সাকিব আপডেট: সিঙ্গাপুরের চিঠি

পাশে ছিলাম, পাশে আছি
সিসিবি অনেকদিন পর আবার সরগরম। ঠিক এমন সময়ে আবার সাকিবের আপডেট নিয়ে ফিরে এলাম। অনেকেই আমার কাছে ব্যক্তিগতভাবে সাকিবের খবর জানতে চেয়েছেন। তাদেরকে ধন্যবাদ। অনেকেই এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িযেছেন সাকিবের জন্য সেটা নিঃসন্দেহে খুব আশাব্যঞ্জক ছিল এবং চিকিৎসা সাহায্যে কাজে এসেছে। সাকিব সবার কাছে কৃতজ্ঞ। সর্বশেষ আপডেট জানিয়ে সাকিব ব্যক্তিগতভাবে আমাদেরকে গ্রুপমেইলে একটি ইমেইল পাঠিয়েছে।

****
প্রিয় বন্ধুরা,

কেমন আছিস সবাই? আমি একটানা আঠারো দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলাম। আমার তৃতীয়দফা কেমোথেরাপি শেষ হয়েছিল একুশে মার্চ। তারপর বাসায় ফিরলাম [সিঙ্গাপুরে বন্ধু শুভর বাসায়]। মার্চের পঁচিশ তারিখ, আবার হাসপাতাল ভর্তি হতে হলো জ্বর নিয়ে। কিন্তু এবারের হাসপাতালে যাওয়া ছিল আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা। সেদিন আমার জ্বর উঠে গেল ১০৫ ডিগ্রি সেলসিয়াস। এমনভাবে সাতটি দিন পার করলাম। তারপর দু’দিনের জন্য জ্বর নেমে গেল। তারপর আবার ১০২-৩ ডিগ্রি সেলসিয়াস থাকলো সপ্তাহ খানেক। এই প্রথমবারের মতো এতো ভয়ানক অবস্থা গেল। ডাক্তাররা আমাকে আইসিইউতে শিফট করাতে চেয়েছিলেন। অবস্থা খুব সংকটাপন্ন হয়ে পড়েছিল। এবারের মতো বেঁচে গেলাম। আমার আত্মীয়-স্বজন, সহকর্মী এবং আমার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রার্থনা হয়তো আমাকে আবার জীবন ফিরিয়ে দিল। সবাইকে এই সময়টাতে আামার সাথে থাকার জন্য ধন্যবাদ।

এখন আমি শুভর বাসায়। এখন রক্তের কাউন্ট উপরে ওঠার জন্য অপেক্ষা করছি যাতে এরপরের দফা কেমোটা আবার নিতে পারি তাড়াতাড়ি। পাশাপাশি ডাক্তারের কাছে নিয়মিত চেকআপ করে যেতে হবে। আশা করছি যাতে এবার ব্লাড কাউন্টটা বাড়তে বেশি সময় না নেয়। আশা ছাড়া আর কিই বা করতে পারি আমি এখন!

চিকিৎসা খরচ ইতিমধ্যে আমার সব সাধ্যের বাইরে চলে গেছে এইদফা জ্বর খুব বেড়ে এতো দিন হাসপাতালে থাকার কারণে। আমার এখন অবস্থা এমন যে চতুর্থবার কেমো হয়তো আরো কিছু চেষ্টাচরিত করে হয়ে যাবে। কিন্তু পঞ্চমদফা হবে না বোধহয়। তারপরও আমি বিশ্বাস করি হয়তো কোন একটি উপায় বের হবে। জীবন এবং মৃর্ত্যুর মাঝামাঝি সময়টি খুব কঠিন। আমার আত্মীয়-স্বজন, সহকর্মী এবং আমার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা সবাই আমার চিকিৎসা সাধ্যের ভিতরে সবথেকে ভালভাবে করার জন্য সাহায্য করে আসছেন – সেজন্য সবাইকে আবারও ধন্যবাদ।

– সাকিব
****

সাকিবের সাথে আমি ঠিক টেলিফোনে যোগযোগটা রাখছিলাম না। ফোনে পাওয়া সম্ভব হয়নি। সাথে প্রথমদিকের ফোনের চাপে খুবই ওভারহোয়েল্মড ছিল। আমাদের ব্যাচের মূলতঃ তিনজন যোগাযোগ রাখছিল। গতকাল কথা হলো। অনেকদিন পর কথা বললাম। রোগশোক নিয়ে আমার বেশি কথা বলতে ভাল লাগেনা। তাই বলিও নাই। বোকার মতো বলে ফেললাম, মুভি দেখ, বই পড়ে সময় কাটা। সাকিব বললো, বেশি জোর পাইনারে দোস্ত। আন্টির সাথেও কথা হলো। আন্টি কিছু বলেননি। শুধু কাঁদলেন টেলিফোন ধরে।

==========================================================

সাকিবকে অনুদান সহায়তা দেবার ব্যাংক তথ্য:
১. পে-প্যাল লিংক: এখানে সাহায্য করুন।
২. মাসরুর সাকিব, একাউন্ট নম্বর: 1501101954335001, ব্র্যাক ব্যাংক লিমিটেড, গুলশান শাখা, ঢাকা।
৩. পাবনা ক্যাডেট কলেজ পঞ্চদশ ব্যাচের পক্ষ থেকে সাকিবের জন্য যৌথ হিসাব একাউন্ট: একাউন্ট নম্বর: 0002-0310273664, সুইফট কোড ফর ট্রাস্ট ব্যাংক – TTBLBDDH002, দ্যা ট্রাষ্ট ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল শাখা, ব্রডওয়ে ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।

সবাই সাথে ছিলেন। আর একটু থাকুন প্লিজ।

২৩ টি মন্তব্য : “সাকিব আপডেট: সিঙ্গাপুরের চিঠি”

  1. রুম্মান (১৯৯৩-৯৯)

    আবারও আছি ইনশাআল্লাহ ।


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  2. রাব্বী (৯২-৯৮)

    সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের সাকিব এখন সম্পূর্ন সুস্থ। সাকিব দ্বিতীয় জীবন পেলো। গতমাসে সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরেছে। ব্লাড কাউন্ট রিপোর্ট নিয়মিত সিঙ্গাপুর ন্যাশনাল হসপিটালে সাকিবের ডাক্তারের কাছে দু-সপ্তাহ পরপর পাঠিয়ে যাচ্ছে। পহেলা আগষ্ট থেকে অফিস করা শুরু করেছে। ক্যানসারকে জয় করে শেষ হাসি সাকিবই হাসলো।

    সাকিব সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছে তার দুঃসময়ে সহযোগীতা, সহমর্মীতা জানানো এবং সাহস জোগানোর জন্য 🙂


    আমার বন্ধুয়া বিহনে

    জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      আলহামদুলিল্লাহ । কি যে ভাল লাগলো এই খবরটাতে রাব্বী ভাই বলার মতো না । আলহামদুলিল্লাহ , আলহামদুলিল্লাহ ।


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।