ইহা একখানা কপি-পেস্ট ব্লগ

(ভাই যারা সিসিবির লোক তারা লগান, আর বাকীরা দয়া কইরা অফ যান)

…………

মোর নাম এই বলে খ্যাত হোক, আমি সিসিবির লোক। 😀

(অফটপিকে কইঃ আর বাদ-বাকী সবডি আমার নিজের লোক) ;))

যার যার ইচ্ছা মিস্টি খান, আর বিল দ্যান। ভাউচারে আমি সাইন দিমুনে, প্রিসু স্যারের পারমিশন আছে।

৭,৩২৮ বার দেখা হয়েছে

১৩২ টি মন্তব্য : “ইহা একখানা কপি-পেস্ট ব্লগ”

  1. ফয়েজ (৮৭-৯৩)

    এইসব পোস্টে রেটিং উন্মুক্ত করে দেয়ার দেলওয়ারী আহবান জানাই। আমি একের বেশী রেটিং করতে পারি না কেনু কেনু কেনু..................।। :grr:


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    কিন্তু ফয়েজ ভাই
    'ইহা একখানা কপি-পেস্ট বগ্ল'

    এই 'বগ্ল'টা কী জিনিস? :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    খ্যাত হোক মোর নাম এই বলে , সিসিবির লোক আমি।

    পোস্টটা রেখে ফয়েজ ভাইকে স্টিকি করার অনুরোধ করছি। :thumbup: :thumbup: :thumbup:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. তানভীর (০২-০৮)
    পোস্টটা রেখে ফয়েজ ভাইকে স্টিকি করার অনুরোধ করছি

    :pira: =)) =)) =))
    সকল সিসিবিয়ানদের জন্মদিনের শুভেচ্ছা ।
    অ .ট. বাদ বাকি আমরা যেহেতু ফয়েজ ভাই এর লোক ,তাই ফয়েজ ভাইয়ের ডাইন হাত হওয়ার আবেদন করলাম 😛

    জবাব দিন
  5. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    রাত ২টায় সবগুলা লুঙ্গি পিড়া প্যারেড গ্রাউন্ডে ফল-ইন! মেয়েরা অবশ্য স্লিপিং স্যুটে থাকবে! :grr: :grr: :grr:

    ফয়েজ কাল সকালে আমি মিস্টি খাওয়া পার্টির সবগুলার নাকের আর চোখের পানির বন্যা দেখতে চাই!!!

    B-) B-) B-)


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  6. সামি হক (৯০-৯৬)

    হে হে হে দেরীতে আসছি ভালো হইসে মিস্টিও খাই নাই, কালকে ফলইন করাও লাগবে না।

    তয় একটা কথা ছিল প্রিন্সু স্যার ফয়েজ ভাই নিজেওতো সমানে মিস্টি খাইছে, তো আমি কি সবাইরে ফলইন করায়ে চোখের পানি নাকের পানি এক করাইতে পারি? :grr: :grr:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।