আজাদ ভাইয়ের পোস্ট দেখে আমার মনে পড়ে গেল যে ছোটবেলায় এরকম কিছু ছন্দ আমিও শুনেছিলাম। আজ আর কিছু লাগিয়ে দিলাম…….
আমি ছেলে তুমি মেয়ে
আমি কাজি তুমি বিয়ে।
আমি আয়না তুমি চিরুনি
আমি পোলাও তুমি বিরিয়ানি ।
আমি বাড়ী তুমি ঘর
আমি নদী তুমি চর ।
আমি চেয়ার তুমি টেবিল
আমি ডিজেল তুমি মবিল।
আমি ভাল তুমি পাগল
আমি গরু তুমি ছাগল।
আমি বই তুমি কলম
আমি ট্যাবলেট তুমি মলম ।
আমি বৃষ্টি তুমি ছাতা
আমি চুল তুমি মাথা ।
আমি টাকা তুমি পয়সা
আমি দাঁড়ানো তুমি বসা ।
আমি শার্ট তুমি টাই
আমি আছি তুমি নাই ।
আমি ফুল তুমি কাটা
আমি ময়দা তুমি আটা ।
আমি সূর্য তুমি চাদ
আমি মেঝে তুমি ছাঁদ ।
আমি কীবোর্ড তুমি মাউস
আমি অজ্ঞান তুমি বেহুস ।
আমি পর্বত তুমি পাহাড়
আমি খাবার তুমি আহার ।
আমি পাতা তুমি গাছ
আমি পুকুর তুমি মাছ ।
আমি আকাশ তুমি মেঘ
আমি ত্বরণ তুমি বেগ ।
আমি লাল তুমি নীল
আমি খাল তুমি বিল ।
আমি মোবাইল ফোন তুমি সিম
আমি মুরগী তুমি ডিম ।
আমি আম তুমি কলা
আমি শক্ত তুমি ঢিলা ।
………….আরো কত কী যে ছিলো তা মনে নাই।নতুন আরও কিছু মনে পরছে।কিন্তু লিখতে বসলে মনে হয় শেষ হবে না।
নিজ দায়িত্বে লিখে নিয়েন.
অনেকদিন পর 😛
:clap: :clap:
সাবাস !
তবে শিরোনামে ব্যাকরণগত ভুল আছে
আমি আর তুমি = আমরা হয় না
আমি + তুমি + সে = আমরা :((
:))
চ্যারিটি বিগিনস এট হোম
সে এখনো আসে নি।আসলে যোগ করে দেব 😛 😛
আমি অনেকটা এভাবে জানতামঃ
"তুমি খাতা, আমি কলম;
আমি ব্যাথা, তুমি মলম।"
চ্যারিটি বিগিনস এট হোম
হ বস,আন্নে ঠিকই জান্তেন,ইডা দন্ত্যস রসুনের অণুকাব্য :boss:
আমিও শুনছিলাম 😉 😉
এইটা ভালো পাই।মুরগীরে ......সমান লাইক করি কিনা তাই।
ভালো লিখসিস।খুবি মজা পাইলাম। :)) :))
দিনে দুইবার ডিম খাওয়া ফরজ =)) =))
:clap: :clap:
লিখ্যা ফালান :clap: :clap:
মাহেদী ভাইয়ের কমেন্টো আজকাল বৈষয়িক হয়ে গেসে...... 😛
অনেকদিন পর...
:))
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
তুমিও লিইখ্যা ফালা দাও :clap: :clap:
😀