সিসিবি ফ্যান্টাসী বিশ্বকাপ

ক্রিকেট বিশ্বকাপ দরজায় কড়া নাড়তে নাড়তে প্রায় ভেঙ্গে ঢুকে যাবার মত অবস্থা। দলগুলো ইতিমধ্যে গা গরমের ম্যাচ শুরু করে দিয়েছে। আর আমরা ম্যাঙ্গো দর্শকেরা চায়ের কাপে, আড্ডায়, ব্লগে অনেক হাতি ঘোড়া মারছি। যে কোন প্রফেশনাল ক্রিকেট বোদ্ধা থেকে আমাদের কারোরই জ্ঞান কম নেই বলেই আমাদের বিশ্বাস, বিশেষ করে বিশ্বকাপের দল বা সেরা একাদশ নির্বাচনে। মাশরাফি, অলক, রাসেল রাজীব, আশরাফুল,রকিবুল ইত্যাদি বিতর্কে আমরা ইতিমধ্যেই তার নিদর্শন দেখিয়েছি।

বিস্তারিত»