[ডিস্ক্লেইমারঃ ইহা একপিস ফাঁকিবাজি এবং সংক্ষিপ্ত পোস্ট]
গতকাল থেকে আমাদের এরিয়াতে তথাকথিত বিকিনি বারিস্তা নিয়ে বেশ ফাটাফাটি চলতাছে। ঘটনা কি? তার আগে কই বিকিনি বারিস্তা কি। খুব সোজা বিজনেস আইডিয়া। কফি শপ + স্ট্রিপার। মানে হোল এমন কফি শপ যেখানে কফি সার্ভ করে খুবই সংক্ষিপ্ত পোষাক পরা ললনারা। তো ঘটনা হইল গতকাল আমাদের শহরে (আমার অফিসের কাছের শহরটার নাম হোল বেলভিউ) এই টাইপের এক পিস বিকিনি বারিস্তা খোলা হয়েছে।
বিস্তারিত»