পাশে ছিলাম, পাশে আছি
সিসিবি অনেকদিন পর আবার সরগরম। ঠিক এমন সময়ে আবার সাকিবের আপডেট নিয়ে ফিরে এলাম। অনেকেই আমার কাছে ব্যক্তিগতভাবে সাকিবের খবর জানতে চেয়েছেন। তাদেরকে ধন্যবাদ। অনেকেই এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িযেছেন সাকিবের জন্য সেটা নিঃসন্দেহে খুব আশাব্যঞ্জক ছিল এবং চিকিৎসা সাহায্যে কাজে এসেছে। সাকিব সবার কাছে কৃতজ্ঞ। সর্বশেষ আপডেট জানিয়ে সাকিব ব্যক্তিগতভাবে আমাদেরকে গ্রুপমেইলে একটি ইমেইল পাঠিয়েছে।
****
প্রিয় বন্ধুরা,