কোয়ার্টার ফাইনালের পথে (প্রথম পর্ব)

আরেকটা পর্ব লেখা শুরু করলাম। আমার আগের লেখাগুলা দেখলেই বুঝবেন আমি প্রতিবারই চেস্টা করি একটা সিরিয়াল ধরে লেখার, কিন্তু প্রতিবারই প্রথম পর্ব লেখার পর লেখার কোয়ালিটি দেখে আর লেখার ইচ্ছা করে না (অভ্র চালালেই ঘুম আসে এটা একটা কারন)। তাই দ্বিতীয় পর্ব না পেলে ধরে নিতে হবে এটাই নিয়ম।

এবারের টাইটেল কোয়ার্টার ফাইনালের পথে দেয়ার কারন হল দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলার একটা প্রিভিউ দেয়া।

বিস্তারিত»

বিশ্বকাপ : প্রিভিউ: গ্রুপ এ আর গ্রুপ বি এর শেষ দিন আজ

গ্রুপ এঃ

এখানে মজার কোন ফল গ্রুপের চেহারা হঠাৎ বদলে দিতে পারে। উরুগুয়ে আর মেক্সিকো দু’দলই দ্বিতীয় রাউন্ডে উঠবে এটা নিশ্চিত, কিন্তু সেটা এই জন্য না যে তারা ড্র করার জন্যই খেলবে, বরং এখনো পর্যন্ত যা দেখলাম, দুদলের শক্তির সমতাই একটা ড্র নিয়ে আসবে। তবে গ্রুপ রানারআপের সামনে যেহেতু আর্জেন্টিনা পড়বে দ্বিতীয় রাউন্ডে, দু’দলই চেষ্টা করবে এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। উরুগুয়ের জন্য ড্র যথেষ্ট হলেও,

বিস্তারিত»