপনাদের এই ভাগ্যহত,অযোগ্য ভাইটির জন্যে দোয়া করবেন।
আজকে কামরুল ভাইয়ের বাসায় আসবেন? আড্ডা দিই। মন হালকা হইবো।
সবাই তো পঞ্চশের কাছাকাছি পাবে বলছে। এটলিস্ট আমি যতজনকে জিজ্ঞেস করছি।
ব্যাপার না। পেয়ে যাবেন।
আমিও তাই ভাবতেসিলাম।কখন আসবি?জানাইস।আমার তো ইচ্ছা করতেসে এখনি যাই গিয়া লাঞ্চের পরপরই।কষ্টটা ভুইলা থাকতে চাইতাছি।
আরে রেজাল্ট বের হতে দেন।।
দেওয়ার মালিক আল্লাহ, চেষ্টার মালিক আপনি।
এটা আমি সবসময় মানি। 😛
আপনার চেষ্টা আপনি করে গেছেন, বাকিটা উপরের।
মিষ্টি আগাম বুকিং দিয়া রাখেন। :grr: :grr:
ভাই রে,প্রিলি তো আর সব না।এর পর রিটেন আছে, ভাইবা আছে।যদি হয়া যায় কোনভাবে, আমার কথাটা নোট কর-পুরা সিসিবি রে দাওয়াত খাওয়ামু।
আফসোস-এত পড়াশুনা কইরাও সেইটা হবে কিনা বুকে হাত দিয়া বলতে পারতেছিনা।
প্রিলি হইলে আপনারে আর কেউ আটকাইতে পারবে না।
নোট কইরা রাখলাম। :-B :grr: :grr:
প্রিলি নিয়াই তো চিন্তা রে ভাই-এত কষ্ট কইরাও শিউর হইতে পারতাছিনা।
দুর শালা পড়াশুনা ছাইড়া দিমু।লাভ নাইক্কা-আমি যেই কুয়ার ব্যাং সেই কুয়ার ব্যাং এ থাকুম-পড়াশুনা কইরা কিছু হইবোনা।বিড়ালের ভাগ্যে কি আর শিকা ছিঁড়ে... 🙁
মাসরুফ, এত টেনশান নিস না।
তোর যে হবে, এতে আমার কুন ডাউট নাই।
('m not makin fun bro)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মাসরুফ,
আমি আমার ভাইকে চিনি...
আহসান ভাই,সর্বশক্তি নিয়োগ করার পরেও কখনো কখনো যুদ্ধে হেরে যেতে হয়-রয়ে যায় শুধু দুঃখটা।আমার স্রষ্টা প্রদত্ত মেধাও নেই, ভাগ্যের সহায়তাও নেই।শুধু একটা জিনিস আমি করতে পারি-পরিশ্রম।এতদিন তাই করে এসেছিলাম।দুঃখের বিষয়,এত পরিশ্রম করেও এখন দেখি আমার জয়ী হবার সম্ভাবনা খুব ক্ষীন।তাই খারাপ লাগছে।ভাগ্য যদি খুব ভাল হয় হয়তোবা তাহলে টিকে যেতে পারি।
তবে লড়াই ছেড়ে দেবনা,পড়াশোনা শুরু করেছি আবার।
এ ক্যাডেট নেভার গিভস আপ টিল্ হিজ লাস্ট ব্রিদ।সবাই দোয়া করবেন আমার জন্যে।
oi chinta koris na, hoiya jaibo
amio kabo :((
জুনা, মাস্ফু না খাওয়াইলে কইস ...
আমিই খাওয়াই দিমুনে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
x-( এতো দুঃখের মাঝেও আমারে মাস্ফু ডাকা বন করেন্নাই x-(
ব্যাপ্পারসনা মামা :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
:gulli: :gulli: :gulli: :gulti: :gulti: :gulti: :gulti: :khekz: :khekz: :khekz: :gulli2: :gulli2:
:clap: :boss: :salute:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কি খালি ইমটি মারছ।
তোরা ভাল, খারাপ কিছু একটা হইলেও 'সমালোচনা' করলে ভবিষ্যতে শুধরে নেবার ক্লু পাই।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ক্লুতো বস ইমটিতেই দিছি। ইমটি পাঠ করেন 😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমার টয়লেটে যাওয়ার আরেকটা কারণ ছিল। মাইগ্রেন ছিল। প্রেপের সময় মাথা ব্যথা উঠলেই টয়লেটে গিয়া বইসা থাকতাম। সেই সব দিন মুনে পুড়ে গেল
মাইগ্রেন আমারো ছিল, এখনো আছে ... 🙁
টয়লেটে বইসা থাকলে 'মাইগ্রেন' ভাল হয়, এইডা আগে কবি না ?? x-( 😉
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মাইগ্রেন আমারো ছিলো, কিন্তু তার সাথে টয়লেটের সম্পর্কটা কি কওতো?
আমি অবশ্য বেডের রডের সাথে মাথা চেপে শুয়ে থাকতাম।
www.tareqnurulhasan.com
:khekz: :khekz:
আমাদের বেডে রড ছিল না। 😀
অবশ্য সিনিয়র'রা মাঝে মাঝে একটা, দুইটা দিত, তয় এমন জায়গায় দিত যে ওই জায়গা থিকা বাইর কইরা "মাথা চেপে শুয়ে থাকা" সম্ভব হত না। :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=)) =)) =))
ভাই আপনের থেকে inverted commaর অনেকগুলা ব্যবহার শিখলাম। :clap: 😉 😛
তোরে শিখাইতে পাইরা 'মহিমান্বিত' হইলাম।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফ,
ভাইরে, হাসতে হাসতে গড়াগড়ি অবস্থা এক্কেবারে...।
২নম্বরটা তো লাজওয়াব...।
ভগি জগি লেখা বস
পড়সেন যে তাতেই আমি 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফ, আরেকটা বিখ্যাত উক্তি তো ভুইল্যাই গেসোস,
"ভাঙ্গা হাড়ি ভাইঙ্গা গেলে আর জোড়া লাগেনা"
সাল্লু মামা,
আসল ডাইলগডাইতো মিস করি ফালসি।
ইশশশশশ
মনে করাই দিলি বইলা তোরে খাটো করলাম। 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দোস্ত 'ভাঙা হাড়ী' ডাইলগ আপডেট করি দিলাম
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমিও আবার তোরে খাটো করলাম।
এই টাইপ কথোপকথন চলতে থাকলে খাটো হইতে হইতে দুইজনই নাই হইয়া যামু ।
তাইলে তোরা দুইটা অফ যা, আমি আয়া পড়ছি 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইউম তো হেব্বি লম্বা ...
ওরে খাটো করলে সমস্যা নাই ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:hug:
সংসারে প্রবল বৈরাগ্য!
তাইফুর ভাই, আপনে একটা বস্! :salute: :salute: :salute:
একদম সিরাম হইসে! :gulli2: :gulli2: :gulli2:
তুইও লেখাটেখা দে রে ভাই
কমেন্ট-টমেন্ট করি-টরি
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বস্! দিলেন তো ঝামেলায় ফেইল্যা! আমি কিছু লিখলে তো ওইগুলা অখাদ্য হইব! আমারে দিয়া লেখালেখি হইব না বস্!
বিনয়ের অবতার লিষ্ট আপডেট করার জন্য কর্তৃপক্ষ কে অনুরোধ করছি।
আরও একজন পাওয়া গেছে।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ঠিক। তানভীর ভাইকে তার সুন্দর খোমা এবং রঙ্গীলা ফতুয়া সহ বিনয়ের অবতার লিস্টে আপডেট করার অনুরোধ জানাই। 😀
তার আগে বাধ্যতামূলক লেখা জমা দিতে হইবেক ... :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই , আপনের অনেক প্রতিভার কথা আমি কলেজ এ থাকতেই জানতাম! কিন্তু আপনে যে এত ভাল লেখেন এইটা জানতাম না !! আজকে এক ধাক্কায় আমি আপনার সব কয়টা লেখা পড়ে ফেললাম ।সব কয়টা লেখা অসাধারণ।ফাটাফাটি !
আপনি মনে হয় আমাকে চিনতে পারবেন না।আমরা আপনাদের ইলেভেন থেকে পাইসি।
আপনি এখন কই আসেন ?
আর দয়া কইরা আরও লেখেন !
ওমর হাবিব,
বড় ভাইরে লইজ্জা দেও ... কেমুন বেইন্সাফি কারবার।
taifur1644@gmail ... মেইল কইরো ... 😉
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ওরে না রে..... কেউ আমারে ধর... :goragori: :goragori: :goragori:
আসতে পড়, শেষ আবার পইড়া ব্যাথা পাইবা। :grr:
ধরার কেউ আসছেনা দেখি। 😕
তাইফুর ভাইয়া দেরীতে হলেও পড়েছি, হাসতে হাসতে পিরা। 😀
ভাইরে......হাসতে হাসতে মিরা যাওয়ার দশা...... =)) =)) =))
:pira: :pira: :pira: :pira:
কতদিন পর পইড়া আবার মিজা পাইলাম মামা...