সিসিবি ফ্যান্টাসী বিশ্বকাপ

ক্রিকেট বিশ্বকাপ দরজায় কড়া নাড়তে নাড়তে প্রায় ভেঙ্গে ঢুকে যাবার মত অবস্থা। দলগুলো ইতিমধ্যে গা গরমের ম্যাচ শুরু করে দিয়েছে। আর আমরা ম্যাঙ্গো দর্শকেরা চায়ের কাপে, আড্ডায়, ব্লগে অনেক হাতি ঘোড়া মারছি। যে কোন প্রফেশনাল ক্রিকেট বোদ্ধা থেকে আমাদের কারোরই জ্ঞান কম নেই বলেই আমাদের বিশ্বাস, বিশেষ করে বিশ্বকাপের দল বা সেরা একাদশ নির্বাচনে। মাশরাফি, অলক, রাসেল রাজীব, আশরাফুল,রকিবুল ইত্যাদি বিতর্কে আমরা ইতিমধ্যেই তার নিদর্শন দেখিয়েছি। এবার তা প্রমাণ করার পালা।

ফ্যান্টাসি লীগের সাথে আমরা অনেকেই ইতিমধ্যে পরিচিত। ইংলিশ লীগের সিসিবি ফ্যান্টাসি লীগ ২য় মৌসুমে পা রেখেছে, ফুটবল ওয়ার্ল্ড কাপেও আমরা ফ্যান্টাসি লীগে লড়েছিলাম। ক্রিকেটের ক্ষেত্রে গত ২০/২০ ওয়ার্ল্ড কাপেও একটা লীগ হয়েছিল। এবার আসল লড়াইয়ের পালা। খেলোয়াড়েরা শুধু নিজের দেশের হয়েই রান আর উইকেট তুলবে না, তুলবে আমাদের মত আম দর্শকদের ফ্যান্টাসি দলগুলোর জন্যও।

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিক-ইনফো এর বিশ্বকাপ ফ্যান্টাসি লীগে ‘সিসিবি ফ্যান্টাসি বিশ্বকাপ’ নামে একটি লীগ খোলা হয়েছে। ক্রিক-ইনফোর ফ্যান্টাসি লীগে যেতে পারবেন এখানে ক্লিক করে। সেখানে রেজিস্টার করে গিয়ে নিজের দল তৈরি করুন, তারপর ৭৯৬৬ এই পিন নম্বর দিয়ে সিসিবির প্রাইভেট লীগে যোগ দিন।

দল তৈরির ব্যাপারে ছোট একটা ধারনা দিয়ে দেই। মোট ১১ জন খেলোয়াড় নির্বাচন করতে হবে, নিচের যে কোন একটি কম্বিনিশনেঃ
* ৫ ব্যাটসম্যান, ২ অল রাউন্ডার, ১ উইকেট কিপার এবং ৩ বোলার।
* ৪ ব্যাটসম্যান, ৩ অল রাউন্ডার, ১ উইকেট কিপার এবং ৩ বোলার।
* ৪ ব্যাটসম্যান, ২ অল রাউন্ডার, ১ উইকেট কিপার এবং ৪ বোলার।

যে কোন এক দেশের সর্বোচ্চ ৬ জন খেলোয়াড় নির্বাচন করা যাবে। দলের একজনকে ক্যাপ্টেন নির্বাচন করা যাবে, যার পয়েন্ট দ্বিগুণ হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দল গড়ার জন্য মোট ১ মিলিয়ন ডলার পাওয়া যাবে। যোগ্যতা অনুযায়ী সব খেলোয়াড়দের মূল্য নির্ধারণ করা আছে। এর মধ্যে চাল খারাপ মিলিয়ে ওই ১ মিলিয়নের মধ্যে ১১ জনকে নির্বাচন করা যাবে।

দল গঠনের জন্য খেলা শুরুর আগ পর্যন্ত অর্থাৎ ১৯ ফেব্রুয়ারী সকাল পর্যন্ত ইচ্ছামত খেলোয়াড় অদল বদল করা যাবে। আর পুরো গ্রুপ পর্বে বদল করা যাবে মোট ৪০ জন খেলোয়াড়। কোয়ার্টার ফাইনাল শুরু হবার আগে আবার আন লিমিটেড অদল বদল, তারপর ফাইনাল পর্যন্ত ১০ জন।

পয়েন্ট স্কোরিং বিস্তারিত পাওয়া যাবে এখানে ক্লিক করলে । সহজ ভাবে বললে, প্রতি রানের জন্য পয়েন্ট আছে, প্রতি উইকেটের জন্য পয়েন্ট আছে, রান রেটের জন্য প্লাস, মাইনাস দু ধরনের পয়েন্টই আছে, ইকোনমি রেটের ক্ষেত্রেও তাই। সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি, ৪/৫/৬ উইকেটের জন্য বোনাস পয়েন্ট আছে। ক্যাচ, রান আউট ও পয়েন্ট দিবে।

এই বিশ্বকাপ আপনাকে ট্রফি না দিলেও দিতে পারে ম্যাক বুক এয়ার, সনি হ্যান্ডি ক্যাম, সনি এসএলআর, আইপড টাচ ইত্যাদি, ইত্যাদি।

তো আর দেরি না করে দলে দলে যোগ দিন সিসিবি ফ্যান্টাসি বিশ্বকাপে।

৮ টি মন্তব্য : “সিসিবি ফ্যান্টাসী বিশ্বকাপ”

  1. রকিব (০১-০৭)

    টিম তাহলে নামাতে হচ্ছে মাঠে। B-)

    অফটপিক-১: আর মাত্র দু'খানা হলেই আকাশদার সেঞ্চুরি হবে। চালিয়া যান দাদা।
    অফটপিক-২: বিশ্বকাপ চলাকালে (বিশেষত বাংলাদেশের ম্যাচ চলাকালীন সময়ে) ম্যাচ সংক্রান্ত লাইভ ব্লগিং/ব্লগাড্ডা চালালে কেমন হয়?? ;;) :-B


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    হুম, তাড়াতাড়ি মাথে আয়...

    লাইভ ব্লগিং অবশ্যই হওয়া দরকার, তবে পোস্ট কোন ভাবেই আমি দিব না, তাহলেই বাংলাদেশ শ্যাষ ~x(


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)
    দল গঠনের জন্য খেলা শুরুর আগ পর্যন্ত অর্থাৎ ১৯ জুন সকাল পর্যন্ত ইচ্ছামত খেলোয়াড় অদল বদল করা যাবে।

    😛 😛 (সম্পাদিত)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
    • আহসান আকাশ (৯৬-০২)

      আমি যতদূর জানি প্লেয়ার বদলালে তার আগের প্যেন্টগুলো রয়েই যাবে, ক্যাপ্টেন বদলের ক্ষেত্রেও একই হিসাব। মানে একবার যে পয়েন্ট কাউন্ট হয়েছে সেটা আর কমবে না।


      আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
      আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

      জবাব দিন
  4. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    আমি আগেই দল গঠন করেছি কিন্তু কোন লীগ খোলা হয়নি। জয়েন করলাম সিসিবির যুদ্ধে।
    যুদ্ধ এবার জমবে, মনে আছে ২০/২০ ওয়ার্ল্ড কাপের লীগে আমি প্রথম হয়েছিলাম। :awesome: :awesome:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।