মরিচীকা সুখ
মো ও খা ও।
কারো কারো মনে এত সুখ, সুখ ফেরি করে
বচনেে সুখ বসনে সুখ মুখেতে সুখের খই উড়ে
আসনে সুখ বাসনে সুখ, সুখেই নিদ্রা হরে
সুখী ভেবে সুখ খুজে বসত সুখের অন্ধকারে ।
বৈশাখে নামে নাই পথে বজ্রনিনাদ শুনতে পাবে
আষাঢ়ে ভিজে নাই দিন পঙ্কে কদম পিছলে যাবে,
হাত দিয়ে খায়নি খাবার সোনর চামচ ছিল মুখে
মায়ের বুকেতে হয়নিতো ঘুম এখনো নির্ঘুম চোখে।