আমি তোমাকে অভিশাপ দিচ্ছি
তুমি আর কথা বলতে পারবে না।
কথা বলতে গেলেই কুকুরের মত ঘেউ ঘেউ
শব্দ বের হবে তোমার মুখ থেকে।
আমি তোমাকে অভিশাপ দিচ্ছি
তুমি আর কাঁদতে পারবে না।
যখনই তুমি কাঁদতে যাবে ফোটা ফোটা
রক্ত বের হবে তোমার চোখ থেকে।
আমি তোমাকে অভিশাপ দিচ্ছি
তুমি আর নিঃশ্বাস নিতে পারবে না।
যখনই নিঃশ্বাস নিতে যাবে, পৃথিবীর সকল দুর্গন্ধ
সব আবর্জনা তোমার নাকে প্রবেশ করবে।
আমি তোমাকে অভিশাপ দিচ্ছি
তুমি আর খেতে পারবে না।
খুব খিদে পেলে যখন খেতে যাবে
খাবারগুলো পোকা হয়ে কিলবিল করতে থাকবে।
আমি তোমাকে অভিশাপ দিচ্ছি
তুমি আর হাঁটতে পারবে না।
পথে বের হলে প্রতিটি ধূলিকণা কাঁটা হয়ে
তোমার পায়ে বিধে রক্ত ঝরাবে।
আমি তোমাকে অভিশাপ দিচ্ছি
তুমি আর কিছু শুনতে পারবে না।
অনেক আগ্রহ নিয়ে যখন কিছু শুনতে যাবে
মৃদু সুরও তোমার কাছে বজ্রপাতের চেয়েও ভয়ঙ্কর লাগবে।
আমি তোমাকে অভিশাপ দিচ্ছি
তুমি আর কিছুই ভাবতে পারবে না।
সবকিছু মেনে নিয়েও যখন বাঁচতে চাইবে
তখনই আমি আবার অভিশাপ দেব।
তুমি ধ্বংস হয়ে যাবে।
১ম 😀 😀
জব্বর 😛
😀 🙂
১ম হইছি :tuski: :tuski:
অন.ট. আমীন, কারে এতো অভিশাপ দিলা? যারেই দাও হের লাইফ পুরা খতম।
১ম হইতে পারেননি ভাই 😀
কাউরে দেই নাই,তবে কেউ বেঈমানী করলে তার যে খবর আছে সেইটা আগে থেকেই বুঝাইলাম আর কি :grr:
~x( ~x( ব্যাপার না। নেক্সট টাইম।
বেস্ট অব লাক :no:
ওরে,অভিশাপে কাজ হয়না-যা দরকার তা হইল ডায়রেক্ট একশান।আমাগো এক বড় ভাই জুম্মা প্রেয়ার ফাঁকি দিয়া পড়াশুনা করছিলো-ধরা খাওয়ার ফলে এক স্যার উনারে "অভিশাপ" দিছিলেন যে উনি জীবনে প্রতিষ্ঠিত হইতে পারবেন না।সেই ভাই ইন্টারে সারাদেশে ফার্স্ট হয়া এখন কেমব্রিজে পিএইচডি করতেছে ~x( ~x(
:boss: :boss: :clap: =))
এত্তভিশাপকার্জন্যরেভাই ????
কারো জন্য না 😉
এইটা কি কবিতা? 🙁 😕 😮 :-B :-/
চ্যারিটি বিগিনস এট হোম
না ভাই,এইটা হল আমারতরফ থেকে অভিশাপ বাণী x-(
কবিতা হিসেবে ভাল্লাগে নাই...অভিশাপ হৈলে ঠিকাছে...লাইফ হেল :thumbup:
কবিতা হিসেবে ভাল না লাগারই কথা 😉
অভিশাপ বাণী পড়ে পরানটা জুড়ায় গেল। 😀
আমারো একজনরে ইরাম অভিশাপ দিয়ে মঞ্চায়। 😉
জটিল অভিশাপ।তয় এ্ককান কতা,থুতু উপরে ছিটালে তা কিন্তু নিজের গায়েই লাগে।
আপনার প্রানটা জুড়াইছে শুনে ভাল লাগ্ল আপু :goragori:
ছিঃ বেরেক আপ হইছে বইলাই অভিশাপ দিতে হবে? ;;; "তার সুখেই আমার সুখ" বইলা ভাব নিয়া সুখী হওয়াটাই বাঞ্ছনীয় :-B
মাস্ফু ভাই, পিন্টু আমারে কইলো এইডা নাকি আপ্নের নয়া টেকনিক 😛 😛 :grr: :grr:
আমার বেরেক আপ নিয়া আপনার মনে হয় খুব টেনসন লাগতেছে!!নাকি আপনি খালি ছেকা খান আর সুখের জন্য দোয়া করে বেড়ান,কী ব্যাপার মাস্ফু ভাই?? 😉
রাব্বী ভাই,আপনি ঠিক ধরছেন
🙁 আমার বেরেক আপ হয়নাই এখনো-তয় মাঝে মাঝেই সুতার উপ্রে দিয়া ঝুলে-কুনোমতে মাপ টাপ চায়া ঠিক করি... :((
ইয়ে,লাস্ট জনরে সুখের দোয়াই করছিলাম-শুনছি সে এখন হিজাব করে 😮 😮 😮
আল্লাহ বস,আমার বস হইয়াও ভাতিজি-জামাই হওনের চান্স হারায়েন না,আমার চাচাগিরি ফলাইতে পারুম না আপনের উপরে :(( :(( লাইগা থাকেন 😡 :thumbup:
🙁 তোর ভাতিজি আমারে বড়ই দৌড়ের উপ্রে রাখে রে 🙁
দিনে দিনে কত টেকনিক দেখবো! ;))
ওরেবাপ্রে এইটাকিদিলিরে?
🙁 মতিন ভাই,ডর লাগতেছে 🙁
ওয়েট করেন,আরো আসতেছে :gulli2: :gulli:
খাইছে, তুমি দেখি চরম প্রতিহিংসাপরায়ণ!
এতো অভিশাপ দেয়া মোটেও ভালো না!
:chup: আমি ভাইয়া এর চেয়েও ভয়ংকর :duel:
শামসুর রাহমান এর মত তোমার অভিশাপ গুলা যুদ্ধাপরাধীদের দাও
ভাল শোনাবে ... (সম্পাদিত)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
যার যাকে ইচ্ছা দিয়ে দেন,কোন সমস্যা নাই :gulti:
শুধুই অভিশাপ ... খবরই আছে
তাতো থাকতেই হবে,পুরা ১০টার ইংরেজী সংবাদ ~x(
eida ki dili re
ক্যান বুঝেন নাই নাকি?? 😛
আল্লাগো,ডরাইছি 🙁
ডরায়েননা ভাইজান,তাইলে পরের গুলান হজম করতে পারবেননা :khekz:
ঐ তুই জে এইরকম কবি হইসস এইটা তো নতুন জানলাম রে।।।।
রঞ্জনা আমি আর আসবো না...
ধইন্যবাদ :grr:
:bash:
রঞ্জনা আমি আর আসবো না...
=)) :))
🙁 🙁
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
কষ্ট পাইলেন নাকি?? :(( :((
ধুর ভাল্লাগে নাই
এইটা কোন কথা হয়লো??
আরে আপনি তো দেখি সিরিআসলি নিয়ে নিলেন কবিতাটা 🙁 🙁
অভিশাপত বিশ্রীই হয়রে বোন্টি। 😀
ঠিকই কইছেন 😛
সাংঘাতিক 😀
মারাত্মক হইছে না?কি বলেন??? 😛