‘প্রেম’-শব্দটাই ম্যাজিকের মত। আর এর আগে যখন ‘দেশ’ শব্দটি জুড়ে দেয়া হয় তখন যে নতুন শব্দের উৎপত্তি হয় -‘দেশপ্রেম’; তা ব্যাপক বিশালতা বক্ষে ধারন করে।
কালে কালে দেশে দেশে সময়ের প্রয়োজনে পৃথিবীর বুকে কাটাকাটি করে এঁকে নেয়া হয়েছে ছিন্ন ভিন্ন ভৌগলিক সীমানা। জাতি-গোত্র-ধর্ম নির্বিশেষে মানুষ সেই কাল্পনিক রেখা পুঁজি করে চালিয়ে যায় ঠুনকো সভ্যতা।
……আহ! কোথায় তলিয়ে যাচ্ছি। ইদানীং কথা বলতে শুরু করলে খেই রাখতে পারি না।
বিস্তারিত»