প্রথম বার তাদের দেখা বিটিভির পর্দায়। খুব ছোটবেলায় কোন এক সংবাদ ভিত্তিক অনুষ্ঠান দেখতে গিয়ে হঠাৎ দেখি সত্যিকার অর্থেই টিভি স্ক্রীনের পুরোটা জুড়ে দুটো মোটা মানুষ। পরস্পরের দিকে বেশ ভয়ংকর দৃষ্টিতে সামনের দিকে ঝুকে পড়ে এক অদ্ভুত ভঙ্গিমায় একে অপরকে মাপা দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। কিন্তু খুবই ছোট নেংটি পড়ে থাকায় কেন যেন পুরো দৃশ্যটাতেই একটা হাসির ব্যাপার ছড়ানো। আমি তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে ছিলাম।
বিস্তারিত»