“তোরা ছেড়ে দিস না প্লিজ, আমাকে অনেকটা পথ লড়তে হবে এবং অনেক দূর পর্যন্ত। তাই তোদের সাহায্যের হাতগুলো একসাথে থাকা আমার খুব প্রয়োজন” – সাকিব
আমাদের বন্ধুত্ব আঠারো বছর পেরিয়ে গিয়েছে। আজ থেকে আঠারো বছর আগে একুশে মে তারিখে আমাদের অভিভাবকদের চোখ ভরা স্বপ্ন ‘সুশিক্ষা’ অর্জনের জন্য আমাদেরকে রেখে আসা হয়েছিল পাবনা ক্যাডেট কলেজে। সুশিক্ষা হয়েছে কিনা জানিনা। কিন্তু আমরা আজো বন্ধু আছি। নানা সংশয় আর অজানা উৎকণ্ঠার ভেতরেও সাকিবকে আমার চোখে পড়েছিল প্রথমদিনেই। মোটাসোটা নাদুসনুদুস সদা হাস্য সাকিবকে চোখে না পড়ার কোন কারণ ছিল না। তারপরের গল্প যা হবার কথা তাই হয়েছিল। সাকিবের নিয়তি ছিল কম্বল প্যারেড। কাঠফাটা পাবনার রোদে বিকাল বেলায় গেমস টাইমে সাকিবকে দেখতাম আমাদের ব্যাচের আরো একজনের সাথে গায়ে কম্বল পেঁচিয়ে দৌড়ে বেড়াচ্ছে আমাদের গেমস গ্রাউন্ডের চারপাশে শারীরিকভাবে সবকিছুর জন্য উপযুক্ত হবার জন্য। ফর্সা ছেলের কম্বল প্যারেডে মুখটা লাল হয়ে যেতো। মায়াই লাগতো দেখে। আবার খুশীও লাগতো ভেবে যে আমার তো আর কম্বল প্যারেড করতে হচ্ছে না।
একদিন আবিষ্কার করলাম সাকিব আমাদের ব্যাড বয়েজ ক্লাবের একজন। সাকিব আসলে খুব তীব্র একজন মানুষ। সাংঘাতিক আবেগপ্রবণ ছিল। রাগ হলে তিরতির করে কাঁপতো। সাকিবের সাথে আমার একটা আলাদা রকমের বন্ধুত্ব হয়েছিল কলেজে। কারণ কিছুই না, সাকিব ছিল ‘দ্য মিডল ক্লাস হিরো’। ছেলেটা বাবা হারিয়েছিল বেশ অল্প বয়সে। আমরা যখন ক্যাডেট কলেজে থাকতে দুঃসাহসিক সব অভিযানগুলোতে অংশ নিতাম, সাকিব আমাদেরকে বেশিরভাগ সময়ে শুধু সমর্থন জানাতো কিন্তু আসতে পারতো না। সেই বয়সে সাকিব বুঝেছিল, বাবা না থাকলে জীবন কিভাবে আষ্টেপিষ্টে একটা গণ্ডির ভেতর সীমিত করে দেয়। আমি অবশ্য তখন এসব বুঝতাম না। একদিন কলেজ অথোরিটির উপর কোন এক কারণে রাগে গজগজ করে বিড়বিড় করে বললো, আমার বাপ বাঁইচা থাকলে দেইখ্যা নিতাম ক্যামনে মানুষ চোখ তুইলা যা খুশি তাই বলে। সাকিবদের বাসাবোর ফ্ল্যাটটা ছিল আমার কলেজের ছুটিতে ঢাকায় এলে কয়েকটি নির্দিষ্ট গন্তব্যের একটি। বাসাবোর মামনি কনফেকশনারি এখনো চোখে স্পষ্ট। কোন এক বছরে ঠিক মনে নেই এখন বন্যায় খিলগাঁও থেকে সাকিবদের বাসায় রাস্তা ধরে ধরে নৌকায় যেতাম। কি একটা অদ্ভুত সময় ছিলো সেই দিনগুলোতে!
সাকিবকে ওর মা এবং ছোট বোনের দায়িত্ব নিতে হয়েছিল কম্পিউটার সাইন্সে গ্রাজুয়েশনের পরপরই। সাকিবের বাবা ছিলেন একজন ডাক্তার। এক বৃষ্টির দিনে ছাঁদে কোন একটা কাপড় নাড়া বা অন্য একটি কিছু করছিলেন, দুম করে ইলেকট্রিফাইড হয়ে মারা যান তিনি। সেই থেকে সাকিবদের জীবন অনেকটা রাতারাতি পাল্টে যায়। অনেক কষ্ট করে চলতে হয়। অনেক সংগ্রাম করে বড় হতে হয়। সাকিব চাকরি পাবার পর ওদের বাসাবোর বাড়ি পাল্টে সিদ্ধেশ্বরীতে চলে আসে ওর বোনের ভিকারুন্নিসা-নুন কলেজ এবং প্রাইভেট শিক্ষকদের বাসা ওখানে হবার কারণে। ভালই চলছিল সবকিছু। সাকিব খানিকটা গুছিয়ে এনেছিল। আমি কানাডায় আসার আগে দৌড়াদৌড়িতে অনেকের সাথে দেখা করতে পারিনি। ডেন্টিস্টের কাছে গিয়েছি ইস্কাটনে, সাকিব সেখানে গিয়েছে ঠিকই দেখা করতে। সবকাজ ছেড়ে ইস্কাটনে রাস্তার উপর ঠায় দুই-আড়াই ঘণ্টা আড্ডা দিয়েছিলাম আমরা।
গত ঈদে হঠাৎ জানা গেলো সাকিব ব্লাড ক্যানসারে আক্রান্ত। প্রথমে বিশ্বাস হয়নি। আমাদের ব্যাচের গ্রুপ মেইলে যখন একের পর এক মেইল চালাচালি শুরু হলো সাকিবের জন্য তখন সাংঘাতিক চিন্তা শুরু হলো সাকিবের জন্য। সাকিবদের জন্য। দুনিয়ায় এতো মানুষ থাকতে ক্যানসার কেন সাকিবেরই হতে হবে? এর আসলে কোন সদুত্তর নেই জানি। কিন্তু এটাই মনে হয় সবসময়। কারণ ক্যানসারের মতো রাজকীয় রোগের সাথে মোকাবিলা করার সংগতি সবার থাকে না। পৃথিবীর বেশিরভাগ মানুষেরই সেই সংগতি নেই, এটাই বাস্তবতা। কিন্তু তাই বলে তো আর বসে থাকতে পারি না। সাকিবের একার পক্ষেও সেই লড়াইটা খুব কঠিন। কিন্তু আমরা দশজন সাহায্যের হাতটি বাড়িয়ে দিলে নিশ্চিত সাকিবের বাঁচার লড়াইটা সহজ হবে।
এখন সাকিব সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করাচ্ছে। এর আগে ঢাকা এবং ভারতে টেস্ট করিয়েছে। ব্লাড ক্যানসার (এক্যুউট মাইলোব্ল্যাসটিস লিউকেমিয়া) এখনো প্রাথমিক পর্যায়ে আছে। সাকিবকে বাংলাদেশে চিকিৎসা করেছেন প্রফেসর মনজুর মোর্শেদ (কনসালটেন্ট – ক্লিনিক্যাল হেমাটোলজি, স্কয়ার হসপিটাল)। চিকিৎসার খরচের যে প্রাথমিক ধারনা পাওয়া গিয়েছে তাতে সিঙ্গাপুরে তিন-চার সপ্তাহ হসপিটালাইজেশন, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এবং কেমোথেরাপির জন্য লাগছে আনুমানিক ১৫ থেকে ২০ মিলিয়ন বাংলাদেশী টাকা (প্রায় ২১০ থেকে ৩০০ হাজার ইউএস ডলার) এবং ৬ থেকে ৮ মিলিয়ন বাংলাদেশী টাকা (প্রায় ৯০ থেকে ১১৫ হাজার ইউএস ডলার) লাগবে বাদবাকি চিকিৎসা ভারতে করানোর জন্য। টাকার অংক দেখে চক্ষু চড়ক হবারই কথা। সাকিবের পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধব মিলে যা যতটুকু পারা গিয়েছে, তা দিয়ে শুরু হয়েছে চিকিৎসা। প্রথমে আমরা শুধু ব্যাচের সবাই যার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে শুরু করেছিলাম। এখন বুঝতে পারছি সেটা আসলে প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। সাকিব যখন বাঁচার সাহস করছে, আমরা কি পারি না তার বাঁচার প্রক্রিয়াকে সহজ করে দিতে?
সাকিবের বন্ধু এবং ওর পরিবারের শুভাকাঙ্ক্ষী হিসাবে, আমরা সাকিবের ব্যাচমেট বন্ধুরা সবার কাছে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি একজন এক্স-ক্যাডেটকে বাঁচাতে আর্থিক সহায়তা, পরামর্শ বা অন্য যেকোনভাবে এগিয়ে আসুন। প্রতিটি সামান্যতম সাহায্যও এখন সাকিবের বেঁচে থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ। সাকিব প্রতিদিনই প্রায় সাহায্যের আকুতি জানিয়ে যাচ্ছে নীরবে আর আমাদের গ্রুপ মেইলে শারীরিক অবস্থার বর্তমান স্ট্যাটাস জানিয়ে। আমাদের সকলের সাহায্যে সাকিবও হতে পারে একজন ক্যানসার সারভাইভার। আশাকরি এক্স-ক্যাডেট কমিউনিটি তাদের উদাত্ত সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন। এক্স-ক্যাডেট সাকিবকে বাঁচাতে এগিয়ে আসবেন সকলে।
ঢাকা থেকে আমাদের ব্যাচের মনিরুল, হিল্লোল এবং মাহমুদুল কো-অর্ডিনেট করছে ‘ফান্ড রেইজিং ফর সাকিব’। বোস্টন থেকে সন্দীপন বিভিন্ন ক্যানসার হসপিটাল এবং ক্যানসার সাপোর্ট এনজিওর সাথে সমন্বয় করছে। কারো কোন পরামর্শ থাকলে সাদরে জানাবেন। আমরা বিশ্বাস করি সকলের ভালবাসায় সাকিব আবার আগের জীবন ফিরে পাবে। স্বাভাবিক জীবনে ফিরে যাবে।
সাকিবের জন্য ফেইজবুকে ডোনেশন সংগ্রহের জন্য পাবলিসিটির পেইজ এখানে।
সাকিবকে অনুদান সহায়তা দেবার ব্যাংক তথ্য:
১. পে-প্যাল লিংক: এখানে সাহায্য করুন।
২. মাসরুর সাকিব, একাউন্ট নম্বর: 1501101954335001, ব্র্যাক ব্যাংক লিমিটেড, গুলশান শাখা, ঢাকা।
৩. পাবনা ক্যাডেট কলেজ পঞ্চদশ ব্যাচের পক্ষ থেকে সাকিবের জন্য যৌথ হিসাব একাউন্ট: একাউন্ট নম্বর: 0002-0310273664, সুইফট কোড ফর ট্রাস্ট ব্যাংক – TTBLBDDH002, দ্যা ট্রাষ্ট ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল শাখা, ব্রডওয়ে ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।
সাকিবের চিকিৎসা আপডেট: বর্তমানে সাকিব কেমোথেরাপির প্রথম সাইকেল সম্পন্ন করছে। কেমোথেরাপি শুরু হয়েছে গত ১৫ই ডিসেম্বর এবং শেষ হবে আগামী ১২ই জানুয়ারি। প্রথম সাইকেল শেষ হবার পর, দ্বিতীয় সাইকেল কেমো শুরু হবে। যার জন্য প্রায় তিন/চার সপ্তাহ সময় লাগবে।
তারপর দ্বিতীয় পর্যায়ের চিকিৎসা শুরু হবে ‘সাইটোজেনেটিক’ রিপোর্টের ফলাফলের উপর ভিত্তি করে – বোন ম্যারো ট্রান্সপ্লান্ট অথবা কনসোলিডেটেড কেমোথেরাপি। পরবর্তী চিকিৎসা পরিকল্পনা হলো, তিন ধাপের HIDAC কনসলিডেশন কেমোথেরাপি। যার প্রতিটির তিন/চার সপ্তাহ করে সময় লাগবে।
স্বাস্থ্য আপডেট: সাকিবের চিকিৎসক ড. কোহ লিয়ান পিউ (এনইউএস হসপিটাল, সিঙ্গাপুর) জানিয়েছেন, কেমোথেরাপি শুরুর পর সাকিবের বোন ম্যারো এ্যানালাইসিসের ফলাফল পজিটিভ এসেছে। এবং সম্পূর্নভাবে ক্যানসার সেলগুলোর রেমিশনের চান্সও বেশ ভাল।
ফান্ড আপডেট: মোট অনুমিত চিকিৎসা খরচ ৯০ লক্ষ টাকা। এপর্যন্ত ফান্ড সংগ্রহ (সাকিবের অফিস লোন+ আত্মীয়, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষী + আরো কিছু প্রতিশ্রুতি) হয়েছে ৫৬ লক্ষ টাকা। এখনো চিকিৎসা ফান্ডের ঘাটতি রয়েছে ৩৪ লক্ষ টাকা।
ক্যাডেট কলেজ সমূহের সূত্র থেকেও একটি বড় অর্থ সাহায্য এসেছে। সকলের সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ। সামনে ক্যাডেট কলেজ ক্লাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান+ব্যান্ড শো করার চেষ্টা চলছে পাশাপাশি আরো একটি ফান্ড রেইজিং কনসার্ট করার চেষ্টা চলছে “ভালবাসা দিবসে সাকিবের জন্য ভালবাসা”। এ দুটি বাস্তবে রুপ দিতে পারলে সকলের সক্রিয় সহযোগিতার আবেদন জানানো হবে। চিকিৎসার বাকি ৩৪ লক্ষ টাকা পূরণ না হওয়া পর্যন্ত ফান্ড রেইজিং ক্যাম্পেইন অব্যাহত থাকবে।
সাথে থাকুন। নিরন্তর ধন্যবাদ।
সাকিব ভাইয়ের কথা পড়ে মনটা খারাপ হয়ে গেল। আমাদের যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী সাহায্য নিয়ে এগিয়ে আসা উচিত"। কারণ এমন কোন দিন আমাদের নিজেদের বা নিজ পরিজনদের জীবনে যে আসবে না তার কোন গ্যারান্টি নেই।
আমি আছি।
You cannot hangout with negative people and expect a positive life.
ধন্যবাদ জিতু।
:thumbup:
আমার বন্ধুয়া বিহনে
ভাই apec অফিসে কোন ফান্ড কালেকটিং বুথ খুলবেন না?
এপেক-কে সম্পৃক্ত করা হচ্ছে, বিশেষ করে রিউনিয়নের সময়। কিন্তু অফিসে ফান্ড কালেক্টিং বুথ-এর কথা এখনো শুনিনি। কার্যকর মনে হলে করা হবে। ধন্যবাদ।
আমার বন্ধুয়া বিহনে
ঠিক ফান্ড কালেক্টিং বুথ হয় নাই, তবে রিইউনিয়নের সময় (২৩ ডিসেম্বর) সবার কাছে সাহায্য চাওয়া হবে।
এখন পর্যন্ত এপেক থেকে সব এক্স ক্যাডেটদের কাছে মেইল দেয়া হয়েছে, সবার আপডেটেড মেইল অ্যাড্রেস। ১৫ ব্যাচ তো আছেই, ২১তম ব্যাচও নিজেদের ব্যাচ থেকে ফান্ড তুলছে। ১৭তম ব্যাচ রিইউনিয়নে কলেজকে বড় কিছু গিফট দিবে ঠিক করেছিল, পুরো টাকাটাই সাকিব ভাইয়ের অ্যাকাউন্টে দেয়া হচ্ছে।
এভাবে আরও অনেক ব্যাচ এগিয়ে আসছে।
আমরা সবাই আছি সাকিব ভাইয়ের পাশে। ইনশাল্লাহ, উনি শীঘ্রই আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
সাকিব তোমার কথা পড়লে অনেক সাহস পাবে। ধন্যবাদ আহমেদ।
আমার বন্ধুয়া বিহনে
অনেক পুরনো একটা কথা মনে পড়ে গেলো। বেশ অনেকদিন আগে, তখন বোধহয় ফাইভ-সিক্সে পড়ি (আরো ছোট হতে পারি, স্মৃতি খুব একটা সাহায্য করছে না)। পেপারে জানতে পারলাম বনশ্রী আইডিয়ালের ক্লাস সিক্সের ছাত্র অমিত অসুস্থ, সম্ভবত ওয়াইল্ড পোলিও হয়েছিল। ওকে বাঁচাতে পেসমেকার লাগবে, প্রায় চল্লিশ লাখের উপর টাকা দরকার। যতদূর মনে পড়ে অমিতের বাবার পক্ষে অতটা সম্ভব ছিল না। পত্রিকার পাতায় অমিতের একটা উক্তি ছিল এমন: বাংলাদেশে তো অনেক মানুষ। সবাই যদি এক টাকা, দুটাকা করেও দেয়, তাহলে হয়। ভয়াবহ নাড়া দিয়েছিল ব্যাপারটা। এবং অবাক করা ব্যাপার হচ্ছে অমিতের কথাগুলো মানুষ শুনতে পেয়েছিল। ফলশ্রুতিতে, প্রয়োজনের চেয়ে বেশি অর্থ-যোগাড় হয়ে যায় বেশ দ্রুত। সেদিন আমার কাঁচা-মন প্রথম টের পেয়েছিল, মানুষ মানুষের জন্য কথাটার স্বার্থক অর্থ। (হয়তো অনেক কিছুই অপ্রাসঙ্গিক বলে ফেললাম।)
সাকিব ভাইয়ের আকুতিটুকুও সেদিনকার মতোই নাড়া দিয়ে গেল। আমি আছি, একক অবদানে হয়তো নগণ্য কিছু হবে, কিন্তু সমষ্টিগতভাবে আমরা যদি কিছু করতে পারি, সাকিব ভাইকে হয়তো এ লড়াইয়ে হারতে হবে না।
অনটপিকঃ পোষ্টটা স্টিকি করবার জন্য অনুরোধ জানাচ্ছি।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:thumbup:
আমার বন্ধুয়া বিহনে
আমি আছি...
অন্যদেরকেও সহায়তার করার জন্য বলুন।
আমার বন্ধুয়া বিহনে
সাথেই আছি ইনশাল্লাহ,সধ্যের মাঝে যা সম্ভব হয় অবশ্যই করব।আশা করি ক্যাডেট কলেজ ক্লাব পাশে দাঁড়াবে।
ধন্যবাদ আমিনুল। ক্যাডেক কলেজ ক্লাবকে সম্পৃক্ত করা হবে শীঘ্রি।
আমার বন্ধুয়া বিহনে
সকালে বেশ ফুরফুরে মেজাজে ব্লগে ঢুকেই চোখ ভিজে গেল।যদিও ব্যক্তিগতভাবে সাকিব ভাইকে আমি চিনিনা তারপরও অন্তরাত্না কেঁপে উঠলো।সকল ক্যাডেটের সাথে যে আমাদের সবার আত্নার সম্পর্ক।আমরা বাস্তবতা জানি।আমার দুই মামী ক্যান্সারের কাছে হার মেনেছেন।আমি কিছুটা হলেও জানি ক্যান্সারে আক্রান্ত রোগীর স্বজনদের কি অবস্থার মধ্য দিয়ে যেতে হয়।আবার আমার এক ফৌজিয়ান ফ্রেন্ড তাসদিকের ছোটভাই সারভাইভ করেছে।তবে আমরা ক্যাডেটরা হার মানতে জানিনা তাই সাধ্যমত চেষ্টা করব।বাকীটা আল্লাহ্ ভরসা।আমার বিশ্বাস যার যার অবস্থান থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।আমার ক্ষুদ্র সামর্থ্যে যতটুকু পারি আগামীকাল ব্যাংকে ট্রান্সফার করব ইনশাল্লাহ্।আর আমার অফিসে এমডি থেকে শুরু করে টপ ম্যানেজমেন্ট অনেকেই ফৌজিয়ান। আরো অনেক ক্যাডেট আছেন এখানে। আমি সবার কাছে যাব আর আশেপাশে আমাদের পরিচিত যত ক্যাডেট আছে সবাইকে আমরা নিজ উদ্যোগে বলতে পারি।হয়ত অনেক ক্যাডেট হেল্প করবেন তারা সবাই ব্লগ পড়েননা/সবাই হয়ত ফেসবুকে নিয়মিত না।আমরা সবাই সাকিব ভাইয়ের পাশে দাঁড়িয়ে হয়ত কিছু একটা করতে পারি।আরো কারো কোন আইডিয়া থাকলে বলতে পারেন।
ধন্যবাদ ইমরান। ঠিক তোমার মতো সাকিবের পাশে দাড়ানো প্রয়োজন। এরকম সাপোর্ট পেলে সাকিবও একজন সারভাইভার হবে। তোমার কথায় সাকিব সাহস পাবে।
আমার বন্ধুয়া বিহনে
সাকিব ভাইএর কথা শুনে চোখটা ভিজে গেল। ইনশল্লাহ তিনি সুস্থ হবেন।
মেহেদী যাদের সামর্থ্য আছে সহায়তা করবার মতো তাদেরকে জানাও। তোমার ইউনিভার্সিটির বন্ধুদেরকে বলো।
আমার বন্ধুয়া বিহনে
আমি চেস্টা করব ভাইয়া।। APEC অফিস এ জানিয়েছেন?
জানানোর কথা। নিচে হিল্লোলের সাথে যোগাযোগ করো।
আমার বন্ধুয়া বিহনে
এপেক অফিস জানে। এখন পর্যন্ত এপেক থেকে সব এক্স ক্যাডেটদের কাছে মেইল দেয়া হয়েছে, সবার আপডেটেড মেইল অ্যাড্রেস। ১৫ ব্যাচ তো আছেই, ২১তম ব্যাচও নিজেদের ব্যাচ থেকে ফান্ড তুলছে। ১৭তম ব্যাচ রিইউনিয়নে কলেজকে বড় কিছু গিফট দিবে ঠিক করেছিল, পুরো টাকাটাই সাকিব ভাইয়ের অ্যাকাউন্টে দেয়া হচ্ছে।
এভাবে আরও অনেক ব্যাচ এগিয়ে আসছে।
দোয়া করি সাকিব সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবে। পে-পালে সামান্য কিছু টাকা পাঠিয়েছি। প্রাপ্তি সংবাদটুকু জানিও @ wremostafa at yahoo dot com। ইনশাল্লাহ, এতো বড় কমিউনিটিতে টাকাটা কোন সমস্যা হবে না আশা করি। কামনা করি যেন ভাগ্যও তার সহায় হোক।
মোস্তফা ভাই সহায়তার জন্য অনেক ধন্যবাদ। পে-পালের মাধ্যমে টাকাটা সংগ্রহ করা হচ্ছে অঙ্কুর ইন্টারন্যাশনাল একটি এনজিওর মাধ্যমে। আমি সন্দীপনের কাছে জানতে চেয়েছি। জানলে আপনাকে আপডেট জানাবো।
আমার বন্ধুয়া বিহনে
পোষ্টটা স্টিকি করবার জন্য অনুরোধ জানাচ্ছি।
আমারো একই অনুরোধ মডারেটরদের কাছে।
আমার বন্ধুয়া বিহনে
সবাইকে অনুরোধ করছি একসাথে এগিয়ে আসতে , যেকোন ধরনের ইনফরমেশনের জন্য আমার সাথে যোগাযোগ করুন - ০১৯১৯৫৪১৫৬১ ।দেশের বাইরে থেকে কল করতে চাইলে এস এম এস করুন আমাকে , আমি কল ব্যাক করব।
ঢাকা থেকে হিল্লোল ফান্ড সংগ্রহ সমন্বয় করছে। আগ্রহী সকলে যেকোন তথ্য বা পরামর্শের জন্য হিল্লোলের সাথে যোগাযোগ করতে পারেন।
থ্যাংকস হিল্লোল।
আমার বন্ধুয়া বিহনে
হিল্লোল ভাই, ক্যাডেট কলেজ ক্লাবে তো শুনি অনেক হম্বি তম্বি মানুষের আনাগোনা। আর তারা অনেক কিছুই করেন বলেও শুনেছি। কাল বা পরশু খুব সম্ভব ওদের এজিএম আছে। আপনাদের কলেজ রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলতে পারেন। ক্যাডেটদের পাশে অবশ্যই ক্যাডেটরাই এসে দাঁড়াবে প্রয়জনের সময়, আমি নিশ্চিত।
You cannot hangout with negative people and expect a positive life.
কিছু দিনের মাঝেই BCC আর RCCর পুনর্মিলনী আছে।এই সময় ফান্ড সংগ্রহ সহজ হবে।সব ক্যাডেট কলেজগুলোকে সম্পৃক্ত করলে ভাল সাড়া পাওয়া যাবে কোনো সন্দেহ নেই,কিন্তু উদ্যোগ নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব।আর আমরা আসুন আমাদের সকল পরিচিত মানুষদের ব্যাপারটা জানাই,আমার বিশ্বাস সাড়া মিলবেই।
"সমষ্টিগতভাবে আমরা যদি কিছু করতে পারি, সাকিব ভাইকে হয়তো এ লড়াইয়ে হারতে হবে না।"
বরিশাল এবং রাজশাহীর পুনর্মিলনীর বিষয়টি কাজে লাগানো হবে। তোমার পরিচিতদের মাঝে সহায়তা করার বিষয়টি জানাও। কেউ না কেউ নিশ্চিত এগিয়ে আসবেন। ধন্যবাদ আজহার।
আমার বন্ধুয়া বিহনে
আল্লাহর কাছে সাকিবের দ্রুত রোগমুক্তি প্রার্থনা করছি।
চ্যারিটি বিগিনস এট হোম
ধন্যবাদ আহমদ ভাই। আপনার ইউনিভার্সিটিতে একটু জানান সম্ভব হলে।
আমার বন্ধুয়া বিহনে
আমরা আছি,
ইনশাল্লাহ থাকবো
কোনো ভাবে সাহায্য করতে পারলে জানাবেন প্লীজ
ভাইয়ার জন্য শুভ-কামনা করছি
নাজমুল, লন্ডনে অন্যদেরকে জানিয়ে যদি কিছু ফান্ড সংগ্রহ করা যায় তাহলে খুব ভাল হয়।
আমার বন্ধুয়া বিহনে
আমি আছি। আমাদের ব্যাচে ফান্ড রাইজ করা হবে।
ধন্যবাদ আশফাক। আশা করছি তোমার ব্যাচের অনেকে এগিয়ে আসবে।
আমার বন্ধুয়া বিহনে
আমাদের ব্যাচমেটদের ইনভল্ভ করার চেষ্টা করছি।
ধন্যবাদ ফকরুল। চেষ্টা অব্যাহত থাকুক।
আমার বন্ধুয়া বিহনে
May Allah bless him.
Dont think fund will be factor as we have thousands of ex-cadets around the world.
Just need to work together and involve everybody.
সকলকে জানানো এবং সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে আসার কাজটি স্বতঃস্ফূর্তভাবে করতে হবে।
আমার বন্ধুয়া বিহনে
সবাইকে অনেক ধন্যবাদ, যারা আমাকে কল করেছ অনেক অনেক ধন্যবাদ। একসাথে তো অনেক বাদরাম করেছি এখন ভাল কিছু করি , একসাথে। সাকিবের আপডেটঃ কেমো এর জন্য তৈরি হচ্ছে , সবাই দোয়া করবেন। আমার নাম্বার আবার দিলাম। যেকোন সময় যোগাযোগ করুন - ০১৯১৯৫৪১৫৬১।
প্রিয় মডারেটরগণ, মানবিক আবেদনের প্রতি সাড়া দিয়ে পোষ্টটি স্টিকি করা হলে কৃতজ্ঞ থাকবো। আশাকরি অনুরোধটি বিবেচনা করবেন।
ধন্যবাদ।
আমার বন্ধুয়া বিহনে
সিসিবি মডারেটর প্যানেলকে ধন্যবাদ পোষ্টটি স্টিকি করার জন্য।
আমার বন্ধুয়া বিহনে
আমি আছি...
আমি জানি।
আমার বন্ধুয়া বিহনে
এই পোস্টটাতে বারবার এসে ঘুরে যাই। কিছু লিখতে সাহস হয় না।
আছি তো অবশ্যই, ভাল কিছুর জন্য, একসাথে।
সুস্থ্য হয়ে উঠুন সাকিব ভাই।
রেশাদ অন্যদেরকে সহায়তার জন্য এগিয়ে আসতে বলো। এটাই একটা বড় কাজ হবে সাকিবের জন্য।
আমার বন্ধুয়া বিহনে
allahr kase shahajjo chawtau onek joruri
নিশ্চই। কিন্তু এখন চিকিৎসা চালাবার জন্য অর্থ সাহায্য প্রয়োজন সেখানেও কিছুটা অবদান রাখুন।
আমার বন্ধুয়া বিহনে
কতগুলো মানুষ শৈশব থেকেই সংগ্রামী হয়.... বাবাহারা সাকিব ভাই যেমন শৈশবে সংগ্রাম করেছেন, ইনশাল্লাহ ক্যান্সার যুদ্ধেও তিনি জয়ী হবেন।
ভাইয়াকে বলবেন নিয়মিত প্রার্থনা করতে, স্পিরিচ্যুয়ালিটি ক্যান্সারের চিকিৎসাতে বিশেষ অবদান রাখে। এখানে কেমোর রোগীদের কে প্রার্থনা করার জন্য উৎসাহিত করার জন্য ক্যান্সার সেন্টারগুলোতে ক্লাসের ব্যবস্থা থাকে।
oh rabbi bhai, arekta kotha....
seena_1us@yahoo.com theke $40.00 (US) paypal e pathalam, shomvob hole amake ektu confirm korben.
আয়েশা, এখন সাকিব কেমো নিচ্ছে। দুদিন আগে আমাদেরকে ইমেইল করেছিল হাসপাতালে যাবার আগে। এরপর বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করাবে। আশাকরি পরে তোমার কমেন্টটি পড়বে।
৮ই ডিসেম্বের অঙ্কুরের পে-পাল একাউন্টে ১৬৮৪.১৫ ডলার জমা পড়েছে। আমি তোমার ইমেইল এ্যাড্রেস দিয়ে সন্দীপনকে জিজ্ঞেস করবো। কিন্তু নিশ্চিত না ওরা খুব তাড়াতাড়ি জানাচ্ছে কিনা। তবে পরে ডিটেইল জানাবে। কিন্তু জমা পড়ার সাথে সাথে তো ইমেইলে একটা রিসেপ্ট মেসেজ পাঠাবার কথা। পাশাপাশি পে-প্যালে একটা রিসেপ্ট এবং ট্যাক্স রিবেটের জন্য কনর্ফামেশন পেজ আসার কথা।
অনেক ধন্যবাদ সাকিবের চিকিৎসা সহায়তার জন্য।
আমার বন্ধুয়া বিহনে
কারো কাছে কি বিসিসি এবং আর সি সি এর গ্রুপ মেইল এড্রেস অথবা অগ্রানাইজেসনের ডিরেক্ট কনটাক্ট নাম্বার আছে ? দয়া করে শেয়ার করুন ।
Najrana vai BCC ( 15th Intake ) : 01819202239
নজরানা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন।
Bexca Yahoo Group এ মেইল করতে পারেন প্রাথমিক যোগাযোগের জন্য : bexca@yahoogroups.com
আর ফখরুল ভাইকে পাবেন FB এর এই লিংকে : http://www.facebook.com/#!/profile.php?id=100000669835778
নজরানার সাথে যোগাযোগ কর। আর আমার কথা বলিস।
আরসিসি'র জন্য ওরকার ওয়েবসাইটে ইমেইল এ্যাড্রেস অথবা এই পেইজে একটা ফোন নম্বর আছে।
আমার বন্ধুয়া বিহনে
আয়েশা, অনেক ধন্যবাদ ।তোমাকে আপডেট, জানান হবে।
মডারেটরের কাছে অনুরোধ , সিসিবি এর সব ইউজারের সেল নাম্বার আমাকে দেয়া সম্ভব কিনা? আমি সবাইকে এস এম এস করতে চাই। যদি সম্ভব হয় তাহলে দয়া করে নিচের মেইল এ মেইল করুন। hnhillol@gmail.com.
হিল্লোল, সিসিবির কাছে সদস্যদের সেলফোন নম্বর থাকার কথা না বোধহয়।
আমার বন্ধুয়া বিহনে
ভাই, rezan_mahmud@yahoo.com থেকে সাকিব ভাই এর চিকিত্সার জন্যে paypal এ জুলকারনাইন ও রিফাত এর পক্ষ থেকে কিছু টাকা পাঠিয়েছি | সম্ভব হলে একটু কনফার্ম করবেন | দোয়া করি সাকিব ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন |
জুলকারনাইন, paypal- এর ফান্ডটি সংগ্রহটি একটি এনজিওর মাধ্যমে হচ্ছে। তাই এখনি কনফার্ম করতে পারছি না। পে-প্যালে কিন্তু একটা রিসেপ্ট এবং ট্যাক্স রিবেটের জন্য কনর্ফামেশন পেজ আসার কথা।
জুলকারনাইন এবং রিফাতকে অনেক ধন্যবাদ। সাকিবকে তোমাদের কথা বলবো।
আমার বন্ধুয়া বিহনে
সৃষ্টিকর্তার কাছে সাকিব ভাইয়ের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি ......
মইনকে অনেক ধন্যবাদ OCAS-এর ওয়েবসাইটে সাকিবের সাহায্যার্থে একটি পোষ্ট দেবার জন্য।
আমার বন্ধুয়া বিহনে
আছি তো অবশ্যই, একসাথে
সুস্থ্য হয়ে উঠুন সাকিব ভাই…
ধন্যবাদ কৌশিক। অন্যদেরকেও সাথে রাখো।
আমার বন্ধুয়া বিহনে
এখন পর্যন্ত এপেক থেকে সব এক্স ক্যাডেটদের কাছে মেইল দেয়া হয়েছে, সবার আপডেটেড মেইল অ্যাড্রেস। ১৫ ব্যাচ তো আছেই, ২১তম ব্যাচও নিজেদের ব্যাচ থেকে ফান্ড তুলছে। ১৭তম ব্যাচ রিইউনিয়নে কলেজকে বড় কিছু গিফট দিবে ঠিক করেছিল, পুরো টাকাটাই সাকিব ভাইয়ের অ্যাকাউন্টে দেয়া হচ্ছে।
এভাবে আরও অনেক ব্যাচ এগিয়ে আসছে।
পিসিসির রিইউনিয়ন ডিসেম্বর ২৩ থেকে ২৬, অন্যান্য কলেজও এগিয়ে আসছে শুনেছি।
শেষ পর্যন্ত আমি যে আপডেট জানি তা হল, সাকিব ভাই যে সিঙ্গাপুরে গেছেন সেটা তো আমরা জানিই, ওনার অফিস সিডিবিএল থেকে নাকি সুস্থতার জন্য অগ্রীম ২৫ লাখ দেয়া হয়েছে।
সবার সাহায্যেই ফিরে আসবেন সাকিব ভাই আশা করি।
সবাই সাথে থাকলে সাকিবের সুস্থ হবার প্রক্রিয়া নিঃসন্দেহে অনেক সহজ হবে। বিভিন্ন ব্যাচ এগিয়ে আসাটা খুবই আশার লক্ষন। আশা করছি, রিউনিয়নে ক্যাম্পেইনটা জোরেশোরে হবে।
সাকিবের অফিসের সহায়তার ব্যাপারটা আমি জানতাম না। যদি সত্যিই সহায়তা করে থাকে ব্যাপারটা দারুন পজিটিভ হয়েছে।
আপডেটের জন্য ধন্যবাদ রাকেশ। সাকিবের জন্য ক্যাম্পেইন অব্যাহত রাখো। (সম্পাদিত)
আমার বন্ধুয়া বিহনে
রিইউনিয়নে যারা বা যেসব ব্যাচ সাপোর্ট করেছে, এখানে প্রকাশ করলে হয় না? অন্যরাও মটিভেটেড হত
আমার মনে হয় রাকেশ তুই একটা ভালো সাজেস্সন দিসস. হিল্লোল ভাই প্রকাশ করা যায় কি না দেখবেন কি? আর আমাদের facebook এর এপেক গ্রুপ এ মাঝে মাঝে update দ্যান প্লিজ~ (সম্পাদিত)
হিল্লোল ভাই , একটা সময় আমরা দেখতাম বিভিন্ন কলেজ আর্মি স্তাদিউম এ ব্যান্ড শো করতো রাজশাহী এবং ঝিনাইদাহ করতো বলে মনে পরে. এমন কোনো একটা ব্যবস্তা করা যায় কিনা দেখবেন কি? আমার মনে হয় ভালো সারা পাবেন. আমাদের সবারই কিছু না কিছু চেনা আছে ব্যান্ড কে রাজি করানোর জন্য যাতে সাকিব ভাই আর জন্য ফ্রী করে . মতামত জানাবেন.
আশরাফ, আমরা ক্যাডেট কলেজ ক্লাবের মধ্যমে একটা কনসাট এর আয়োজন করার কথা ভাবছি , কিন্তু এটা নের রি-ইউনিয়নের পরে আয়োজন করা হবে।বামবা এর সাথেও যোগাযোগের ট্রাই করা হচ্ছে। কারো এই বাপারে কোন সাজেশন থাকলে প্লিজ আমাকে মেইল কর। hnhillol@gmail.com , 01919541561.
বছর তিনেক আগে চ্যারিটি কনসার্ট নিয়ে বেশ দৌড়াদৌড়ি করেছিলাম, বামবা কি বলল জানিয়েন। যতদুর পারি দৌড়াব
হিল্লোল আমি একটা ইমেইল করেছি।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
শুভকামনা সাকিব ভাইয়ের জন্য। মানুষ হয়ে জন্ম নিয়েছি বলেই আমাদের ক্ষমতা খুবই সীমিত। সাকিব ভাই সুস্থ হয়ে আবার ফিরে আষুন জীবনের মাঝে এই কামনা।
সাকিব তোমার কথায় মনে জোর পাবে। ধন্যবাদ আমিন।
আমার বন্ধুয়া বিহনে
১৬ তম ব্যাচ, বরিশাল ক্যাডেট কলেজ সাকিব ভাইয়ের পাশে । এভাবে ক্যাডেটকে যেতে দিবো না । ব্যাচের পক্ষ থেকে যেটা পারি আজই একাউন্টে জমা হয়ে যাবে । (সম্পাদিত)
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
বরিশাল ক্যাডেট কলেজের ১৬তম ব্যাচকে সাকিব এবং পাবনা ক্যাডেট কলেজের পঞ্চদশ ব্যাচের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
আর রুম্মান তোমাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ।
আমার বন্ধুয়া বিহনে
....
সাকিবের চিকিৎসা আপডেট: বর্তমানে সাকিব কেমোথেরাপির প্রথম সাইকেল সম্পন্ন করছে। কেমোথেরাপি শুরু হয়েছে গত ১৫ই ডিসেম্বর এবং শেষ হবে আগামী ১২ই জানুয়ারি। প্রথম সাইকেল শেষ হবার পর, দ্বিতীয় সাইকেল কেমো শুরু হবে। যার জন্য প্রায় তিন/চার সপ্তাহ সময় লাগবে।
তারপর দ্বিতীয় পর্যায়ের চিকিৎসা শুরু হবে 'সাইটোজেনেটিক' রিপোর্টের ফলাফলের উপর ভিত্তি করে - বোন ম্যারো ট্রান্সপ্লান্ট অথবা কনসোলিডেটেড কেমোথেরাপি। পরবর্তী চিকিৎসা পরিকল্পনা হলো, তিন ধাপের HIDAC কনসলিডেশন কেমোথেরাপি। যার প্রতিটির তিন/চার সপ্তাহ করে সময় লাগবে।
স্বাস্থ্য আপডেট: সাকিবের চিকিৎসক ড. কোহ লিয়ান পিউ (এনইউএস হসপিটাল, সিঙ্গাপুর) জানিয়েছেন, কেমোথেরাপি শুরুর পর সাকিবের বোন ম্যারো এ্যানালাইসিসের ফলাফল পজিটিভ এসেছে। এবং সম্পূর্নভাবে ক্যানসার সেলগুলোর রেমিশনের চান্সও বেশ ভাল।
ফান্ড আপডেট: মোট অনুমিত চিকিৎসা খরচ ৯০ লক্ষ টাকা। এপর্যন্ত ফান্ড সংগ্রহ (সাকিবের অফিস লোন+ আত্মীয়, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষী + আরো কিছু প্রতিশ্রুতি) হয়েছে ৫৬ লক্ষ টাকা। এখনো চিকিৎসা ফান্ডের ঘাটতি রয়েছে ৩৪ লক্ষ টাকা।
ক্যাডেট কলেজ সমূহের সূত্র থেকেও একটি বড় অর্থ সাহায্য এসেছে। সকলের সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ। সামনে ক্যাডেট কলেজ ক্লাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান+ব্যান্ড শো করার চেষ্টা চলছে পাশাপাশি আরো একটি ফান্ড রেইজিং কনসার্ট করার চেষ্টা চলছে "ভালবাসা দিবসে সাকিবের জন্য ভালবাসা"। এ দুটি বাস্তবে রুপ দিতে পারলে সকলের সকলের সক্রিয় সহযোগিতার আবেদন জানানো হবে। চিকিৎসার বাকি ৩৪ লক্ষ টাকা পূরণ না হওয়া পর্যন্ত ফান্ড রেইজিং ক্যাম্পেইন অব্যাহত থাকবে।
সাথে থাকার জন্য নিরন্তর ধন্যবাদ।
আমার বন্ধুয়া বিহনে
রাব্বী ভাই, কনসার্টের জন্য যেকোন হেল্পিং হ্যান্ড লাগলে এপেক অফিসে একটা নক দিয়েন, আমরা এক পায়ে খাড়া। আজকেও রশীদ ভাইয়ের সাথে দেখা হল।
রাকেশ, সাহায্য তো অবশ্যই লাগবে। হিল্লোলের সাথে যোগাযোগ কর।
আমার বন্ধুয়া বিহনে
যদিও এখনো সাহায্য করার মত সমর্থ হইনি কিন্তু মন থেকে দোয়াতো করতে পারি । চেষ্টা করব কলেজে বিষয়টি নিয়ে কাজ করতে । জীবন যুদ্ধের বীর একজন যোদ্ধাকে হারতে দেখতে চাইনা । পাশে আছি,থাকব ।
চলো বহুদুর.........
Sabbir PCC 15th bach(cadet no: 777)
Thanks for all your kind support
রাব্বী,
সর্বশেষ অবস্থা কি সাকিবের? জানতে ইচ্ছে করছে খুব......।
প্রিয়জন হারানোর দুঃখ পলে পলে অনূভব করছি গতকাল আমার বড়ভাই মারা যাওয়ার পর থেকে। দূরদেশে বসে স্বজনের চির বিদায়ের সংবাদ শেলের মতো বিঁধে......
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
মাহমুদ ভাই, ঠিকই বলেছেন, দেশের বাইরে থাকা সময়ে আপনজন হারালে অনেকবেশি অন্যরকম অনুভূতি হয়। কি হয়েছিল ওনার? আপনার এবং আপনার পরিবারের জন্য সমবেদনা।
সাকিব গত ১০ই জানুয়ারি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রথম দফা চিকিৎসার পর রিলিজ পায়। তারপর, ১৭ই জানুয়ারি আবার দ্বিতীয়দফা কেমোথেরাপি এবং ব্যোনমারো ট্রান্সপ্লান্টের জন্য ভর্তি হয়। কেমো চলছে এখন দ্বিতীয় পর্যায়ের। ডাক্তার আশাবাদী, দেখা যাক বাকিটা চিকিৎসার ফলাফল কি আসে।
ফান্ডে ঘাটতি আছে এখনো বড় অংকের। সেটা পূরণ করার চেষ্টা চলছে। সবার সহযোগিতা পেলে আশা করছি সম্ভব হবে। সমস্যা হলো, আমাদের ব্যক্তিগত নেটওয়ার্কগুলো প্রায় স্যাচুরেটেড হয়ে পড়েছে।
আমার বন্ধুয়া বিহনে
কষ্ট লাগলো মাহমুদ ভাই। 🙁
স্রষ্টা আপনাদের এই শোক কাটিয়ে উঠতে সাহায্য করুন।
সংসারে প্রবল বৈরাগ্য!
সামনের ১২ তারিখে ক্যাডেট কলেজ ক্লাবে একটা ক্যাডেটস প্রোগ্রাম করা হয়েছে। সবাই আসলে ভাল লাগবে।