প্রেম করেছিলাম দুজনেই
কিন্তু,ছ্যাকা খেয়েছি একা
গতকাল রাতে ফোনে বলেছে
দেবেনা আর দেখা।
আমার প্রেম নাকি খুবই সস্তা
তারটা ব্যাপক দামী
নতুন একটা খুজে পেয়েছে
তাকেই বানাবে স্বামী।
মাসের শেষে টিউশনির টাকায়
চাইনিজ খাওয়াতে হত
সপ্তাহ শেষে চিকেন কাবাব
ওয়েস্টার্ণ গ্রিলে খেত।
কল করতাম শুধুই আমি
দিতে হত ম্যাসেজ
শুক্রবারে লিখে দিতাম
অ্যাসাইনমেন্টের প্যাসেজ ।
রোজ সকালে ক্লাসের আগে
দিতাম ফ্লেক্সিলোড
ফেসবুকেতে নতুন করে তাই
লিখল প্রেমের কোড।
বান্ধবীদের খাওয়াতে তুমি
দিতাম আমি বিল
হলে ফিরে দেখতাম আমি
পকেট আমার নীল।
কোন ছেলে কল দিলে
বন্ধু হত তোমার
দেখাও করতে চুপি চুপি
মানা ছিল না আমার।
অন্য কোন মেয়ের সাথে
দিতেনা বলতে কথা
কাউকেই তখন পারিনি বোঝাতে
আমার মনের ব্যাথা।
জন্মদিনের আগের রাতে
দিতে গিফটের লিস্ট
ভাইবোন তোমার সবাইকে
খাওয়াতে হবে ফিস্ট।
ঈদের আগে আমার টাকায়
কিনতে তুমি ড্রেস
না চাইলেও দিতাম তা
প্রেম রাখতে ফ্রেস।
আজ আমি বেকার মানুষ
পকেটটাও ফাকা
মন ভরেছে,শান্তিতে আছি
খেয়ে প্রেমের ছ্যাকা।
=)) :clap: :clap:
:shy:
এমন প্রেম হলে, ছ্যাঁকা খাওয়াই ভালো। :))
তা ঠিকই বলছেন 😉
ঝাক্কাছ 🙂
ধন্যবাদ :hatsoff:
এমন প্রেমের দরকার নাই ভাই :))
তাইলে আগে থেকেই সাবধান হয়ে যান 😡
আমার তো মনে হয় তোমার তাহলে ছ্যাকা খেয়ে জান ছুটছে ভাই। দুঃখ হইতাছে ঐ নতুন *** এর জন্য।
ছ্যাকা খাইতে পারলে তো ভালই হত :khekz:
এমন প্রেম হলে, ছ্যাঁকা খাওয়াই ভালো
:)) :)) :)) :)) :))
এ দেখি টাকার প্রেম :gulti: :gulti: :gulti:
আমারও তাই মনে হয় 😉
হা হা হা .... বিয়াপক মজা পাইলাম :))
ধন্যবাদ :hatsoff:
জটিল...... :)) =)) =))
ধন্যবাদ ভাইয়া :shy:
এই রকম আসলেই হয় নাকি ????
হইতেছে অহরহ 😛
কুন যুগে আছেন মইনুল ভাই?? 😀
প্রেম তো না...যেনো পুরা রিসেশন...
হা হা হা 😛 😛 😛
অস্থির !! =)) :hatsoff:
তবে সাবধান B-)
.........ওরে রে, পুরাই সিরামমম লিখছস রে ।।। =)) =)) =))
ধন্যবাদ ভায়া :hatsoff:
সোয়াগতম রে ।।। 🙂
তোমার কবিতা গুলা পড়েছি
মজার কবিতা
সবচেয়ে মজা ২য় লাইনে ছন্দের মিল, এটা আনা সত্যি কঠিন তুমি এইটা মনে হয় খুব সহজে নিয়ে আস
ব্রাদার চালিয়ে যাও :tuski: ডিজুস স্টাইলে :salute:
বিয়াপক বিয়াপক মজা পাইছি :))
আহসানুল ময়েজ
ভাইয়া, আপনারে :salute: আর :teacup:
ইয়াহু :goragori:
:gulli:
:khekz:
=)) =)) =))
হাসার জন্য সর্রী কিন্ত দারুন হয়েসে লিখাটা.কি দরকার এমন প্রেম আর.
কি খবর বন্ধু... ছ্যাকা কেন এতো..!!!! তয় লেখাটা জোস হইছে..
-আলীম হায়দার.1312.
আমার খবর ভাল।তোর??
ছ্যাকা ছাড়া কি মানুষ বাচে বল!!! 😛
সিরাম :khekz: :khekz: :boss:
"রোজ সকালে ক্লাসের আগে
দিতাম ফ্লেক্সিলোড" (আহা, সত্যি যদি দিত ... ;)) )
তাইলে তো ছ্যাকা নিশ্চিত =))
ভাইরে কবিতায় ত কয় ম্যালা দিনের রিলেশান। আজীব তো......। এতদিন টিকে নাকি আজকাল...!!!!! 😮
তাইতো!!এটা তো মনে আসে নাই 🙁