বইমেলা’য় মোস্তফা মামুন ভাইয়ের নতুন বই

‘ক্যাডেট নাম্বার ৫৯৫’র পর থেকে আমার প্রিয় লেখকদের তালিকায় মামুন ভাইয়ের নাম। মোস্তফা মামুন। জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক, লেখক। আমাদের কাছে অবশ্য তার বড় পরিচয় তিনি আমাদের ক্যাডেট কলেজের বড় ভাই। সেজন্যে তার লেখা নিয়ে হয়তো আমার মধ্যে (আমার ধারনা আমাদের অনেকের মধ্যেই) মাঝে মাঝে বাড়তি উচ্ছাস কাজ করে। কিন্তু সত্যি কথা হলো, লেখক হিসেবে ক্যাডেট ছাড়া অন্যদের কাছে তিনি আরো বেশি জনপ্রিয়।

ক্যাডেট কলেজের প্রেক্ষাপট বলে নয় সব মিলিয়েই ‘কলেজ ক্যাপ্টেন’র মতো দারুন উপন্যাস আমি অনেক দিন পড়িনি।

বিস্তারিত»