আমি নিজে ক্রিকেট খেলা খুব পছন্দ করি। আর সেখানে সবচেয়ে প্রিয় (!!!) ব্যাটসম্যানটির নাম জাভেদ ওমর বেলিম। যার নামেই আমি ভয়াবহ ভাবে আৎকে উঠি। তার নিরীহদর্শন চেহারা নিয়ে মাথে দাঁতে দাঁত চেপে সে সংগ্রাম করে আর আমরা হই বিরক্ত। এমন কুৎসিত স্লো ব্যাটিং কেমনে সম্ভব। যা হোক বদনাম করার জন্য এই পোস্ট না বরং সিসিবিতে আমার জাভেদীয় স্লো ফিফটির ঘোষণা দিতে এত ভূমিকা করা। এহসান ভাইয়ের ঝাড়ির কথা মনে রাইখা পোস্ট যাতে যথেষ্ট “আজাইরা” না হয় সে ব্যাপারেও আমি সম্পূর্ণ সজাগ। তাই আগে ভেবে রেখেছিলাম একটা ব্যাক্তিগত ঘোষণা দিতেই ৫০তম পোস্ট দিবো। আপাতত সেখান থেকে সরে এলাম। এই পোস্টে বরং কিছু স্মৃতিচারণ করা যাক।
ক্যাডেট কলেজের অনেক স্মৃতি নিয়ে আমি ভাবি। হঠাৎ করেই আমার মনে প্রশ্ন এলো আচ্ছা প্রথম দিন প্রথম কথা কার সাথে বলেছিলাম। যরা অনেক কথা বলে তাদের জন্য ব্যাপারটা কঠিন হলেও তখনকার অন্তর্মুখী আর স্বল্পভাষী আমার জন্য উত্তরটা সহজ। আমার পাশের বেডের ফর্সা মতো শুকনা একটা ছেলে। আমার লকারের প্রকাণ্ড তালা দেখে কৌতুকের সুরে সে বলেছিল, ভাই তোমার এটায় কি গুপ্ত ধন আছে? রাসিক প্রশ্নের কোন রসিক উত্তর এই তীব্র বেরসিক আমার কাছে থেকে সেদিন আসেনি। সেই দিনটার কথা ভেবে কারণ ছাড়াই ইমোশনাল হয়ে যাই।
ক্লাশ সেভেনের সময়টা খুব কঠিন। মসজিদ থেকে দৌড়ে আমাদের ফলিনে যেতে হতো। আর শেষ ৫ জনের পর যারা আসবে তাদের জন্য বরাদ্দ ছিলো রুমলিডারের সাথে দেখা করার হুলিয়া। অতএব মসজিদ থেকে আসার পথে আমাদের প্রতিযোগিতাটা হতো বেশ তীব্র। একজন আরেকজনকে কসরত করে কাটিয়ে রাস্তা ব্লক করার ব্যাপারটা ছিলো বেশ প্রকট (ক্লাসমেট ফিলিংসের ব্যাপারটা তখনও মনে হয় সেভাবে গড়ে উঠেনি)। এমনি এক সন্ধ্যায় দৌড়াচ্ছিলাম। রাস্তায় স্যান্ডেল খুলে যাওয়ায় একটু পিছে পড়ে গেছিলা। আমার সামনের দুজনকে সুনিপুন দক্ষতায় কাটিয়ে এগিয়ে যাচ্ছি। শেদের পাশ দিয়ে বেরিয়ে ঘাসের উপর আমি এমন সময় একটা শব্দ হলো আর দেখতে পেলাম আমার পাশ দিয়ে কে যেন উড়ে গেল। দূরে গিয়ে পপাত ধরণীতল হয়ে পা ভেঙে ফেলা আমার সেই বন্ধুটিকে দেখতে পাই।
আমার সেই বন্ধুটি খুব ভালো ছবি আঁকতো। আর হ্যা খুব জোসিলা কবিতা লিখতো। তবে এই বাইরে অনেক সীমাবদ্ধতায় আক্রান্ত ছিলো সে। আর ড্রিলের মাঠে সে ছিলো আমার মতোই এনসিও শ্যেন দৃষ্টির প্রধান টার্গেটদের একজন। আমার এবং তার জন্য স্টাফদের কাছ থেকে “নমুনা ক্যাডেট” নামটা বরাদ্দ হয়ে গিয়েছিলো। তবে হ্যা আমি খুব বেশি অমিশুক হওয়ার কারণে সেই সময়গুলোতে কখনো তার কাছে যাওয়া হয়নি। কিন্তু তার ভিতরকার (কিংবা ক্লাশমেট সবার ভিতরকার) সত্তাগুলোকে আমি খুঁজতাম আমার মত করে।
ক্লাশ নাইনে কোন এক স্টেজ কম্পিটিশনে নাম লিখিয়েছিলো। তার ভাগ্যটা খুব ভালো যায়নি। ইতিহাসটা লজ্জা আর অপমানের। সেদিন সে স্টেজে গিয়ে ডায়লগ ভুলে গেছিলো। হাউস মাস্টার হাউস অফিসের সামনে দাঁড় করিয়ে ডায়লগ মুখস্থ করিয়েছিলেন। অন্য কেউ হলে হয়তো এখানেই স্টেজ কম্পিটিশন কে বিদায় বলে ফেলতো। কিন্তু সে থামেনি। বরং তা তাকে তাতিয়ে তুলেছিল আর হ্যা সেই ছেলেই কলেজে ফার্স্ট হয়ে আইসিসিএলসিএম এ গিয়েছিলো। হাউসের করিডোরে তার “গাজী গাজী ” উদাত্ত চিৎকার খুব বেশি মনে পড়ে।
তারপরে, তারপরের কাহিনী ইতিহাস। সেই ছেলেটির মাঝে দেখেছি অসীম প্রাণ কঠোর জেদ। দেখেছি একজন অখেলোয়াড়ের কলেজ কাঁপানো বাস্কেটবল প্লেয়ারের দেখেছি একজন হাইজাম্পারকে যে নিজেকে অতিক্রম করেছে শুধু তার ডেডিকেশন দিয়ে। দেখেছি কল ফাটানো কাঁঠাল চুরি সহ অনেক কাহিনীর এক হিরোকে। দেখেছি সেভেনের সেই ছিটকে পড়া ছেলে কিভাবে ক্যাডেট কলেজকে জয় করেছে কলেজকে। এমনি অনেক অনেক কাহিনী বলা যাবে, বলা যাবে লাইফের প্রথাবিরোধী ডিসিশন চিয়ে চমকে দেয়া প্রচলিত ধারণাকে ছুড়ে ফেলা এক বিজয়ীকে,বলা যবে একজন হিরোর গল্প যার ভয়ঙ্কর ডেডিকেশন ক্রমাগতই ছাড়িয়ে যাচ্ছে সবকিছুকে। অনেক কিছু মনে আসছে কিছুই কলমে আসছে না হিরোর বন্দনার অমর্যাদার ভয়ে। তবে হ্যা একটা কথা বলাই যায় , আমাদের মির্জাপুরের ৩৪তম ব্যাচের প্রথম সফল প্রেমিক পুরুষ সে। সে এই ব্লগের একজন —- সবার প্রিয় তৌফিক।
৩রা মার্চ তৌফিকের জন্মদিন ছিলো বা আছে। কনফিউশনের কারণ আমার সময় আর তৌফিকের সময়ের পার্থক্য। আমার হিসাবে ৪ঠা মার্চে পৌছে গেছি তবে তৌফিকের ওখানে এখনও ৩রা মার্চ আছে। অএব শুভ জন্মদিনে বন্ধুকে স্যালুট
(সিসিবির জন্মদিন প্রিফেক্ট রা যে নাই সেটা ভুইলা গেছিলাম। আর সাথে আমার অফিস কাজ লোডশেডিং ব্লা ব্লা ব্লা….. এর কারণে পোস্ট টা দেরি হয়ে গেলো। আর ফাউজুলের জন্য পোস্ট টি দেখে একটু দ্বন্দ্বেও পড়ে গেছিলাম। তারপরেও পোস্ট টা দিয়ে দিলাম।)
১ম
তৌফিক ভাইয়াকে হ্যাপী বার্থডে
ভাইয়া??? বেলাডি জুনিয়ার...... আমি তোর দুলাভাই হই... 😀
যাকগা... নামটা দেখে পোলা না মাইয়া বুঝতে গেছিলাম প্রোফাইলে। গিয়া দেখি, আমার কলেজসূত্রে শ্যালিক। 😀
অনেক অনেক ধন্যবাদ। 🙂
শ্যালিক কি জিনিস জাতি ঝাণ্তে চায়.....
শ্যালিকা... মিস্টেক হইয়া গেছে 😀
😀 😀 😀
আম্মা তমার মাইয়ায় দুলাভাই পাইছে,ব্লগে আইসা দুলাভাইও পাইলাম :boss:
তৌফিক ভাইকে জন্মদিনের অনেননক শুভেচ্ছা
কি ভনু, ভালো আছ? অনেক ধন্যবাদ। 🙂
দ্যাশে আইলেন আর গ্যালেন......... 🙁
আফসুস দেখা হইল না :((
বিয়াপার নাহ.........নেক্সট টাইম স্টার কাবাবে ;;;
হেপি বাড্ডে ভাই :party:
আমিন ভাই হ্যাপি ফিফটি :thumbup:
ইনশাল্লাহ, স্টার কাবাবে। সবার সাথে দেখা হওয়ার পূর্বশর্ত হইল গিয়া ঢাকার বাসিন্দা হওয়া, যেইটা আমি না। 🙁
ব্যাপার না, দেয়ার অলওয়েজ ইজ আ টুমরো। 🙂
অনেক ধন্যবাদ রেজওয়ান। 🙂
আমারে শুধু হ্যাপি ফিফটি কইলে হবে না। শুভ জাভেদীয় ফিফটি। ১৭ মাসে ৫০। আমার চেয়ে স্লো মনে হয় একজনই আছে। কী বলেন কাইয়ুম ভাই?
কি বলেন কাইয়ুম ভাই...?? :grr:
২য়
:party: :party:
কেক্কুক কই????
R@fee
অই বেটা x-(
আন্ধা হইয়া গ্যাছস নি 😡
আরে ভাই delete ও করতে পারতেসি না
~x( ~x( ~x(
R@fee
কেক্কুক খাইয়া বিলটা আমার নামে পাঠায়ে দিস 😀
তৌফিক শুভ জন্মদিন... :party:
@আমিন,
আপাতত ৫০তম পোষ্টের শুভেচ্ছা জানালাম... :thumbup:
অন্য শুভেচ্ছাটা তাইলে পরেই দেই... ;;;
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:shy: :shy:
আমিন লাজুক হাসি দেয় ক্যান জাতি জানতে চায় :grr:
@জুনা ভাইঃ ভালো আছেন? আপনারে আসার আগে কল করা হইল না। দোয়া রাইখেন। অনেক ধন্যবাদ। 🙂
লাজুক হাসির কারণ ৫১ তে গিয়ে জানা যাবে। সেটা অবশ্যই স্বাধীনতা দিবসের আগে আসছে।
াওনেক কিছু কয়া ফেলছি। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট।
আগাম শুভেচ্ছা রইল। 🙂
ইশারা ক্যাচ করসি।খামু কবে? 😀
সেটা জানতে চোখ রাখ সিসিবির পর্দায়......
২য়
:party: :party:
কেক্কুক কই??
R@fee
শুভ জন্মদিন।
আবার দেশে আসলে তোকে আমি তিন প্রহরের বিল........... 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ইনশাল্লাহ... কামরুল ভাই। দোয়া রাইখেন। অনেক ধন্যবাদ। 🙂
একই অঙ্গে এত রুপ ধারণকারী তৌফিক ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। 😀
সাতেও নাই, পাঁচেও নাই
অনেক ধন্যবাদ জিহাদ। উপকার করছো অনেক 🙂
এত গুণ তো জানতাম না 😛 , তবে মিলা আপুরে যখন পটাইতে পারছেন, তখন গুণী মানুষ বলে বুঝতে পারছিলাম 😛 ।
শুভ জন্মদিন ভাইয়াআআআ। তিন প্রহরের বিল তো পাইতেছি না, ভাবীরা সাথে নিয়া টরন্টো আইলে অন্টারিও বিল দেখাইয়া আনমু নে। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমার বন্ধুসকল অন্য কথা বলে, মিলা নাকি অনেক ভালো মেয়ে, নাইলে আমার সাথে আছে কেমনে???? 🙁
তুই এই সামারে আইসা পড়, দেখি তোরে নিউফাউন্ডল্যান্ড ঘুরায়ে দেখামু 🙂
আমি আবার আবেগে ইমোশনাল হয়ে গেলে ইংরেজি বাইর হইতে চায়। যাকগা, বছর আটেক আগে হাউস ফেয়ারওয়েলে যা বলছিলাম, সেইটা এখনো বলবৎ আছে, সারাজীবন থাকবে। আমার যা কিছু ভালো, তার সবকিছুর সাথেই আমার কলেজ ফ্রেন্ডরা থাকবে। ইউ গাইজ রক। যা যা বললা, সবকিছুই তোমাদের মতো হওয়ার চেষ্টার ফসল। আমিন অনেক ধন্যবাদ। বাইর থেকে এসে দেখি ফেইসবুকে এই কান্ড।
হাফ সেঞ্চুরীর শুভেচ্ছা। ব্লগিংটা আবার ধরতে হবে, মির্জাপুরের পোস্ট সবচেয়ে বেশি করতে হবে। 😀
হুম। এইবার কড়া কইরা ....। মির্জাপুরের ঝাণ্ডা উড়াতে হবে। পরের ফিফটি ডাবল কুইক টাইমে করুম ভাবতেসি।
আপ্নেরা কোন জীমে বডিবিল্ডিং করতেন?সবাই একলগে রক হইয়া গেল!! 🙁
🙁 🙁
:)) :)) :)) :))
ওহ আচ্ছা পোস্টে মনে হয় শুভেচ্ছা জানাইতে ভুইলা গেছিলাম। আমি তৌফিকরে শুভেচ্ছা জানিয়ে বিদায় হই। সকালে অফিস, এর উপর এখন কারেন্ট চলে গেছে....... ( তবে মোবাইলে আছি 🙂 ) (সম্পাদিত)
দুঃখিত এডু স্যার এবং মডুদের প্রতি। আগের কমেন্টে তৌফিকের নামের বানান ভুল করছিলাম। তাই এডিট করলাম।
অনেক অনেক ধন্যবাদ আমিন, আবারও। একটু গুছায়ে নেই, ফোন দিব তোমারে... 🙂
ও কে ।
এইতো ভাইয়া ভালো আছি । অনেক দিন আপনার দেখা পাই না । খুব ব্যস্ত ?
কেক্কুক এর কি ব্যবস্তা হবে ? আমি আবার একটু ক্ষেত , কুক খাইতে পারিনা,আমারে শুধু কেক টাই মেইল কইরেন
ভনু রে, এতো ব্যস্ত আছি যে বলার মত না। রিসার্চ পুরাদমে শুরু করার চেষ্টা করতেছি। কেক ভনু খাইয়া ফেইলো, টাকা আমি আইসা দিমু নে। 🙂
তৌফিক, শুভজনমদিন :thumbup:
বইটার জন্যে তোরে ধন্যবাদটা পর্যন্ত দেই নাই 🙁 অবশ্য বঙ্গানুবাদ কইরা দিতে কইসিলাম সেইটাও দেসনাই 😛
যাইহোক, এইখানেই থেমে গেলে চলবেনা কিন্তু 😀 তোকে আরও অনেকদূর যেতে হবে... আর ইয়ে এই বার ফয়েজীয় আশীর্বাদ - হাজার সন্তানের জনক হ ;;;
সংসারে প্রবল বৈরাগ্য!
আরো তিনটা বিবাহের ব্যবস্থা করেন তাইলে। ;;;
অনেক ধন্যবাদ কাইয়ূম ভাই। 🙂
তৌ ভাই বস পাবলিক।না দেইখাই বুঝসি।দেখা হইলে ধুলা নিতে হইব।
জন্মদিনের শুভেচ্ছা ভাইয়া..যত আশা জেবনে..পূর্ন হয়ে যাক যৌবনেই :grr:
আমিন ভাই,৫০ করার জন্য অভিনন্দন।আপ্নে একটা "ইমরুল কায়েস"। 😀
ওরে বন্য, নে বাদের আগে ধন্য 😛
র্যাপিড প্রোটোটাইপিং নামনে একখান মিশিন ছিল
ঝান্তে চাই সেইটার কি হল। 😐
আমারে ইমরুল কায়েস কওয়ার লেইগা :frontroll: লাগা বন্য......
শুভ জন্মদিন :teacup: :teacup:
পা ভাঙা অবস্থায় আমার সাথে আপনিও আমার সাথে হাসপাতালে ছিলেন, মনে পড়ে ইফতেখার ভাই? দোয়া রাইখেন বস। 🙂
বরফে পিছলা খায়া আবার পা ভাইন্গো না B-)
বরফ দোয়ার ধার ধারে না 😉
শুভ জন্মদিন তৌফিক। Many Many Happy Returns of the Day....... 🙂
৫০তম পোস্টের শুভেচ্ছা আমিন। ১৭ মাসে ৫০টা পোস্ট??? আমার তো রীতিমত ঝড়ো ফিফটি মনে হচ্ছে। অবশ্য তারকা ব্লগারদের হিসাব কিতাব আলাদা। ;;;
আরে বস তারকা ব্লগার তো তৌফিক । আমি তো আমজনতা ব্লগার 🙂
আরে আমিন দেখি ফিফটি মারসে 😀
অনেক কিছু কওয়ার আছিলো, কিন্তু চোখে ঘুম নাই, ফ্রিজে খানা নাই, মোবাইলে চার্জ নাই, ব্লা ব্লা ব্লা দেইখা এখন কইলামনা, অফিসারদের কিলাবে খানাদানা শেষেই কমুনে 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
আর কিছু কওয়ার দরকার নাই খালি দোয়া কইরেন আমার দীর্ঘ জীবনের জন্য যাতে আপনের ফিফটি দেইখ্যা যাইতে পারি। 😀
=)) =)) =))
:khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
তৌফিক ভাইয়ের কোন খবর নাই, ব্যাপার কি? আইলা আমগোরে ভুইল্ল্যা গেলা?
নাম্বার বদলাইসো, ফুন দিলানা, নাম্বারও দিলানা। :gulli2: ভাবতাসি :frontroll: দিতে কমু নাকি? ;)) যাউজ্ঞা, হেপী বাড্ডে :party:
সামারে বউরে নিয়া চইলা আসো, বিরিয়ানী খাওয়ার দাওয়াত রইলো। ;;)
আমিন ভাই পঞ্চাশের অভিনন্দন 🙂
হ্যাপি বাড্ডে তো আগেই বলছি । কলেজে থাকতে কতো সিলি কারণে গ্যান্জাম করতাম ভাবলে হাসি পায় । আমিনকে অভিনন্দন ৫০ ছুঁয়ে ফেলার জন্য :clap: একটা অফটপিক কথা বলে যাই, আমরা যারা ডাক্তার, ইন্জিনিয়ার আছি তারা কিন্তু অস্ট্রেলিয়াতে মাইগ্রেশনের এপ্লাই করতে পারি । এখন ডাক্তার, ইন্জিনিয়ার দের মাইগ্রেন্ট হিসিবে নেয়ার জন্য অগ্রাধিকার দেয়া হচ্ছে ।
ভাই ,আশার আলো দেখাইলেন মনে হয় :dreamy:
পিন্টুস, তুই অফ যা, আগে আমি যায়া লই, তুই পাশ কইর্যা যাইস :grr:
ভাই, কেমনে কি করা লাগে সেইডা নিয়া একটা পোস্ট দ্যান।
মাস্টার্স টা বাইরে করতে মন চায় 🙂
শুভ জন্মদিন তৌফিক ...... :party: :party: :party:
আর আমিনকে ৫০ এর শুভেচ্ছা ......
তৌফিক,
শুভ জন্মদিন। দোওয়া করি ......... (তোমার মনের খুশিমত শুন্যস্থানে বসিও)। আফসুস, দুজনেই দেশে থাকার পরও দেখা হলোনা।
আমিন, পঞ্চাশের শুভেচ্ছা। কিন্তু লেখাটায় আরেকটু যত্নবান হওয়া দরকার ছিলো মনে হয়- বেশ কিছু জায়গায় এলোমেলো মনে হয়েছে। (মাইন্ড করো না প্লিজ)।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ধন্যবাদ মাহমুদ ভাই। ব্রাকেটের বাইরের কথাটার জন্য মাইন্ড করি নাই তবে ভিতরের কথাটার জন্য মাইন্ড করুম কিনা বুঝতাসি না 🙂 🙂
আরেকটা কথা বস এই মাসের শেষের দিকে একটু খালি রাইখেন। পরে ডিটেইলস জানায়া ফোন দিমু নে।
@ তৌফিক
হ্যাপী বাড্ডে :party:
@ আমিন
হ্যাপী হাফ সেঞ্চুরি :guitar:
চ্যারিটি বিগিনস এট হোম
শুভ জন্মদিন তৌফিক (দুঃখিত, দেরী করে ফেললাম)। সুখে থাক, ভালো থাক সবসময়।
হাফ সেঞ্ছুরীর শুভেচ্ছা আমিন। :clap: :clap:
আশা করি দ্রুত সেঞ্ছুরী করে ফেলতে পারবা। 🙂
ভালো কথা,কাইয়ুম ভাইয়ের জন্য হয়তো ঢাকা পড়ে গেছে কিন্তু তানভীর ভাই ও কিন্তু আমার মত শম্ভুকের গতিতে আগান ...... ;;;
শুভ জন্মদিন,তৌফিক :party:
হ্যাপী বাড্ডে
তৌফিক, জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। :party: :party: :party: ভালো থা্কো সবসময়। O:-) O:-) O:-)
আমিন কিবোর্ড উচানো শুভেচ্ছা। :clap: :clap: :guitar:
আমার যে কবে ফিফটি হইব :dreamy:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
টিটো ভাইকে অনেকদিন পরে দেখে ভালো লাগলো।
শুভ জন্মদিন তৌফিক। 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
তৌফিক শুভ জন্মদিন…
শুভ জন্মদিন তৌফিক...
আমিন, ৫০ করে সেট হইলি, এবার স্ট্রাইক রেটটা একটু বাড়া...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হুম। তবে জাভেদ বা ইমরুল কায়েসের মত হইলে স্ট্রাইকরেট আর বাড়বো না......
দেরি কইরা ফেললাম, ব্যাপার না!! শুভ জন্মদিন তৌফিক। ভালো থেকো, সবুজ থেকো। পিকনিকে তোমাদের পেয়ে ভালো লেগেছিল। আমার বোনটাকেও শুভেচ্ছা দিও।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
শুভ জন্মদিন।
:clap: হ্যাপী বাড্ডে তৌফিক ভাই......
আর আমিন ভাই শুভ জাভেদীয় 50......নেক্সট টাইম তামিম চাই...... :clap:
দেরি কইরা ফেললাম, ব্যাপার না!! শুভ জন্মদিন তৌফিক
অভিনন্দন আমিন কে হাফ সেঞ্ছুরীর জন্য।
শুভ জন্মদিন, তৌফিক!
বড় হও!
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
দেরিতে হলেও শুভ জন্মদিন তৌফিক... :hatsoff: :hatsoff:
হাফ সেঞ্চুরির শুভেচ্ছা আমিন ... :-B
শুভ জন্মদিন বাঘ মামা।
আমিন ভাই, মুবাইল থিকা এত বিশাল পোস্ট দেয়ার জন্য আপনারে ধইন্যা। 😀 😀 😀 পরে বিস্তারিত আলুছানা করবেন বলে আশা রাখি। 😀 😀 😀
তৌফিক অনেক দেরী হয়ে গেল তাও তোকে জন্মদিনের শুভেচ্ছা।
আমিন তোর বিয়ে কবে?
সে খবর দিয়া ৫১ তম পোস্ট আসবে 🙂
লেট হ্যাপী বার্থডে টু তৌফিক ভাই :party: :party:
হ্যাপী হাফ সেঞ্চুরি টু আমিন ভাই :guitar: :guitar: